নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

একটা নামহীন কবিতা. . . . . .

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

আমি ধ্বংসের সাথে যুদ্ধ করি,

মৃত্যুরে করেছি বধ ।

আমি শৃঙ্খলেরে পদতলে রেখে,

বজ্রকন্ঠে করি শপথ ।

নিরাশায় ভয়ে ভীরু হয়ে নয়,

নতুন ভোরের টানে ।

প্রতিকূলে আমি ডিংগা ভাসাই,

প্রখর স্রোত উজানে ।

সব হারিয়ে ভুলে গেছি শোক,

হারানোর যত ঝঙ্কার ।

দূরন্ত গতিই পথ করে দেয়,

তারুণ্য মোর অহংকার ।

কাপুরুষ দল যত ঠায় দাঁড়িয়ে,

আগাতে যাদের ভয় ।

নিদ্রালু চোখের বিভীষিকা আজও,

আমার চোখেতে রয় ।

পুরনো জীর্ণ আলুথালু বেশেও,

অন্তরে রাখি বিশ্বাস ।

আমি জানি পথ বহুদূর ,

নেই আজ অবকাশ ।

নিশির আধাঁর অথবা বর্ষার ভেজানো দূর্বা লতা,

মুছে গেছে সব,

আজ শুধুই পড়ে থাকা কথকথা ।

এই বন্ধুর-এও আমি অবিচল,

যমদূতও ভীত আজ ।

হারানোর পরে উঠে দাঁড়িয়ে,

আমিই যমরাজ ।

গতিতে আমার আগ্নেয়গিরী,

অন্তরে জমাট লাভা ।

বদলাতে চাই পৃথিবীটা আমি,

ছড়িয়ে রক্ত আভা ।

একা পথেই অশান্ত আমি,

নজরুলের বিদ্রোহী ।

নির্ভয় আজ উদ্দাম আমি,

বাঁধার টুটি চাপি ।

.

.

.

.

.

কবিতার নাম মাথায় আসে না :( :( :( :(

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

সকাল রয় বলেছেন:

যমদূতও ভীত আজ !

দারুন দারুন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
খুব অসুস্থতার মাঝেই লিখে ফেল্লাম । কয়েকদিন যাবত্‍ এ কারনেই ব্লগে আসা হয় না ।
ভাল থাকবেন সকাল রয় :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: এটা কিছুতেই কবিতা নয়, লিরিকস । দারুণ একটা গণসঙ্গীত হবে । সত্যিই দারুণ!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

উদাস কিশোর বলেছেন: :)
অনেক ধন্যবাদ মামুন ভাই ।
আমি কিন্তু একটু বিদ্রোহী ভাব নিয়ে একখানা কবিতা লেখারই চেষ্টা করেছি মাত্র :P B-) B-)
ভাল থাকুন

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দ্রোহের জয়গান :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

উদাস কিশোর বলেছেন: দারুন একটা নাম বাতলে দিলেন কিন্তু কান্ডারি ভাই । :) :)
অনেক ভাল থাকুন ।
কৃতজ্ঞতা জানবেন

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি
ভাল থাকুন

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: বেশ একটা রণছন্দ আছে। ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুব ভাইয়া :)
অনেক ভাল থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.