![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু হোচট খেলেই যদি ভেবে নাও রাস্তাটা ভুল
এই ভ্রষ্ট জীবন শেষ করে যখন আবার নামবে
হাটার জন্য পথে , আমার দুটো হাত যদি না থাকে
ভেবো না , সবটুকু দোষ আমার ছিলো.......
যতটুকু শুধরাবার আমি শুধরে নিয়েছি
যতটুকু মুছে ফেলবার আমি মুছেই দিয়েছি ,
কোন একদিন আরো একবার
আমাকে ভুলে থাকবার মিথ্যা প্রয়াস মুছে
স্বীকার করে নাও , ভুল হতেই পারে
দেয়াল , ইট-কাঠ , পাথরের এই শহরে ;
আমাকে আরো একবার কষ্ট দেবার আগে
ফিরে এসো মৃত্তিকা , ফিরে এসো ।
©somewhere in net ltd.