![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
বই পড়তে পড়তে কয়েকটা কবিতা এবং কবিতার অংশ বিষেশ পেলাম । ইচ্ছে করছিলো পুরো কবিতা বা ঐসকল লেখকদের আরো কবিতা পড়তে । কিন্তু যে কবিতা গুলো খুজেছি তার অনেক গুলোই পাইনি ।
তাই আর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না ।
.
১৯।
আমি দাঁড়িয়ে আছি এই নারীসুলভ ভুমিদৃশ্যের সামনে
যেন আগুনের সামনে একটি বালক
ঠোটে অস্পষ্ট হাস্য চোখে অশ্রুবিন্দু
এই দৃশ্যের সামনে আয়না ঝাপসা হয়ে যায়,
আয়না ঝকঝক করে, প্রতিফলিত হয় দুটি নগ্ন শরীর
এক ঋতুর প্রতি অন্য ঋতু
______ পল এলুয়ার
.
২০।
রাত্রি তুমি পবিত্র, রাত্রী তুভি পরিব্যাপ্ত, রাত্রি তুমি সুন্দর
বিশাল অঙারাখায় ঢাকা রাত্রি
রাত্রী তোমায় ভালোবাসি , তোমায় সাদর সম্ভাষণ জানাই,
তোমায় গৌরবোউজ্জ্বল করি,
তুমিই আমার জ্যেষ্ঠা কন্যা এবং আমার সৃষ্টি
হে রুপসী রাত, বিশাল আঙরাখায় ঢাকা রাত
তারকা সজ্জিত আঙরাখায় আমার কন্যা
তুমি ফিরিয়ে আনো আমার মনে ফিরিয়ে আনো
সেই উদার নিস্তব্ধতা , আমার অকৃতজ্ঞতার বন্যাদ্বার
খুলে দেবার আগে ,যা এখানেই ছিল ছড়িয়ে
______ শার্ল পেগি
.
২১।
কাকে তুমি সবচেয়ে ভালোবাসো, হেঁয়ালি-মানুষ ,আমায় বলো ?
তোমার বাবা ,মা ,বোন ,ভাইকে ?
- আমার বাবা নেই , মা নেই , বোন নেই , ভাই নেই ।
- তোমার বন্ধুদের ?
- তুমি এমন একটা শব্দ ব্যাবহার করেছো ,যার অর্থ আমি আজ পর্যন্ত বুঝিনি ।
- তোমার দেশ ?
- কোন দ্রাঘিমায় তার অবস্থান আমি জানি না ।
- সৌন্দর্যকে ?
- আমি আনন্দের সঙ্গেই তাকে ভালবাসতাম ,যদি হতো সে কোন দেবী এবং অমর
- সোনা ?
- আমি তা ঘৃণা করি , যেমন তুমি ঈশ্বরকে
- তবে, কি তুমি ভালবাসো , অসাধারণ অগন্তুক ?
- আমি ভালবাসি মেঘ ,যে-সব মেঘেরা ভেসে যায় , ঐ ওখানে. . . .
ঐ সেখানে . . . . বিস্ময়ময় মেঘেরা !
______ শার্ল বোদলেয়ার
.
২২।
সকলেরই মুখে সূর্যাস্তের কথা
পৃথিবীর এ অন্চলে সব পর্যটকরাই
সূর্যাস্ত বিষয়ে কথা বলতে একমত
এমন অসংখ্য বই আছে ,
যাতে শুধু সৃর্যাস্তেরই বর্ণনা
গ্রীষ্মমন্ডলের সূর্যাস্ত
হ্যাঁ ,সত্যি ভারি চমত্কার
কিন্তু আমি ভালোবাসি সূর্যোদয়
ভোর
আমি একটি প্রত্যুষও হারাই না
আমি ডেকের ওপর দাঁড়িয়ে থাকি
নগ্ন
আমি একা সূর্যোদয়ের বন্দনা করি
কিন্তু আমি সূর্যোদয়ের বর্ণনা করতে চাই না
আমি আমার ভোরগুলি শুধু
নিজের জন্যই রেখে দেবো ।
______ ব্রেইজ স্যাঁদরার
.
