![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
ঢাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলাম। এক দম্পতিকে দেখলাম। তাদের সাথে তাদের ২ ছেলে। ছেলেদের বসতে কষ্ট হচ্ছে দেখে তাদের বাবা সিট ছেড়ে দিল। ছেলেরা আরাম করে ঘুমাতে লাগল। তাদের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিল। ছেলের গরম লাগছে দেখে শার্টের বোতাম খুলে দিল। একেই বলে আদর্শ বাবা। এটাই পৃথিবীর শুদ্ধতম ভালবাসা। সন্তানের প্রতি বাবা মায়ের ভালবাসা। যেই বাবার টাকার অভাব থাকলেও , বুক ভরা ভালবাসার অভাব নেই।
বাসায় ফিরলাম রাত ৪ টায়। বাসায় ঢুকতেই দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বললাম,'বাবা, আমার জন্য এত রাত পর্যন্ত জেগে না থাকলেও চলত। ' বাবা বলল,'বাবা,রাতে ঘুম আসছিল না । তাই জেগে আছি। ' মনে মনে বললাম আমি জানি সত্যিটা কি।
শুয়ে পরলাম। ঘুম আসে না। ৫ টার দিক ভোরের আলো ফুটল। বাইরে বের হয়ে গেলাম। কিছুক্ষন হাটাহাটির পর দেখলাম ১ জন লোক আমার দিকে এগিয়ে আসছে। সাথে তার ছেলে। ৪-৫ বছর বয়স হবে ছেলেটার। দুজনেরই জামা কাপড়ের দৈন্য দশা। কাছাকাছি এসে বলল,'স্যার আমার ছেলেটা কাল সকাল ধরে কিছু খায় নাই। যদি কিছু সাহায্য করেন। ' আমি তাকে বললাম ,'আপনি খেয়েছেন?' সে উত্তর দিল, 'না স্যার। ছেলেটারে খাওয়াতে পারিনা। নিজে খামু ক্যাম্নে?' তাদের ২ জন কে নিয়ে ১ হোটেলে ঢুকলাম। খেতে খেতে লোকটার কাহিনী শুনলাম। সে ঢাকার ১ টা এপার্টমেন্টে দারোয়ান ছিল। চুরির অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে। আমি উনার চোখের দিকে তাকালাম। এক বিন্দু অশ্রু হয়ত দেখলাম। জানিনা এটা বঞ্চনার, নাকি প্রায়শ্চিত্তের,নাকি আনন্দের নাকি দুখের। আমার মনে হল এই লোক চুরি করতে পারেনা।
আমি বললাম,'আপনি কি সত্যিই চুরি করেছিলেন?' সে কোন উত্তর দিল না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সে চুরি করতে পারে। খাওয়া শেষ হলে উনাকে সিগারেট কিনে দিলাম, আর তার ছেলেকে সেভেন আপ । ওকে জিজ্ঞাস করলাম, 'বাবু, আর কিছু খাবা?' বলল,'চকো চকো। ' ওর বাবার দিকে তাকালাম । উনার চোখে আমি একজন পরাজিত বাবা কে দেখতে পেলাম। যার মুখে ছিল মলিন হাসি। আমি পরাজিত বাবার কাছ থেকে বিদায় নিতে গেলাম। তখনই সে হাউমাউ করে কেদে দিলো। কাদতে কাদতে বলল 'আমার ছেলেটার অসুখ হইছে স্যার। কঠিন অসুখ। মাসে মাসে রক্ত দেওন লাগে। অনেক টাকার ওষুধ লাগে। এই জন্য আমি চুরি করছি স্যার। '
হুমায়ুন স্যারের কথাটা আসলেই সত্যি। 'পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, একজনও খারাপ বাবা নেই'।
ছেলেটার দিকে তাকালাম। অনেক তৃপ্তির সাথে চকো চকো খাচ্ছে। আমি কিছু না বলেই ওখান থেকে চলে আসলাম।
. . . . . . . . . . . . . . . . . . . .
(এটা কোন গল্প নয় অভিজ্ঞতা। পৃথিবীর সব বাবাদের মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি)।
. . . . . . . . . . . . . . . . . . . .
