নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ "বৃষ্টির জল" (সত্য ঘটনা অবলম্বনে)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

১।

গত দেড় বছর ধরে অর্থীকে ভালোবাসি । ও আমার অনেক ভালো ফ্রেন্ড হওয়ার কারণে কখনোই ভালোবাসার কথাটা বলা হয়নি । কিন্তু , কথায় আছে , প্রেম মানেনা বাঁধা । ওর প্রতি আমার আবেগটা নিয়ন্ত্রণ করা দিনে দিনে কষ্টকর হয়ে যাচ্ছিলো । অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে অর্থীকে সব কিছু খুলে বলবো । যেই ভাবা সেই কাজ । সব কিছু খুলে বলার জন্য একটা তারিখও ঠিক করে ফেললাম । প্রেমে পড়লে যে মানুষের সাহস বেড়ে যায় তা ভালোই বুঝতে পারছিলাম নিজের এই সাহস দেখে ।

২।

দেখতে দেখতে আমার ঠিক করা সেই তারিখ এসে গেলো । সকাল থেকেই মানসিকভাবে অনেক প্রস্তুতি নিচ্ছিলাম । তবুও অনেক নার্ভাস লাগছিলো । ভার্সিটিতে গিয়ে যখন অর্থীর সাথে দেখা হল তখন নার্ভাসনেসটা আরও বেড়ে গেলো । ওকে কিছু বলতে গিয়েও সাহস হল না । দুপুর পর্যন্ত ক্লাস করলাম । কিন্তু , কিছুই বলা হল না । মনে অনেক সাহস এনে শেষপর্যন্ত অর্থীকে ডাক দিলাম ।

-তুই , আজ বিকালে একটু ভার্সিটিতে আসতে পারবি ?

-কেন ?

-তোর সাথে একটা জরুরী কথা ছিল ।

-এখন বল ।

-এখন বলতে পারবো না । আসতে পারবি কিনা সেটা বল ?

-আচ্ছা , ঠিক আছে । আসবো ।

সাহস করে তো বিকালে আসতে বলে ফেললাম । কিন্তু , আসল কথাটা বলতে পারবো তো । এটা নিয়ে মনে আবার চিন্তার উদয় হল ।

৩।

বিকাল ৫.০৫ । ডিপার্টমেন্টের সামনে সিঁড়িতে বসে আছি । অর্থীকে দেখলাম হনহন করে হেঁটে আসছে । দেখেই হার্টবিট বেড়ে গেলো ।

-এখন তাড়াতাড়ি তোর জরুরী কথা বল । আমাকে সন্ধার আগেই বাসায় ফিরতে হবে ।

-একটু সময় দিবি তো । এসেই সরাসরি জরুরী কথা শুনতে চাচ্ছিশ ।

-আচ্ছা , ঠিক আছে । ধীরেসুস্থেই বল । (একটা মিষ্টি হাসি)

মনে মনে চিন্তা করলাম , আমি আমার ভালোবাসার কথাটা বলার পর এই হাসিটা অর্থীর মুখে থাকবে তো ?

-ওই , কি চিন্তা করিস ?

-না । কিছু না ।

-এখন কথাটা বলবি নাকি এভাবে দাঁড়িয়েই থাকবি ?

-কথাটা বলবো । কিন্তু , কয়েকটা কন্ডিশন আছে ।

-কি এমন কথা বলবি যে কন্ডিশন মানতে হবে ? আমার তো এখন ভয় লাগতেসে । (আবার একটা মিষ্টি হাসি)

-আগে বল কন্ডিশনগুলো মানতে পারবি কিনা ? না হলে বলবো না ।

-আচ্ছা , বল । কি কি কন্ডিশন ?

