![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
বুকের ভেতর চাপা যন্ত্রনা নিয়ে বসে অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আছে ও । আর কিছুক্ষনের ভেতরেই নিকোষ অন্ধকার গ্রাস করবে গোটা শহর কে । ওর এখন অন্ধকারেই বেশি ভাল লাগছে ।
আঁধার নেমে আসার পরও ঠায় বসে আছে ও ।
ফোন স্ক্রিনে যখনই তার ছবিটা দেখছে ,তখনই ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে । ফেলে আসা স্মৃতী গুলো আরো বেশী পোড়াচ্ছে অন্তরটাকে ।
তাকে ছেড়ে যাওয়া মানুষটাকে ডেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে তার , এখনই কি চলে যাবার সময় হলো তোমার ?
তবে কেন এত ভালবাসে আজ সকল বাঁধন ছিন্ন করে চলে গেলে তুমি ?
বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘ্য স্বাসের সাথে প্রশ্ন গুলো বাতাসে মিলিয়ে যায় ।
প্রকৃতির নিয়মে রাত গভীর হয় ।
ও এবার উঠে বসে , রাত আটটার মত বাজে ।
ছাদ থেকে নেমে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় !
ঘরটা অন্ধকার করে রেখেছে । রাস্তার ল্যাম্প পোষ্টের আলো ভেন্টি আর জনালার পার্দার ফাঁক ফোকর দিয়ে ঘর আলোকিত করার চেষ্ট করছে ।
খুবই অস্বস্থি বোধ করছে ও , কোন কিছুই ভাল লাগছে না ।
কষ্ট নামক হয়না গুলো ওর ভেতরটা খুবলে খাচ্ছে ।
ঘরের মাঝে সামন্য আলোয় আলোকিত দেয়ালের দিকে তাকিয়ে আছে । বারবার তার কথা মনে পড়ছে আর কষ্ট পাচ্ছে । ওর ইচ্ছে হচ্ছে নিজেকে নিয়ে পৈশাচিক কোন খেলায় মেতে উঠতে । তাতে যদি একটু নিস্তার পাওয়া যায় মানসিক যন্তনা থেকে !
আবার মোবাইল টা বের করে তার ছেড়ে যাওয়া মানুষটাকে দেখছে । নিরবেই অশ্রু গড়াচ্ছে ,জমছে বালিশে ।
মনে পড়ে যাচ্ছে সেইসব আনন্দময় অতীত ! তার হাত ধরে নদীর তির ধরে হেটে যাওয়া সন্ধ্যা নামা পর্যন্ত !
প্রায় বিকেলেই পার্কের ঐ শেষ ব্রেন্চ টায় বসে প্রকৃতীর সোন্দর্য দেখা ! আর মাঝে মাঝে খুনসুটিতে মেতে ওঠা ।
প্রতিদিন সকালে কে কাকে আগে সুপ্রভাত জানাবে তার প্রতিযোগিতা ।
তার ভরাট কন্ঠে কবিতা আবৃতী আর মাঝে মাঝে কফি হাতে বেসুরো গান !
কোচিং বা কলেজ থেকে বের হয়েই দেখতো সে হাসি মুখে দাড়িয়ে আছে । কখনো কখনো কাঠ ফাটা রোদে হেটেছে পিচঢালা পথ , আবার কোন এক ঝুম বৃষ্টির দিনে ওরা দুজন ছুটেছে কদম ফুলের সন্ধানে ।
আবার ছবিটা দেখে , ভাবতে থাকে. . . . .
কখনো কখনো দুষ্টুমির রাগ ঠোটে মেখে ঠোট ফুলিয়ে রাখত ও ! আর সে যখন রাগ ভাঙ্গাতে তাকে আরো বেশী রাগিয়ে তুলতো ! তখন অভিনয়ে হার মেনে বুকে ঝাপিয়ে পড়ে বলতো ভালবাসি ।
বাহ ! কত আনন্দেই না দিন গুলো কেটে যাচ্ছিলো !
ভাবতে ভাবতেই হু হু করে কেঁদে উঠে । ভাবতে ভাবতে রাত পৌনে তিনটা বেজে গেছে ।
ঘুমোনোর চেষ্টা করেও ঘুমোতে পারছে না !
অন্তর আত্বা ছুটে বেরিয়ে যেতে চাইছে ।
রাতের নিরবতা ভঙ্গ করে চিত্কার করে উঠল সে , আমাকে ছেড়ে কেন চলে গেলে ! কি আমার অপরাধ ছিলো ?
বাবা আমি তোমাকে বড্ড বেশি ভালবাসি । তুমি ফিরে এসো বাবা । তোমাকে ছাড়া আমি বড্ড অসহায় ।
তোমাকে ছাড়া কি করে বাঁচবো বলো ! তোমাকে ছাড়া আর তো কাউকে ভালবাসিনি । তবে কেন আমাকে কষ্ট দিলে ! তুমি কি আমার উপর রাগ করেছো ?