পুরোনো লেখা গুলো ঘাটতে ঘাটতে এটা শেয়ার করতে ইচ্ছে হলো ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
উদাস কিশোর বলেছেন: শেষের ঘটনা টা সত্যি ।
আর বাকিটা গল্পই বলতে পারেন ।
ধন্যবাদ , ভাল থাকুন
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবে এমন ঘটনা কমই দেখেছি।। তবু লেখককে ধন্যবাদ এমন বাস্তবমুখি কথার জন্য।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬
উদাস কিশোর বলেছেন: শেষের ঘটনা টা একদম সত্য , আর বাকিটা গল্প ।
বাস্তবেও কিছু ঘটনা আমার জানা , বোধ হয় বাবারা কখনো খারাপ হয় না ।
ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন , শুভ কামনা
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৪
শান্তির দেবদূত বলেছেন: মনটা খারপ হয়ে গেলো। বাইসাইকেল থিফ মুভিটার কথা মনে পড়লো। বাবা নিয়ে ঠিক বলে গেছেন হুমায়ুন আহমেদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
উদাস কিশোর বলেছেন: এমন অনেক বাস্তবতা আমাদের সত্যি মন খারাপ করে দেয় ।
আমিও তার কথাটাকে মানি ।
সত্যিই , বাবা কখনো খারাপ বাবা হয় না । আর যারা খারাপ হয় আমি তাদের সাইকো বলবো ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন , শুভ কামনা নিরন্তন
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: 'পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, একজনও খারাপ বাবা নেই'।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ অভি ভাইয়া ।
আমিও তাই-ই মনে করি ।
ভাল থাকুন । শুভ কামনা
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
মামুন রশিদ বলেছেন: শুদ্ধতম ভালোবাসা.. অবশ্যই ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
উদাস কিশোর বলেছেন: বাবা মায়ের মত কেই বা নিস্বার্থ ভাবে ভালবাসে ?
ধন্যবাদ মামুন ভাই ।
অনেক অনেক ভাল থাকুন ।
শুভ কামনা নিরন্তন ।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ কবি ।
ভাল থাকুন ।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
মশিকুর বলেছেন:
প্রকৃতি প্রদত্ত সম্পর্কগুলো সবসময় নিস্বার্থই হয়। বিপত্তি বাধে আমরা যখন সম্পর্ক তৈরি করি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
উদাস কিশোর বলেছেন: দারুন বলেছেন ভাইয়া ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন
শুভ কামনা নিরন্তন
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
নিশাত তাসনিম বলেছেন: এমন একটি অভিজ্ঞতার কথা আমারও মনে আছে । ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিলাম। বাস গ্রীনলাইন স্ক্যানিয়া । তো আমার ছিলো সিঙ্গেল সিট। আমার পাশেই এক দম্পতি তাদের বাচ্চা। রাতের জার্নি। বাচ্চাটা একটু পর পর কেঁদে উঠছিলো আর তার বাবা তাকে বাসের দরজার পাশে নিয়ে গিয়ে কিছুক্ষণ আদর করলে কান্না থামে। বাবা আবার সিটে এসে বসে । আবার দশ মিনিট পর বাচ্চা কেঁদে উঠে বাবা আবার একই ভাবে কান্না থামায়। এভাবে ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত বাচ্চার বাবা দরজার পাশে বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে ছিলো সারা পথ ।
পৃথিবীর সব বাবাদের মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি ।
আপনার লেখাটি ভালো লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
উদাস কিশোর বলেছেন: আবারও ঐ কথাটাই বলতে চাই ,
খারাপ বাবা একটাও নেই ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন ।
শুভ কামনা
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: হুমায়ুন আহমেদের উক্তিটি ক্লাসিক। এমন পরিস্থিতিতে বারবার মনে করিয়ে দেয়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
উদাস কিশোর বলেছেন: ঠিক বলেছেন ।
ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন ।
শুভ কামনা
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
সচেতনহ্যাপী বলেছেন: আব্বুরা খুব কমক্ষেত্রেই নিজ সন্তানদের অনাদর বা অবহেলা করেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন ।
শুভ কামনা
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৫
রাসেলহাসান বলেছেন: হুমায়ুন স্যারের কথাটা আসলেই সত্যি। 'পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, একজনও খারাপ বাবা নেই'।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
হ্যা ঠিক তাই ।
অনেক ভাল থাকুন সবসময় ।
শুভ কামনা ।
১২| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
মাহফুজ তানিম বলেছেন: মন খারাপ হয়ে গেল।
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৮
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
বাস্তবতা হয়তো একটু নিষ্ঠুরই হয় ।
ভাল থাকুন
১৩| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫
শীলা শিপা বলেছেন: আসলেই পৃথিবীতে কোন খারাপ বাবা নেই...
০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫
উদাস কিশোর বলেছেন: ঠিক তাই শীলা আপি
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন
১৪| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৬
নহে মিথ্যা বলেছেন: ভাই কমেন্টে অনেক কিছু বলতে ইচ্ছা করছে... কিন্তু বলতে যেয়েও থেমে গেলাম... সুন্দর লেখা আর বেদনাময় অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ...
১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
উদাস কিশোর বলেছেন: পূর্ণ মন্তব্য পেলে ভাল লাগতো ।
যাহোউক !
অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
ভাল থাকুন সব সময়
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: এখন বুঝতেছিনা, এটা গল্প নাকি ঘটনা!