নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ১ম পর্ব )

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

বই পড়তে পড়তে কয়েকটা কবিতা এবং কবিতার অংশ বিষেশ পেলাম । ইচ্ছে করছিলো পুরো কবিতা বা ঐসকল লেখকদের আরো কবিতা পড়তে । কিন্তু যে কবিতা গুলো খুজেছি তার অনেক গুলোই পাইনি । ( খুজে পেলাম না বলেই শিরোনাম এ দূর্লভ যোগ করলাম । )

তাই আর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না ।



১। কুমারী, উত্তর দাও তুমি

যে বাক্য অশ্রুত অন্ধকার

আমার হৃদয় মৃদু ঝোঁকে

চাপ দেয় তোমার হৃদয়ে

যদি দেখি কখনো তোমার

রুপান্তরে কোনো অস্থিরতা

তবে সেই অস্থিরতা এই ;

তোমাকে প্রেমের আগে আমি

তোমার প্রেমকে ভালবাসি

______ রেনে গী কাদু



২।

কুসুমের মাস রুপান্তরের মাস

ম মেঘহীন জুনের পৃষ্ঠে ছুরি

ভুলবো না আমি লিলির গুচ্ছ গোলাপের নিঃশ্বাস

বসন্তে আরও লুকানো যে মন্জরী. .. . .

______ লুই আরাগঁ



৩।

আমি খুলে ফেলি পোশাক ও টুপি সেই মুহুর্তে

বালির ওপর উলঙ্গ দেহে চিত্‍ হয়ে শুই

বন্য রৌদ্রে শরীর পুড়িয়ে প্রতীক্ষা করি, বেরুবে কখন

আমাদের এই চামড়ার নিচে লুকিয়ে যে আছে ।

______ জাঁ ককতো



৪।

শকুন্তলার পতি মহারাজ

রাজ্যজয়ের ক্লান্তি শরীরে

হর্ষ পেলেন পুনরায় দেখে

বরহিনী বালা আছে পথ চেয়ে

কৃশ ও পান্ডু উদ্বেগে , প্রেমে

আর করছে হরিণ শিশুকে. . .

______ গীয়ম আপোলিনেয়ার



৫।

আমাদের এ জীবনে যেহেতু এসেছি আমি এক অগন্তুক

শুধুই তোমার সঙ্গে কথা বলি অজানা ভাষায়

কেননা তুমিই বুঝি হতে পারো একমাত্র আমার স্বদেশ

আমার বসন্ত ,টুকরো খড়কুটোর বাসা , বৃষ্টিপাত বৃক্ষশাখে

______ পিলিপ জাকোতে



৬।

লোহার বাজারে গিয়েছি আমি

শিকল কিনেছি

কঠিন শিকল

তোমারই জন্য

হে আমার প্রেম. . .

______ জাক প্রেভেয়



৭।

বিদায় বিষাদ

স্বাগত বিষাদ

তুমি আঁকা আছো দেয়ালের কড়িকাঠে

তুমি আঁকা আছো আমার ভালবাসার চোখে

তুমি নও সম্পূর্ণ দুঃখ

কেননা দরিদ্রতম ওষ্ঠও তোমাকে

ফিরিয়ে দেয়

এক টুকরো হাসিতে

______ পল এলুয়ার



৮।

অসংখ্য সমুদ্র বয়ে যাচ্ছে

সময়ের স্রোতে

এবং কেউ বা বিখ্যাত হতে চায় এবং অটোগ্রাফ সই করতে চায় সিনেমা স্টারদের মত . . .

. . . আমি জানতে চাই আমার মৃত্যুর পর কী হবে . . .

♠0♠0♠♠0♠0♠0♠0♠0♠0♠

চলবে . . . . . . . . . . . .

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪

নিশাত তাসনিম বলেছেন: পল এলুয়ার এর কবিতাটি বেশ লাগলো ।

বিদায় বিষাদ
স্বাগত বিষাদ
তুমি আঁকা আছো দেয়ালের কড়িকাঠে
তুমি আঁকা আছো আমার ভালবাসার চোখে
তুমি নও সম্পূর্ণ দুঃখ
কেননা দরিদ্রতম ওষ্ঠও তোমাকে
ফিরিয়ে দেয়
এক টুকরো হাসিতে

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫

উদাস কিশোর বলেছেন: কিছু কিছু কবিতা পড়ে আমি প্রশংসা করবার ভাষা খুজে পাইনি ।
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় :)
শুভ কামনা

২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
শিকল দিয়ে প্রেমকে আঁটকায়ে রাখবেন না কি ?
গুড পোস্ট ||

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

উদাস কিশোর বলেছেন: জাক প্রেভেয় চেয়েছিলেন । হয়তো বেচারার ছ্যাকা খাওয়ার ভয় ছিলো ।
ধন্যবাদ মুন ভাই ।
ভাল থাকুন

৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৯

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত! কাজটা চালিয়ে যাবেন আশা রাখি ।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৮

উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই ।
জ্বী , আরো কয়েকটা পর্ব করে কাজটা শেষ করবো ।
ভাল থাকুন ভাই । শুভ কামনা

৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো

এই কবিতাগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবির দেশে কবিতার দেশে বইটাতে দেয়া আছে কিন্তু ওখানে আরও অনেকগুলো সুন্দর কবিতা ছিল সেগুলো কি আপনার ভাল লাগেনি?