বল বাবা ,প্লিজ আমাকে উত্তর দাও . . . . . . . .
প্রচন্ড কষ্টে প্রকৃতির নিয়ম ভুলে গেছে ফায়হান । সে জানে তার বাবা আর কথা বলতে পারবে না কোন দিন । সে না ফেরার দেশে চলে গেছে তাকে একা রেখে । তবুও সে কিছুতেই মেনে নিতে পারেনি বাবার চলে যাওয়া ।
.
.
উত্সর্গঃ আমার প্রিয় বন্ধু ফারহান কে ,এবং তার মৃত বাবার মাগফেরাত কামনা করছি । আগামিকাল ৬ জানুয়ারি ফারহানের বাবার প্রথম মৃত্যু বার্ষিকি । আল্লাহ তাকে বহেস্ত নসিব করুক ।
.
.
আমার কিছু কথাঃ আমি গল্প লেখায় একদম আনাড়ি । জীবনে এই প্রথম একটা গল্প লেখার চেষ্টা করলাম । জানি এটা গল্পের "গ" এর ধারের কাছ দিয়েও যায়নি ।
একটু আধটু কবিতা লেখার অভ্যাস আছে , তবে গল্পের ক্ষেত্রে একদম কাঁচা ।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
( বুঝলাম ,সবার দ্বারা সব কাজ হয় না )
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
উদাস কিশোর বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন । আপনার সুখী জীবন কামনা করি
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার লেখনি খারাপ না।
লিখতে থাকেন, শুভকামনা ||
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
উদাস কিশোর বলেছেন: প্রিয় মুন ভাইয়া । কোন ভুল থাকলে ,ভুল গুলো ধরিয়ে দিলে খুব খুশি হতাম
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
মশিকুর বলেছেন:
প্রথমে একটু খাপছাড়া লেগেছে। দ্বিতীয়বার পড়ে ক্লিয়ার হয়েছি। প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করছি। আপনার বন্ধুর বাবার আত্না শান্তিতে থাকুক।
শুভকামনা।।
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া !
কৃতজ্ঞতা জানবেন
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
২ দিনে ২টা কমেন্ট করেই প্রিয় হয়ে গেলাম ! :-<
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
উদাস কিশোর বলেছেন: কাউকে ভাল লাগলে নিশ্চয় তাকে অপ্রিয় বলে না ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
ভুল ধরানোর চেষ্টা করলাম, তবে ত্রুটি আমার নিজেরই হতে পারে।আর ছোটখাটো কয়েকটা আসে, চেক করে নিয়েন
বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘ্য স্বাসের (দীর্ঘঃশ্বাস) সাথে প্রশ্ন গুলো বাতাসে মিলিয়ে যায় ।
রাস্তার ল্যাম্প পোষ্টের আলো ভেন্টি আর জনালার (জানালার) পার্দার ফাঁক ফোকর দিয়ে ঘর আলোকিত করার চেষ্ট করছে ।
খুবই অস্বস্থি(অস্বস্তি) বোধ করছে ও , কোন কিছুই ভাল লাগছে না ।
কষ্ট নামক হয়না(হায়না) গুলো ওর ভেতরটা খুবলে খাচ্ছে ।
তাতে যদি একটু নিস্তার পাওয়া যায় মানসিক যন্তনা(যন্ত্রনা) থেকে !
তার হাত ধরে নদীর তির(তীর) ধরে হেটে যাওয়া সন্ধ্যা নামা পর্যন্ত !
প্রায় বিকেলেই পার্কের ঐ শেষ ব্রেন্চ(বেঞ্চ) টায় বসে প্রকৃতীর(প্রকৃতির) সোন্দর্য(সৌন্দর্য্য) দেখা !
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০
উদাস কিশোর বলেছেন: মেলা বানান ভুল
এক বস্তা ধন্যবাদ
ঠিক করে নিচ্ছি ।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
২দিন পর যখন আর কমেন্ট দিবোনা, তখন প্রিয়-অপ্রিয়'র দৌড় দেখা যাবেখন ||
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২
উদাস কিশোর বলেছেন: উদাস পোলা মনে হয় একটু অন্যরকম । ঠিকাছে , দেইখ্যা নিয়েন ।
কথা এইডাই থাকলো ।
সুস্থ জীবন কামনা করি প্রিয় ইমরাজ ভাই
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে ভাল লেগেছে,,,,,,,,সহজ সরল আর সাবলীল,,,,,,,,,,,,,,শুভকামনা
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন ।
সুস্থ থাকুন
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১০
অপ্রচলিত বলেছেন: বেশ ভালো লিখেছেন, সহজ ভাষায় আবেগী লেখনী। ফারহানের মৃত বাবার মাগফেরাত কামনা করছি আর ফারহানের জন্য শুভ কামনা থাকল।
ভালো থাকুন উদাস কিশোর।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০১
উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
আপনার সুস্থ জীবন কামনা করি ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
শায়মা বলেছেন: সুন্দর লেখা।
মন খারাপের লেখা।