-প্রথমত , আমি তোকে যে কথাটা বলবো সেটা আর কারও সাথে শেয়ার করতে পারবি না ।

দ্বিতীয়ত , কথাটা শুনে আমার উপর মেজাজ খারাপ করতে পারবি না ।

তৃতীয়ত , কথাটা শোনার পর যদি মেজাজ খারাপ হয়েই যায় তাহলে তা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের বন্ধুত্তের মাঝে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি করা যাবে না ।

-বাপরে বাপ । এত কন্ডিশন । আচ্ছা , ঠিক আছে । কন্ডিশনগুলো মানবো । এখন তাড়াতাড়ি কথাটা বলে ফেল ।

-রাগ করবি না তো ?

-আরে বাবা , বললাম তো রাগ করবো না । নির্ভয়ে বলতে পারিস ।

- অর্থী , আমি না গত দেড় বছর ধরে .........

-কি হল আবার ? আঁটকে গেলি কেন ? গত দেড় বছর ধরে ......... তারপর কি ?

-বলতে ভয় লাগছে ।

-ধুর , আমি গেলাম । একটা কথা বলতে এত সময় লাগে ?

-দাড়া । বলছি তো ।

-এখন বললে একবারে বলবি । আমি আর দেরি করতে পারবো না ।

- অর্থী, আমি না গত দেড় বছর ধরে তোকে ভালোবাসি ।

-মানে ?????

-সরি । আমি আসলে ......

অর্থী আর কিছু শোনার অপেক্ষা না করে দ্রুত হেঁটে চলে যেতে লাগলো ।

আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম । কি করা উচিত , কিছুই বুঝতে পারছিলাম না ।

৪।

রাতেরবেলা অর্থী ফোন করলো । ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম ।

-সার্থক , তোকে কয়েকটা কথা বলি ।

-হুম , বল ।

-তুই আমার অনেক ভালো একটা বন্ধু । তোকে আমি অনেক পছন্দ করি । কিন্তু , সেটা বন্ধু হিসেবে । তুই একটু ভালো করে চিন্তা করে দেখ , বন্ধুত্বটা প্রেমের চেয়েও অনেক উপরে । আমরা মনে হয় বন্ধু হিসেবেই অনেক ভালো থাকবো । এর মাঝে অন্য কিছু চিন্তা করাটা হয়তো উচিত হবে না । আমি আসলে সত্যিই অনেক সরি যে এই কঠিন কথাগুলো তোকে বলতে হচ্ছে । কিন্তু , তুই কষ্ট পেলেও আমার কিছুই করার নেই । কারণ , আমি তোকে কখনোই বন্ধু ছাড়া অন্য কোনভাবে চিন্তা করতে পারবো না ।

কথাগুলো শেষ হবার পর অর্থী লাইনটা কেটে দিল ।

৫।

ক্লাস শেষ হওয়ার পর ডিপার্টমেন্টের সামনের সিঁড়িতে বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম । অর্থীকে দেখলাম একটু দূরে একা একা বসে আছে । ওইদিনের কথাটা বলার পর থেকে ওর সাথে আমার কেমন জানি একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছে । ও আমার সাথে কথা বলা একবারেই কমিয়ে দিয়েছে । কিন্তু , এখন আর কি করার আছে ...... ভুল যা করার তা তো করেই ফেলেছি । এখন নীরব দর্শক হয়ে বসে থাকা ছাড়া করার কিছুই নেই ।

হঠাৎ ঝুম বৃষ্টি আরম্ভ হল । বন্ধুরা সবাই বৃষ্টিতে ভিজতে নেমে গেলো । কিছুক্ষন পর সবাই মিলে আমাকেও টেনে নামিয়ে আনল ।

বৃষ্টিতে ভিজছি এমন সময় মনে হল কে যেন আমার কাঁধে হাত রেখেছে । তাকিয়ে দেখি অর্থী দাঁড়িয়ে আছে ।

-সার্থক , আমার হাতটা একটু ধরবি ?

-মানে ?

-বলছি , আমার হাতটা ধরার জন্য ।

অর্থীর বাড়িয়ে রাখা হাতটা ধরলাম ।

-কথা দে , এই হাতটা কখনোই ছাড়বি না .........

