![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
বহুদিন ধরেই কিছু লিখব ভাবছি,
বুনোলতার কবিতা,গাংচিলের গান নাকি কিশোর প্রেমের গল্প,
ঠিক বুঝে উঠছিনা,
রোদ্দুরে ভাবি বুনোলতা নিয়ে,আবার রাতেই,
রাতেই শঙ্খচিল গাংচিল হয়ে যায়,
আর লিখতে না পেরে নিশ্বাস আটকে আসে আমার।
সীসা টানা মাদকতা বুকে ভর করে,
দম বন্ধ হয়ে চাপ লাগে কেন যেন,চাপ বাড়ে,
অসহ্য হয়ে যায় মাঝে মাঝে,কখনও সীমাহীন,
বসে থাকি আমি,কলমের
কালি ফুরোয়,লিখতে পারিনা,
শ্যাওলা পড়া দেয়ালের গন্ধ আর
আসেনা সাদা পাতায়,
হয়ত ভুলে যাচ্ছি আমি।
আমি জানি আমি ভুলে যাচ্ছি,
অনুভূতিকে আর সুতোয় বুনা হয়না আমার,
বর্ষা দিনেও তাই আমি নির্বিকার,নিস্তব্ধ,
আমি জানি না লিখতে পারলে দম আটকে যাবে আমার,
আমি পাতা ভরাই,ছিঁড়ে ফেলি,অযথাই বৃথা,
আমি আটকে যাচ্ছি চোরাবালিতে,গভীর
থেকে গভীরে,
নিশ্বাসবিহীন প্রানহীন
প্রানী ব্যাকটেরিয়া হয়ে
মাঝ রাতে নিকোষ কালোয়
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ,
ভাল থাকবেন
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
তরিকুল ইসলা১২৩ বলেছেন: সুন্দর হয়েছে.....
আশা করি নিয়মিত লিখবেন
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। আশা করি মাঝে মাঝে হলেও লিখবেন।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
উদাস কিশোর বলেছেন: নিয়মিত লেখার চেষ্টা করবো ।
ধন্যবাদ ,তরিকুল ইসলা১২৩
ভাল থাকবেন
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
উদাস কিশোর বলেছেন: সুমন কর :
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর ! ভাল লাগল ।
শুভ কামনা।