![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
১। ভেবেছিলাম ,
তোমার গল্পের কোথাও না থাকলেও তোমার হৃদয়ের এক টুকরো জমিনে আমার বসবাস ছিলো ।
কিন্তু পরে বুঝেছি ভুল ভেবেছি ,
তোমার গল্প আর হৃদয় জুড়ে তারই অস্তিত্ব ।
.
২। তোমার গল্পে আশ্রয় মিলেছিলো ক্ষণিকের জন্য !
হয়তো তা শুধু নিছক গল্পের প্রয়োজনেই । ঐ জোসনা রাত অথবা বৃষ্টির সকালের মত বর্ননার মত ! যত আবেগ দিয়েই বর্নিত হোক না কেন ! তার স্থায়ীত্ব খুব অল্প সময়ের জন্য । কারন জোসনার রাত ফুরোবেই পরের আরেকটি দিন পাওয়ার জন্য আর বৃষ্টির সকাল গড়িয়ে রোদেলা বিকেলে গিয়ে থামবেই ।
তোমার গল্পের মৃত প্রজাপতি অথবা শুকিয়ে যাওয়া গোলাপ হলেও মন্দ হতো না ।
সে তো মৃতই ! তাই আর গল্পে ফিরবার ইচ্ছে হতো না ।
.
৩। "নিজ হাতেই বিষ টুকু সন্তপর্নে পেয়ালায় ঢেলে নিয়েছি , আকন্ঠ পান করবো বলো ।
ফিরবার আর রাস্তা রাখা হয়নি , প্রতিজ্ঞা বদ্ধ বলে কথা !"
এভাবেই তোমার গল্পের একটি চরিত্রে মৃত্যু হবে ।
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১১
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময়
২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
মামুন রশিদ বলেছেন: দারুণ! দারুণ!!
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১২
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ মামুন ভাই ।
ভাল থাকুন সব সময়
শুভ কামনা
৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশত
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৩
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময়
নিরন্তন শুভ কামনা
৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:২২
একলা ফড়িং বলেছেন: সুন্দর
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ একলা ফড়িং
ভাল থাকুন সব সময়
৫| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: দারুণ!
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ অভি ভাইয়া ।
অনেক ভাল থাকুন
৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৩:১৪
রাসেলহাসান বলেছেন: ভালো লাগলো।।
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ রাসেল ভাই
ভাল থাকুন সব সময়
৭| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: ++
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬
উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মাহবুব ভাই
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময়
৮| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৫
ইমিনা বলেছেন: "নিজ হাতেই বিষ টুকু সন্তপর্নে পেয়ালায় ঢেলে নিয়েছি , আকন্ঠ পান করবো বলো ।
ফিরবার আর রাস্তা রাখা হয়নি , প্রতিজ্ঞা বদ্ধ বলে কথা !"
এভাবেই তোমার গল্পের একটি চরিত্রে মৃত্যু হবে ।"
...
না , না , না ...
এভাবে একজন ভালো মানুষের মৃত্যু মেনে নেয়া যায় না, মেনে নিতে পারি না ।।
১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬
উদাস কিশোর বলেছেন: তার গল্পে আমি অকেজো হয়ে পড়ে থাকতে চাই আপু !
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো,,,,,,,,,,,,,,