-কথা দিলাম ।

মনে হচ্ছিলো , বৃষ্টি যেন তার সকল ভালোবাসার রঙ নিয়ে ঝরে পড়ছিল আমাদের উপর ।

.

কিন্তু , সেই ভালোবাসার রঙ্গিন বৃষ্টি মুহূর্তেই সাদাকালো হয়ে গেলো যখন বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছি । ঘুম ভাঙার পর দেখলাম , বাইরে আসলেই ঝুম বৃষ্টি হচ্ছে । কিন্তু , এই বৃষ্টিটা স্বপ্নের বৃষ্টির মতো রঙ্গিন নয় । কারণ , এই বৃষ্টিতে কেউ আমার হাতটা ধরার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করছে না ।

কেন জানি খুব কাঁদতে ইচ্ছে করছে । মনে হচ্ছে , কাঁদলে আমার চোখের জল বৃষ্টির জলের সাথে ধুয়ে ঝরে পড়বে অর্থীর গায়ের উপর ...........

.

.

আমার এক বন্ধুর কাছ থেকে শুনে লেখা । অনেক আবেগ নিয়ে বলেছিলো ওর ভালবাসার ঘটনা টা । জানি না কতটা ফুটিয়ে তুলতে পেরেছি । বন্ধুটা আজ প্রাবসে , অনেকদিন কথা হয় না । ভাল থাকিস দোস্ত ।

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

মামুন রশিদ বলেছেন: গল্প দারুণ হৈছে! শেষের ট্যুইস্ট ভালো লাগছে । ট্যুইস্ট (স্বপ্ন দেখা) না থাকলে এটা লুতুপুতু হৈয়া যাইত ।

:) :)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

উদাস কিশোর বলেছেন: স্বপ্ন দেখা থেকে পরের টুকু ওর ঘটনার সাথে মিল নেই । কিন্তু দেখলাম , এভাবে একটা গল্পের শেষ হয় না । তাই এটুকু জুড়ে দিলাম ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

উদাস কিশোর বলেছেন: হেঃ হেঃ হেঃ
খাউখাউ
শুভকামনা ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

অন্তরন্তর বলেছেন:

সুন্দর গল্প। আপনার বন্ধু যতটুকু আবেগ দিয়ে
আপনাকে বলেছিল আপনি অনেকটা আবেগ দিয়ে
লিখেছেন। +++++
শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন ।
প্লাসে আর ধইন্যা B-)
ভাল থাকুন

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০

প্রবাসী পাঠক বলেছেন: গল্পটা ভাল লিখেছেন। শেষ দিকটা ( স্বপ্ন ) গল্পের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

আর আপনার বন্ধুর জন্য সমবেদনা।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ পড়ে দেখার জন্য !
ভাল থাকুন নিরন্তন

৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৪

নূর আদনান বলেছেন: ভাল লাগেলো

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

উদাস কিশোর বলেছেন: আপনার ভাল লাগায় আমি আমিও আনন্দিত
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন

৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮

অপ্রচলিত বলেছেন: সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প খুব ভালো লাগলো।
খোলামেলা প্রাঞ্জল লেখনী। ++++++++++++++++++++++

এমন বাস্তব কাহিনী আমারও একটি আছে, তবে আরও অনেক নাটকীয় আর প্যাঁচে ভরা :) ;)

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ অপ্রচলিত ভায়া ।
কৃতজ্ঞতা জানবেন ।
আপনার গল্পটাও জানতে মুন্চায় ।
ভাল থাকুন ।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০০

খেয়া ঘাট বলেছেন: খুবই মিষ্টি গল্প।ভালো লেগেছে।
+++++++++++++++++++++++++++++
অনেক শুভকামনা রইলো ভাই।

স্বপ্ন,মৃত্যু এ দুটো বাদ দিয়ে যদি গল্পে টুইস্ট আনা যায় তবে সে গল্প আরো বেশি জীবন্ত হয়ে ওঠে।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

