নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

কবিতা :: আমি আজ নষ্টদের দলে নাম লিখিয়েছি

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

আমি আজ নষ্টদের দলে নাম লিখিয়েছি,

বর্ণমালাবিহীন হয়ে বেঁচে আছি,

বেঁচে আছি ধোঁয়ার সাম্রাজ্যে,

আমি আজ নষ্টদের দলের হয়ে গেছি,

বিবর্ণের চিপাগলিতে হারিয়ে গেছি,

হারিয়ে গেছি নিষিদ্ধে

আমি আজ নষ্ট,পথ ভ্রষ্ট,

জমাট কষ্ট নিয়ে চেয়ে আছি,

চেয়ে আছি লাইটারের সোনালী শিখায়,

আমি আজ নেই,কোথাও নেই,হারাতেই,

গুটিয়ে নিয়েছি,

দিয়েছি তুলে বাঁধা অধিকারের

শাখায়।

আমি আজ নষ্টদের দলে নাম লিখিয়েছি,

তোরা দেখছিস,তোরা দেখেছিস,ফিরাস নি একটিবার,

আমি আজ নষ্টদের দলের হয়ে গেছি,

তোরা আজ কাঁদছিস,মিছে কাঁদছিস,আজ চাচ্ছিস

অধিকার,

আমি আজ নষ্ট,দেহ ক্লীষ্ট,করে অনিষ্ট,

আজ এসেছিস কেন বল,গুটানো আমায় দেখতে,

আমি আজ নেই,কথা নেই,ফিরতেই,

তুই এসেছিস,তাই চলে যা,দে একটু একা থাকতে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ, ভালৈ !

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯

উদাস কিশোর বলেছেন: ধইন্যা ,ধইন্যা
কৃতজ্ঞতা জানবেন

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

অরুদ্ধ সকাল বলেছেন:
একসময় এমন কবিতা লেখার খুব চেষ্টা করতাম
কিন্তু মেলাতে পারতাম না
ব্যর্থ হতাম।

আপনি পেরেছেন। ভালো লাগলো কবিতা পড়ে ।
লেখায় এত কমা ব্যবহার না করে রেশ থামিয়ে থামিয়ে দাড়ির ব্যবহার দিন। তাহলে কবিতা আরাম লাগবে।

আরো কবিতা পড়বার জন্য চোখ পেতে রইলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ অনূর্বর মস্তিষ্কের একটা প্রলাপ পড়ে দেখার জন্য !
চেষ্টা করবো ,করছি আপনাদের আরো লেখা উপহার দেবার জন্য :)
ভাল থাকবেন । কৃতজ্ঞতা জানবেন

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাল লাগলো বিষাদের কবিতা !
বিবর্ণতার অবসান হোক !

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অভি ভাইয়া ।
আপনার মন্তব্য পেলে খুবই ভাল লাগে । ভাল থাকবেন :)
আপনার সুখী জীবন কামনা করি

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৩

মুনেম আহমেদ বলেছেন: কবিতা পড়ে মূগ্ধ হলাম :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮

উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মুনেম ভাইয়া । :)
সুখী জীবন কামনা করি ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

ফারজানা আখি বলেছেন:
যদি , কবির কল্পনা হয় , তাহলে ঠিক আছে ...নান্দনিক বিষাদময়তা ছড়িয়ে আছে সব পঙতিমালায় । আর যদি রিহদয়ের গোপন রোদন হয় , তাহলেতো বেশ ভাববার কথা !! এনিওয়ে , সুন্দর কবিতা ... :-)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

উদাস কিশোর বলেছেন: নিছক কবির কল্পনাই বটে :)
প্রচন্ড মন খারাপের রাতে ইচ্ছে হচ্ছিলো পৈশাচিক আনন্দে মেতে উঠতে ! পারিনি , বিবেক বাঁধা দিয়েছে ।
অতঃপর এ কবিতা , শুধু মাত্র তাকে একটুখানি কাঁদাতে :P
ধন্যবাদ ফারজানা আপু ।
কৃতজ্ঞতা জানবেন ।
সুস্থ থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.