নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

আনমনে কিছু এলোমেলো ভাবনা (০১)

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

কি পেয়েছি বা কি হারিয়েছি অথবা কি পাচ্ছি বা হারাচ্ছি একটা নিয়ে আর ভাবতে ইচ্ছে হয়না ।

তবুও চিন্তা গুলো মাথায় ঝড় তোলে । নিঃসীম আঁধারে বসে ভেবে চলি নিরন্তন ।

খুব কষ্ট হয় , ক্ষনিকের সুখ গুলো অনেক বেশি আনন্দময় । কিন্তু তা খুবই নগন্য সময়ের জন্য আর বাকিটা হাহাকার অথবা হৃদয়ে রক্ত ক্ষরন নিয়ে বেঁচে থাকা ।

মাঝে মাঝে বেঁচে থাকার কোন মানে খুজে পাই না ,পাইনা ফিরে যাবার রাস্তা সেই সুখের অতীতে ।

"কতশত বসন্ত পেরিয়ে গেলো এই ছোট্ট জীবনে ,বয়ে গেল বাসন্তি হাওয়া । তবুও হাওয়াটা গা ছুয়েই গেছে ,কখনো হৃদয়ে লাগে নি ।"

প্রায়ই অসীম শূন্যতায়

হারিয়ে যাই ,চলে যেতে ইচ্ছে করে শূন্যের কেন্দ্র বিন্দুতে ।

তবু কেউ একজন আমাকে অদ্ভুত মায়ায় বেঁধে রেখেছে ।

বারবার টেনে আনে শূন্যতা থেকে ।

ঠিক যেমন "মাঝে মাঝে মেঘ তপ্ত রোদ্দুর

থেকে মুক্তি দেয় ,আবার কখনো বৃষ্টি হয়ে ভেজায় ।

হঠাত্ ই বাতাসে ভেসে কোথায় সে হারিয়ে যায় ,

বুঝতেই পারিনা । "

যে মায়ায় সে বেঁধে রেখেছে , তা থেকে ছোটার উপায়

আমি ভুলে গেছি অথবা কখনো জানতামই না . . . . . . .

এসব ভাবতে ভাবতেই কত শত নির্ঘুম রাত কাটিয়ে দিলাম . . . . দিচ্ছি . . . . !

কেই বা জানে !

আরো কত রাত এভাবে কাটিয়ে দেবো / কাটাতে হবে । :|

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

মশিকুর বলেছেন:
এলোমেলো ভাবনারা আজ ছুটে বেড়াচ্ছে আলোর গতিতে। তারা ক্রমেই চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাদের পরশ পেলাম আপনার পোস্টে।

শুভকামনা।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মশিকুর ভাইয়া ।
কৃতজ্ঞতা জানবেন ।
চেষ্টা করবো আরো কিছু এলোমেলো কথন আপনাদের শোনানে ।
অনেক অনেক ভাল থাকুন ভাইয়া :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

অনিকেত রহমান বলেছেন: এলোমেলো ভাবনারা. ধুসর পৃথিবীটা মাঝে মাঝে
ভাবনায় এনে দেয় মলিনতা ।।
তবুও বেঁচে থাকা জলে ভাসা নিরালায় একা একা কথা বলা।


আপনার এলোমেলো চিন্তা দেখছি অনেক শক্তিশালী।।
ভালো লাগলো।।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ । :)
কৃতজ্ঞতা জানবেন
অনেক অনেক ভাল থাকুন ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৯

মুনেম আহমেদ বলেছেন: এলোমেলো ভাবনার গোছালো প্রকাশ ভাল লাগলো। :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ
শুভ কামনা

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাইয়া ।
ভাল থাকুন

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভায়া
সুস্থ থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.