নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা লেখার প্রয়াস !
( কবিতাটার কোন নাম দিতে পারিনি ) :(

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

সূর্য অস্ত গেলেই জ্বলে উঠবে আঁধার প্রদীপ

বসে রব একা

তখন জোনাকিরা আলো দেবে আমায়

আঁধারকে রমন্থন করে

কেটে যাবে আমার অষ্ট প্রহর

প্রতিক্ষায় থাকি ভোরের আশায়

এই তো জীবন আমার

আর তোমার তখন জ্বলে উঠবে

নিয়োন আলো

লাল নীল আলো ছড়াবে তোমার জীবনে

রাত্রি যাপনের মৃদু আলোয়

অন্য কারো বুকে মাথা রেখে

ঘুমিয়ে যাবে নিশ্চিন্তে

তাই-তো তোমার আমার এতটা ব্যবধান

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

লেখোয়াড় বলেছেন:
কবিতাটি খুব গোছালো আর স্থির হয়েছে।
বক্তব্য একবারে পরিস্কার।

কবিতাটির নাম হতে পারে, আক্ষেপ বা ব্যবধান এমন।

ধন্যবাদ, লিখতে থাকুন।
ভাল থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখোয়াড় !
ব্যাবধান নামটা দিবো বলেই ভাবছিলাম ।
শুভেচ্ছা জানবেন ।
ভাল থাকুন

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

অদিব বলেছেন: কবিতার নাম মাথায় না আসলে শিরোনামহীন দিয়ে সংখ্যা দিয়ে দিবেন একটা! আধুনিক কবিরা এই কাজ করে! ;) ;) ;) আমি নিজেও করি! =p~ =p~ =p~

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ :)
টিক্স টার জন্য আরেকবার ধন্যবাদ :D
ভাল থাকুন ,সুস্থ থাকুন

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৫

অপ্রচলিত বলেছেন: বিষাদময় কবিতা :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ভায়া

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নাম দিতে পারেন, কবি হওয়ার প্রয়াস- ১ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

উদাস কিশোর বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
ধন্যবাদ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.