উদাস কিশোর বলেছেন: এত্তগুলা প্লাসের জন্য ধইন্যা ।
কাঁচা লেখক আমি ।
আপনাদের সহযোগিতায় হয়তো আরো ভাল লিখতে পারবো ।
ভাল থাকবেন

৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



আরও গল্প লিখুন, শুভ কামনা রইল।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ :)
গত রাতেই আরেক টা লিখে ফেলেছি B-) ;) :P
খুব তাড়াতাড়িই পোষ্টাবো :P
ভাল থাকবেন ।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
৪ পর্যন্ত​ পুরাই টিপিক্যাল ছিল, ৫ এ মজা পাইসি !
নাইস কিশোর ||

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

উদাস কিশোর বলেছেন: প্রিয় মুন ভাই , কৃতজ্ঞতা জানবেন ।
শুভ কামনা , ভাল থাকবেন । :)

১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

মো: রিয়াজ উদ্দীন বলেছেন: মেয়েরা সুবিধাবাদি, ভাল ছেলেদের সাথে বন্ধুত্ব করে এডুকেশনাল হেল্প পেতে। ছেলেদের মনে তখন ভালোবাসার খই ফোটে। মেয়েরা দুর থেকে হাতছানিও দেয় কিন্তু ভারসিটি শেষ তো অন্য কোনো মধ্য বয়স্ক লোকের সাথে পারমানেন্ট ক্লাস সুরু করে দেয়, ঐ বন্ধের আর খোজ খবরও নেয় না ॥

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

উদাস কিশোর বলেছেন: আপনার কথা শুনে এটা মনে পড়ে গেল ,,
যতটা অংক বুঝি
ততটুকু তোমাকে বুঝিনা
তার মানে এই নয়যে
আমি পিথাগোরাসের ছোট ভাই
কিংবা তুমিও এলজ্যাব্রার ত্রিমাতৃক
কোন
দূর্বোধ্য ব্যাখ্যা নও

শুভ কামনা , ভাল থাকবেন ।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

অদিব বলেছেন: বাস্তব গল্পগুলো এমনই। 'মধুরেণু সমাপয়েৎ' এদের ভাগ্যে জোটে না...

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

উদাস কিশোর বলেছেন: ঠিকই বলেছেন অবিদ :)
ও হয়তো এখন বেশ ভালই আছে B-) ;)
ভাল থাকুন নিরন্তন

১২| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

সোজা কথা বলেছেন: ভালো লাগল।তবে আপনার প্রবাসী বন্ধুর জন্য দুঃখও হল।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

উদাস কিশোর বলেছেন: একদম সোজা কথা ;)
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন চিরদিন ।
ও হয়তো এখন বেশ আছে প্রবাসে B-)

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

সকাল রয় বলেছেন:
খুব খুব খুশি হয়েছি সুন্দর সৃষ্টিতে
অনেক শুভকামনা

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

উদাস কিশোর বলেছেন: আমিও অনেক অনেক , অনেক খুশি হয়েছি আপনার খুশি দেখে ।
কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ভাল থাকুন :)

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: সেই. চিরাচরিত অনুভূতি! যাতে আমরা সবাই বাধা!
ভালো লেগেছে গল্প!

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাইয়া ।
আপনার ভাল লাগায় আমি আনন্দিত ।
ভাল থাকুন

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

সুমন কর বলেছেন: শেষে ভাল লাগল। আর বন্ধুর জন্য লিখায় আবেগ থাকাটাই স্বাভাবিক। এ রকম আমিও একটি লিখেছিলাম।

স্বপ্ন বিকেল।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

উদাস কিশোর বলেছেন: জ্বী ভাইয়া , পড়ে দেখলাম ।
ওটা মনে হয় আপনার শুরুর দিকের লেখা !
ভাল লাগলো পড়ে ।
ভাল থাকুন , শুভ কামনা নিরন্তন

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

মুনেম আহমেদ বলেছেন: গল্প ভাল লেগেছে ভাই।বান্ধবীর প্রেমে পড়ে যাওয়া সেই পুরাতন রোগ :)

ফেইসবুকে তো আপনার ফ্রেন্ড হয়ে গেলাম কথা হইবেক।
¤ আমার আইডি চিনতে পারছেন?

