নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্ত

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১

আজ আমার সময় স্তব্ধ

বেবেগী বেহায়া বাতাস

আজো গা ছুয়ে যায়

আকাশে এখনো চাঁদ উঠে

মেঘের সাথে খেলে লুকোচুরি

বর্ষায় বৃষ্টিরা এখনো ভেজায় আমায়

রাতে ফোটা ফুলেরা

এখনো সুবাস বিলায়

ভোরে জেগে ওঠা পাখিরা

গান গায় নতুন সকালের আনন্দে

আর সাঝে তাদের ঘরে ফেরার তাড়া

নিশ্চুপ রাতে পৃথীবিও ঘুমিয়ে যায়

কেবল আমিই জেগে থাকি নির্ঘুম

অসাঢ় রাত্রি কাটে অন্ধকারে

বিরহের গান গাই

রাত জাগা পাখীদের সাথে

ভুলে ভরা অপূর্ন , না পাওয়ার গল্প গুলো

রাতের তারাটাকেই শোনাই

এভাবে কাটে রাতের অষ্ট প্রহর

পুব আকাশ রাঙিয়ে

প্রভাকর এনে দেয় নতুন একটা দিন

সবার ব্যাস্ততা শুরু হয়

যান্ত্রিক নগরে সময়ের সাথে

পাল্লা দিয়ে ছুটে চলার

কেবল আমারই কোন ব্যাস্ততা নেই

বেচে আছি নির্লপ্ততায়

সব কিছু থেকে বিচ্ছিন্নো

তুমি নেই বলে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.