![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
কণ্ঠে ওদের আগুন ঝরেছিল ,
প্রতিবাদে আগুন , অধিকারের আগুন ।
কাঁধে কাঁধ মিলিয়ে ওরা রাজপথে ,
আজ যেন কোন বাঁধা মানবার অবসর নেই ,
নেই কারো হুকুম তালিমের ।
কোমল-মতিরা তখন বিদ্রোহী ।
মায়ের সম্মান বাঁচাতে - ওরা ঘর ছেড়েছিল , জমেছিল রাজ পথে ;
এসেছিলো কারো সন্তান ,কারো বাবা , করো ভাই আর বোন ।
অবশেষে ওরা যখন ভাষার আগুন ঝরাল কণ্ঠে !
সব বাঁধাকে তুচ্ছ করলো !
অন্যায় আবদার কে পায়ের তলায় পিষে দিলো ,
ঠিক তখন
ঠিক তখনই রক্ত ঝরেছিল ।
রাজ পথ রাঙিয়েছিল বাংলা মায়ের সন্তান ।
অধিকার নিয়ে ঘরে ফিরতে পারেনি , পারেনি মায়ের হাতে খাবার খেতে
বরং বাংলা মায়ের কোলে
চিরনিদ্রায় মগ্ন হয়েছিলো পরম নিশ্চিন্তে ।
রক্ত দিয়ে লিখে গেল ওরা - অ আ ক খ ।
আর তখনই সৃষ্টি হল অমর সঙ্গীত !
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ,
আমি কি ভুলিতে পারি"
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
উদাস কিশোর বলেছেন: আপনার ভাল লাগায় আমি আনন্দিত
একটু শঙ্কা নিয়েই কবিতা টা পোষ্ট করেছিলাম । এখন বেশ ভাল লাগছে আপনার মন্তব্য পেয়ে ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: ভাল লাগল ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
উদাস কিশোর বলেছেন: আপনাদের ভাল লাগাতেই আমার স্বার্থকতা
অনেক ভাল থাকুন , ধন্যবাদ
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: বায়ান্ন আমাদের জাতীর জন্য অনেক কিছু ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
উদাস কিশোর বলেছেন: কিন্তু বর্তমান জেনারেসন এর কত টুকুই বা জানে ?
আফসোস !
যাই হোক , মন্তব্যে ধন্যবাদ
ভাল থাকুন
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা ভুলতে পারিনা, প্রজন্ম থেকে প্রজন্মে ওরা বেচে থাকবে অক্ষরে, আর আমাদের প্রেরণায়!
শুভেচ্ছা উদাস কিশোর
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি ।
মন্তব্যে ভাল লাগা
ভাল থাকুন ।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
রক্ত দিয়ে লিখে গেল ওরা - অ আ ক খ ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাইয়া ।
শুভ কামনা নিরন্তন
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
ফেব্রুয়ারি মাসের প্রথম দিন এত সুন্দর কবিতা। ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো।