![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
পুরোনো ডাইরিতে জমেছে ধুলো
কলম গুলো শুকিয়ে গেছে
সেই তোর দেওয়া গোলাপে এখন
পিপড়ের আস্তানা
আমার অযত্নে আর অবহেলায়
ওগুলোর এমন অবস্থা
যেমন আমার ভালবাসার পরিণতি হয়েছে
তোর অবহেলায় ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন
হয়তো এটা মুছে দিয়ে কয়েকটি ছোট ছোট কবিতা একসাথে দিবো ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে তো ভাল লেগেছে,,,,,,,,,,,
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যে
সুস্থ জীবন কামনা করি লায়লা আপু
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
অনিকেত রহমান বলেছেন: ছোট একটা ঘটনাকে ছোট একটা কবিতাই প্রকাশ ।। ভালো লাগলো।।
১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
কৃতজ্ঞতা জানবেন
কবিতাটা অনেক ছোট ,কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে এর ভেতর !
ভালবাসার মানুষের অবহেলা অবজ্ঞা নিশ্চয় খুব ছোট ব্যাপার নয়
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
সুমন কর বলেছেন: ভাল হয়েছে।
১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ পড়ে দেখার জন্য
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
মশিকুর বলেছেন:
ছোট্ট কবিতায় ভালোলাগা। শিরোনাম 'ভালবাসার পরিণতি' অথবা শুধু 'পরিণতি' হলে খাপার হতো না।
কবিতায় +
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ।
নাম করনে সাহায্যের জন্য অনেক ধন্যবাদ ।
নিরন্তর শুভকামনা ।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা+
কিন্তু পরিণতি কঠিন।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন সেলিম ভাই ।
পরিণতি করুণ আর কঠিন যাই বেলেন !
এখন কিন্তু বেশ আছি
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল থাকলেই ভাল ।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
উদাস কিশোর বলেছেন: আপনার সুস্থ ,সুখী জীবন কামনা করি ।
অনেক অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
মোটামুটি লাগলো ||