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ মুনেম ভাই ।
ভাল থাকবেন :)
.
.
ভায়া , সত্য বলি !
চিনি নাই । একটু নক করিয়া চিনাইয়া দিয়েন প্লিজ :| :|

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

মুনেম আহমেদ বলেছেন: জানতাম চিনেন নাই। :) আপনার পোষ্টে কমেন্ট করেছিলাম
"উদাস কিশোর ভাই রিকোয়েষ্ট টা কনফার্ম করেন"
মনে পড়ছে?

নক করমুনি :)

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

উদাস কিশোর বলেছেন: জ্বে মনে পড়ছে :D :)
আমি ফেবুতেও আছি । নক করতে পারেন ;) ;)

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: খুব ভাল লেগেছে কমেন্ট না করে চলে গেলে আমার মনে খুতখুতানি শুরু হতো, মনে হতো কমেন্ট করলামনা কেন, আবার খুঁজতে হতো, তাই তাড়াতাড়ি ভাল লাগাটা রেখে গেলাম

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন :)
মন্তব্যে ধন্যবাদ ।
অনেক ভাল থাকুন ।
শুভ সকাল

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

ঘুম হ্যাপি বলেছেন: খুব ভাল লেগেছে

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

উদাস কিশোর বলেছেন: আপনার ভাল লাগায় , আমারও খুব ভাল লাগলো । B-)
শুভ কামনা :)

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল গল্পের বাঁক।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ প্রোফেসর
শুভকামনা
ভাল থাকুন

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

অনিকেত রহমান বলেছেন: মিষ্টি একটা গল্প ।। অনেক ভালো লেগেছে।।

আপনার বন্ধুর গল্প আমি তো প্রথমে ভাবছিলাম আপ্নের।। :) :)

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

অনিকেত রহমান বলেছেন: মিষ্টি একটা গল্প ।। অনেক ভালো লেগেছে।।

আপনার বন্ধুর গল্প আমি তো প্রথমে ভাবছিলাম আপ্নের।। :) :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ অনাকেত ভায়া :)
আরো কয়েকটা গল্প লিখেছি ।
সময় পাচ্ছি না পোষ্ট করার ।
ভাল থাকবেন :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ অনিকেত ভায়া :)
আরো কয়েকটা গল্প লিখেছি ।
সময় পাচ্ছি না পোষ্ট করার ।
ভাল থাকবেন :)

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

মশিকুর বলেছেন:
গল্পটা চমৎকার ফুটিয়ে তুলেছেন। একটানে পড়লাম +

আপনার বন্ধুকে বলে দিবেন মেয়েটির জন্য বেশী কষ্ট না পেতে। মেয়েটি ভালো বন্ধুও ছিল না। দের বছরের বন্ধুত্ব মেয়েটি অনেকবার ফিল করার কথা যে, আপনার বন্ধু তাকে ভালোবাসে। মেয়েদের এটা বুঝতে এক মাসের বেশী লাগে না। তারপরও যদি না বুঝার ভান করে বন্ধুত্ব নামে চালাতে চায় তাহলে বুঝতে হবে দারুন স্বার্থ জড়িয়ে আছে এতে।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাইয়া :)
হ্যা , ও এখন বেশ ভালই আছে ।
যদিও কালে ভদ্রে কথা হয় ওর সাথে !
তবু খোজ করেছিলাম ওর ।
ঠিকই বলেছেন , বন্ধু হিসেবে মোটেই ভাল ছিলো না ,সুবিধাভোক্তা :P
আপনিও অনেক অনেক ভাল থাকুন

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: সেই মুখস্থ ডায়ালগ...ভালো বন্ধু... সব ভন্ডামি!

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই ।
ভাল থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.