নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যের ফ্রেম [ কবিতা ]

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

হ্যা এখানে

এক কালো ক্যানভাস

কালো রঙেই অঙ্কিত সব

কিছু প্রিয় মুখ

জীবনের কিছু ভুল সমীকরন

কিছু স্বপ্ন

আর কারো অস্তিত্ব

.

হ্যা এখানে

রক্তাক্ত হৃদয়ে

বসবাস অন্য কারো

পুরোটা জুড়ে তারই অবয়ব

অতঃপর !

বিষাদ তিক্ত অনুভূতী

আর ভোতা যন্ত্রনায় কাতর

.

হ্যা এখানে

আজন্মের ঘুম

জেগে থাকা প্রতিটি রাত

সাক্ষী হয়ে থাকা চাঁদ

অথবা নিকোষ অন্ধকার

ঝড়ে পড়া অশ্রুর

অভীমানে আর

স্বপ্ন ভাঙ্গনের যন্রনায়

.

হ্যা এখানে

ঠিক এখানটায়

তোমাকে রাখা যতনে

চেয়েছিলাম তোমার পায়ের কাছে

এনে দেবো পৃথীবির সমস্ত সুখ

অথচ আমি বন্ধি

এক ভাগ্যের ফ্রেমে :-/

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

মোঃ ইসহাক খান বলেছেন: অনুভূতিময় কবিতা। শুভেচ্ছা রইলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮

অপ্রচলিত বলেছেন: হ্যা এখানে
এক কালো ক্যানভাস
কালো রঙেই অঙ্কিত সব
কিছু প্রিয় মুখ
জীবনের কিছু ভুল সমীকরন
কিছু স্বপ্ন
আর কারো অস্তিত্ব


শুরুটা অসম্ভব রকম ভালো লেগেছে। পুরো কবিতাটিই এক কথায় চমৎকার। বিরহী কবিতায় অনেক ভালো লাগা আর এক গুচ্ছ প্লাস।
++++++++++++

একান্তই ব্যক্তিগত মতামত - কবিতায় ইমোর ব্যবহার দৃষ্টিকটু।
অকপটে বলে ফেলার জন্য ক্ষমাপ্রার্থী।

নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকবেন সর্বদাই।।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য ।
পাঠকের ভাল লাগায়ই লেখকের ( যদিও আমি লেখক নই :P ) স্বার্থকতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.