বাকিগুলো নিয়ে আগামী পোস্টের অপেক্ষায় থাকলাম :)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৩

উদাস কিশোর বলেছেন: এক দম ঠিক ।
ছবির দেশে কবিতার দেশে বইটি পড়তে পড়তেই কবিতা গুলোর অংশ বিষেশ পড়ে পুরো কবিতা পড়ার নেশা পেয়ে গেলো ।
নেট এ ঘেটে এবং পাবলিক লাইব্রেরিতে কয়েকদিন ঘোরাঘুরি করে তেমন কোন লাভ হলো না ।
বইয়ের কয়েকটা কবিতা পড়ে এতটাই মুগ্ধ হয়েছি যে , প্রশংসা করার ভাষা খুজে পাইনি ।
ছবির দেশে কবিতার দেশে বইয়ের কবিতা গুলোর সাথে আরো কয়েকটা কবিতা দিবো যেগুলো লাইব্রেরী থেকে সংগ্রহ করেছি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
সাথে থাকুন ।
শুভ কামনা :)

৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল ।।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৪

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ সাদমান সাদিক ।
ভাল থাকুন

৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

পুরো কবিতা হলে আরও দারুণ একটা পোস্ট হত।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৭

উদাস কিশোর বলেছেন: ভাইয়া , আমি যেখান থেকে কবিতা গুলো সংগ্রহ করছি সেখানে এমন ভাবেই উপস্থাপন করা । তাছাড়া এদের অনেক গুলো তিন বা চার লাইনেই শেষ ।
যেমন জাক প্রেভেয় এর শেকল আর প্রেম কবিতা টি ।
তবে যেগুলো অংশ বিষেশ আছে , তা খোজার চেষ্টা করে ব্যার্থ হয়েছি ।
মন্তব্যে ধন্যবাদ ।
অনেক ভাল থাকুন

৭| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ভাল লাগল কবিতা গুলো


চালিয়ে যান।


বিদায় বিষাদ
স্বাগত বিষাদ
তুমি আঁকা আছো দেয়ালের কড়িকাঠে
তুমি আঁকা আছো আমার ভালবাসার চোখে
তুমি নও সম্পূর্ণ দুঃখ
কেননা দরিদ্রতম ওষ্ঠও তোমাকে
ফিরিয়ে দেয়
এক টুকরো হাসিতে।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ
বাকি পর্ব গুলো খুব শিগ্রই দিবো ।
সাথে থাকুন ।
শুভ কামনা নিরন্তন

৮| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

রাসেলহাসান বলেছেন: কয়েকটা কবিতা বেশ ভালোই লেগেছে।

০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

উদাস কিশোর বলেছেন: আগামী পর্বে আরো দারুণ দারুণ কবিতা পাবেন বলে আশা রাখি ।
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন রাসেল হাসান

৯| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনুবাদ অনেক কঠিন কাজ !
পড়তে বেশ লেগেছে !
চলুক !

০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ অভি ভাইয়া ।
এই পোষ্ট লিখতে আর কবিতা গুলো কালেকশান করতেই যেটুকু কষ্ট করতে হয়েছে ,এতটুকুই কষ্ট ।
এর বাইরে আমার কোন পরিশ্রম হয়নি ।
অনেক ভাল থাকা হোক কবিতার সাথে ;)

১০| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

সাজিদ উল হক আবির বলেছেন: ভাই, শার্ল বদলেয়রের কিছু কবিতা আশা করছি। :)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৬

উদাস কিশোর বলেছেন: সংগ্রহে থাকলে অবশ্যই দিবো ।
না থাকলে সংগ্রহের চেষ্টা করবো ।
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন আবির ভাই

১১| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৭

ক্লান্ত তীর্থ বলেছেন: দুর্দান্ত হয়েছে!

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৭

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)
ভাল থাকুন । শুভ কামনা নিরন্তন

১২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। প্রথম কবিতাটা মেঘদল গেয়েছিলো। শুনেছেন?

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২২

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুব ভাই ।
মেঘদলের শহর বন্দি এলবামের ৬ নং গান ওটা :)
হ্যা শুনেছি ।
ভাল থাকুন

১৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩০

মোঃ ইসহাক খান বলেছেন: আট টুকরো ভালোলাগা দিয়েছেন!

অনেক শুভেচ্ছা রেখে গেলাম।

১০ ই মার্চ, ২০১৪ রাত ১:০৩

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই ।
ভাল থাকুন সব সময় :)

১৪| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫১

অদৃশ্য বলেছেন:





প্রথমটা থেকেই ঘোরা শুরু করলাম... অনুবাদ কি আপনি করেছেন...

চমৎকার সব কবিতা... পরেরগুলোতে আস্তে আস্তে আশছি...

শুভকামনা...

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

উদাস কিশোর বলেছেন: ব্লগে স্বাগতম ।
সবগুলো অনুবাদ আমার একার করা নয় ।
দুজনের সাহায্য নিয়েছি । কয়েকটা তারাই করে দিয়েছে ।
আর কয়েকটা বই থেকে অনুবাদ করা পেয়েছি ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন । অনেক অনেক শুভ কামনা :)

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: সুন্দর অনুবাদ । আপনাকে এবং আপনার সহযোগিদের ধন্যবাদ ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৫

উদাস কিশোর বলেছেন: অনেক দিন পর ব্লগে এলাম ,তাই প্রতিত্তর দিতে দেরই হয়ে গেল ।
আপনার মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় ।

১৬| ২১ শে মে, ২০১৬ রাত ১১:৪১

কৌশিক প্রথম পত্র বলেছেন: বাহ!

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন ।

অনেকদন পর ব্লগে এলাম, তাই মন্তব্যে এত দেরি

১৭| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮

ভবঘুরে যাত্রি বলেছেন: কবিতা গুলো পড়েছিলাম মনে হচ্ছে, কবি সুনীলের বইয়ে।

২৫ শে মে, ২০১৭ রাত ২:৩৬

উদাস কিশোর বলেছেন: জ্বী
বইয়ের নাম ছবির দেশে, কবিতার দেশে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.