![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
আমার অপূর্ণ চাওয়া গুলো
হয়তো একদিন থেমে যাবে
মনের জাগ্রত বাসনা গুলো
নীরব নির্বাক হয়ে যাবে
না পাওয়ার কষ্ট গুলো
নীরবে গুমরে কাঁদবে
অশ্রুজলে ভাসবে দু-নয়ন
ব্যাথার ঝড়ে বৃষ্টি হবে
বিনা বারি বর্ষনে হবে প্লাবন
আমার সময় যখন অসময় হবে
চোখের বৃষ্টি থেমে যাবে
যখন আলোকিত পৃথিবীটা
চোখের কাছে অন্ধকার মনে হবে
তখন হয়তোবা আর তোমাকে-
জীবনের শেষ দেখা দেখতে পাব না
তাতে আমার ক্ষতি নেই
ক্ষতি হবে কেন ,আমি তো . . . . .
আমি ভালবেসে তোমায়
কিছুই দিতে পারি-নি
তাতে কি
সুখের আনন্দে না হয় দুঃখের কান্নায়
এ জীবনটা বিলিয়ে দিয়েছি তোমায়
এটাই আমার সান্তনা কম কিসে ?
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১১
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ কবি ।
কৃতজ্ঞতা জানবেন
মনের খোরাকে কিছু লিখেছি আবোল তাবোল , তা আপনার ভাল লেগেছে বলে আনন্দিত হলাম
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসার অনুভূতিগুলো খুব সুন্দর
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন কান্ডারি ভাই !
ধন্যবাদ , ভাল থাকুন ।
শুভ কামনা থাকলো
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৭
রাঙ্গা রিয়েল.... বলেছেন: অনেক ভালো লিখেছেন।ভালো লাগলো
০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৯
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ
কৃতজ্ঞতা জানবেন ।
শুভকামনা
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
বিরাম চিহ্নের প্রপার ব্যবহার দরকার ||
০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩২
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ প্রিয় মিয়া ভাই ।
কৃতজ্ঞতা জানবেন ।
আপনাকে আরো বিষেশ ভাবে ধন্যবাদ জানাচ্ছি ,ভুল ত্রুটি ধরিয়ে দেবার জন্য
সুস্থ জীবন কামনা করছি
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । ভালোলাগা+
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ
কৃতজ্ঞতা জানবেন ।
সুস্থ থাকুন
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভালো লাগলো
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ
পড়ে দেখার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আমি ভালবেসে তোমায়
কিছুই দিতে পারি-নি
তাতে কি
সুখের আনন্দে না হয় দুঃখের কান্নায়
এ জীবনটা বিলিয়ে দিয়েছি তোমায়
এটাই আমার সান্তনা কম কিসে ?
এ ই কয়টা লাইন সত্যি ভাল লেগেছে। লিখতে থাকুন চমৎকার সব কবিতা ।