![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
প্রতীক্ষা কোন এক স্নাত সন্ধ্যার,
চুপটি করে লুকিয়ে দুটি চোখ বুজবার,
যত সব মায়া-বন্ধন আর বন্ধুত্ব,
সব করে একাকী, সব মুছে ফেলবার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
দমিত সব কষ্ট আর চাপা পড়া হাহাকার,
ফেলে সব পিছু দু পা বাড়াবার,
ইচ্ছে শুধু অসীমের তরে বহুপথ দূরে,
নির্জনে কোন অদূরের গহীনে হারাবার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
প্রতীক্ষা স্ফুটিত কোন প্রভাতের ফুল অথবা শুভ্র
শুন্যতার,
ছেলে খেলার চরুই-ভাতি আর তোমার ফিরে চাইবার,
হিমেল বাতাসের সেই হাত ধরে হাঁটা,
বৃষ্টি মায়া গান, নিস্তব্ধ আজ হতাশার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
সুরগুলো সব একাকিত্ত আর নীরব কান্নার,
জীবনের মিছে পিছুটান বৃথার বেঁচে থাকবার,
ডানা ভাঙ্গা পাখিটির রূপে বিশালের বুকে,
পাখা মেলে, কোন অজানায় উড়বার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
প্রতীক্ষা কোন সমাপ্তির কোন শেষ সীমানার,
আবদ্ধ যত অশ্রু আর বিষাদ লুকাবার,
অগোচরেই থেকে অপ্রাপ্তির মৃদু হেসে,
কোন অন্তর্ধান, নিঃশেষ এই ভালবাসার,
অপেক্ষা এক ভেজা বর্ষার. . . . !
╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬
২৭-০২-২০১২
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫
উদাস কিশোর বলেছেন: এখনো পালিয়ে যাইনি ,
চাইনি কখনো পরাজীত সৈনিক হয়ে বাঁচতে ।
তাই টিকে আছি ।
মন্তব্যে ধন্যবাদ । ভাল থাকুন
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: কোন অন্তর্ধান, নিঃশেষ এই ভালবাসার,
অপেক্ষা এক ভেজা বর্ষার. . . . !
বর্ষা আসুক, ধুয়ে মুছে সাফ করে দিক ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন । শুভ কামনা নিরন্তন
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২০
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: অপেক্ষা এক ভেজা বর্ষার. . . . !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
উদাস কিশোর বলেছেন:
ঘটনা কিতা মিয়া ভাউ !
ভাল থাকুন । শুভ কামনা
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রতীক্ষা কোন সমাপ্তির কোন শেষ সীমানার,
আবদ্ধ যত অশ্রু আর বিষাদ লুকাবার,
অগোচরেই থেকে অপ্রাপ্তির মৃদু হেসে,
কোন অন্তর্ধান, নিঃশেষ এই ভালবাসার,
অপেক্ষা এক ভেজা বর্ষার. . . . !
এটা কবিতার সারাংশ এবং ভাল সমাপ্তি টেনেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন সবসময় ।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
রাসেলহাসান বলেছেন: সুরগুলো সব একাকিত্ত আর নীরব কান্নার,
জীবনের মিছে পিছুটান বৃথার বেঁচে থাকবার,
ডানা ভাঙ্গা পাখিটির রূপে বিশালের বুকে,
পাখা মেলে, কোন অজানায় উড়বার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
চমৎকার কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল হাসান
আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত
ভাল থাকুন । শুভ কামনা নিরন্তন
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
নিশাত তাসনিম বলেছেন: সুরগুলো সব একাকিত্ত আর নীরব কান্নার,
জীবনের মিছে পিছুটান বৃথার বেঁচে থাকবার,
ডানা ভাঙ্গা পাখিটির রূপে বিশালের বুকে,
পাখা মেলে, কোন অজানায় উড়বার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্য ।
ভাল থাকুন
শুভ কামনা
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
স্বপ্নিল পথিক বলেছেন: প্রতীক্ষা কোন এক স্নাত সন্ধ্যার,
চুপটি করে লুকিয়ে দুটি চোখ বুজবার,
যত সব মায়া-বন্ধন আর বন্ধুত্ব,
সব করে একাকী, সব মুছে ফেলবার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।.।.।.।
চমৎকার লাগল এই লাইন গুলো
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১
উদাস কিশোর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় ।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
মোঃ ইসহাক খান বলেছেন: বর্ষার, বৃষ্টির উল্লেখে অনুভব করলাম শীতলতা!
শুভেচ্ছা সতত।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভাইয়া ।
শুভ কামনা নিরন্তন
অনেক ভাল থাকুন
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
নীল ভোমরা বলেছেন: ভাল লাগলো! শুভকামনা!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা ।
ভাল থাকুন সবসময় ।
শুভ কামনা
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল, বেশ ভাল ||
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ মুন ভাই ।
ভাল থাকুন ।
শুভ কামনা
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
চতুষ্কোণ বলেছেন: ভাল লাগল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
আপনার ভাল লাগায় আমি আনন্দিত
ভাল থাকুন
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: আজ বর্ষাকে খুব মিস করছি
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
উদাস কিশোর বলেছেন: কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো !
কোন বর্ষা কে মিস করছেন ?
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২
পাঠক১৯৭১ বলেছেন: জীবন থেকে পালাতে হয় না, জীবনকে উপলদ্ধি করতে হয়।