নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮

যখন ছায়া হীন নিঃসঙ্গতাকে সাথী করে

অন্ধকারে হেটে এসেছি বহুদূর

হঠাত্‍ আলো হাতে এসেছিলো কেউ

জীবনের সব আঁধার কাটিয়ে

করেছিলো আমাকে আলোকিত

হৃদয়ের জমাট বাঁধা কষ্ট গুলোকে

করেছিলো সুখের উত্‍স

পথ চলার প্রতিটি পায়ে পায়ে

রেখেছিলো তার ছোয়া



শরত্‍ এর স্নিগ্ধ মেঘের ভেলায় ভেসে ,

হিমেল দক্ষিনা বাতাসে চলে এসেছি বহু দূর



স্বপ্নের কারখানায় চলতো

নতুন স্বপ্ন বোনার কাজ

আজ স্বপ্ন গুলো পথের ধুলোয়

মুখ থুবরে লুটে পড়েছে

অগোচরে সে হারিয়ে গেছে পথের বাঁকে

ফেলে গেছে আবারও অন্ধকারে



হৃদয়ের আকাশে জমিয়ে গেল মেঘ

নিরবেই নোনা বর্ষন হয়

স্বপ্ন ভাঙ্গনের অথবা আঁধারে থাকার ভয়ে

বহু দূরে দেখা যায় অস্পষ্ট আলো

এখনো বসে থাকি আলোর আশায়

বসে ভাবি সে আবার আসবে

হৃদয়ের কাল মেঘ সরিয়ে

কোন এক সন্ধ্যায়

আধো আলোয়

এক প্রদীপ হাতে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.