২৩
. . . আকাশ কুয়াশা ছাড়া কিছুই নয় ,
শূন্যতা শুধু জল
দেখো , এখন সব কিছুই মিশ্রিত , তবু চারপাশে আমি
খুঁজি রেখা ও আঙ্গিক
দিগন্তের জন্যও কিছু নেই , শুধু গাঢ় অন্ধকার
রঙের অবশেষ
সব দ্রব্য মিলিত হয়েছে এক জলে , যে জল আমি অনুভব করি
আমার চিবুকে গড়ানো অশ্রুর ধারায় . . . .
______ পল ক্লোদেল
.
২৪।
সুন্দর দিনগুলি ,সময়ের ইঁদুরেরা চিবিয়ে খাচ্ছে
একটু একটু করে আমার জীবন
হা ভগবান ! এই বসন্তে প্রায় আঠাশ বছরে পৌছাবো
এর মধ্যেও অনেকটাই বাজে খরচ হয়ে গেছে , ইস্ !
______ গীয়ম আপোলিনেয়ার
.
২৫।
থেমে গেছে সব শত্রু এখন ছায়ায় নিয়েছে বাস
প্রিয় প্যারিসের পতনশব্দ শত্রুর মুখে শোনা
ভুলবো না আমি লিলির গুচ্ছ গোলাপের নিঃশ্বাস
এবং আমরা দুই ভালবাসা হারিয়েছি ভুলবো না . . .
______ লুই আরাগঁ
.
২৬।
সব সুন্দরেরই থাকে শুধু
একটিই বসন্ত
এসো , আমরা সময়ের পদচিহ্ন গুলিতে
পুঁতে দিই গোলাপ
______ জেরার দ্যা নারভাল
.
২৭।
উঠে বসে ,আমি আমার পর্দাগুলোর আড়াল থেকে
ধরলাম অলক্ষ্য প্রজাপতিটাকে ,
যেন জ্যোত্স্নালোক দিয়ে গড়া
অথবা এক বিন্দু শিশির
আমার আঙুলের বন্দিত্ব থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটে
প্রজাপতিটা আমাকে দিয়ে গেল সুগন্ধের মুক্তিপণ
______ আলোইসিউস বারত্রাঁ
.
২৮।
এসো তবে আমরা ভালবাসি ,এসো ভালবাসি
ধাবমান প্রহরকে উপভোগ করি দ্রুত
মানুষের কোনো বন্দর নেই
সময়ের কোনো তটরেখা নেই
শুধু বয়ে চলে , আমরাও পার হয়ে যাই !
______ আলফঁস দ্যা লামারতিন
বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ২য় পর্ব )
বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ১ম পর্ব )
চলবে . . . . . .
১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪
উদাস কিশোর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সেলিম ভাই ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন সব সময়
২| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
২৫ ভাল্লাগসে।অনুবাদ চমৎকার ||
১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ প্রিয় মুন ভাই
ভাল থাকা হোক সবসময়
৩| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২০
বিদ্রোহী বাঙালি বলেছেন: ১০টি কবিতা এবং অনুবাদ দুটোই ভালো লাগলো। আমার কাছে কেন জানি ২৪, এবং ২৮ নম্বর কবিতা তিনটি বেশী ভালো লেগেছে।
আমার মনে হয় এতো কবিতা এক সাথে না দিয়ে একটা কিংবা দুটো কবিতা নিয়ে পোষ্টটাকে সাজালে ভালো হবে। তখন সাথে কবি পরিচিতি সাথে জুড়ে দেয়া যাবে, যা অনুবাদের বেলায় করা উচিৎ।
শব্দের গাঁথুনি এবং পঙক্তিমালায় কাব্যিকতার ব্যাপারে আরও একটু যত্নশীল হওয়ার অবকাশ মনে হয় রয়ে গেছে।
তবে আপনার সুন্দর প্রয়াসে আমি মুগ্ধ। আমাদের সাথে শেয়ার করে পড়ার সৌভাগ্য করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ উদাস কিশোর।
১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
উদাস কিশোর বলেছেন: পরামর্শ এবং পাঠ পক্রিয়ার জন্য অশেষ ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ।
প্রথমে ভেবেছিলাম দুই টা বা তিনটা করে দিবো । কিন্তু এতে পোষ্ট খুব ছোট এবং পাঠকগণ বিরক্ত হবে ভেবে দশটি করে পোষ্ট করছি ।
আবারও ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য ।
ভাল থাকুন
৪| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: ভাল লাগলো......
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ নাহিদ
ভাল থাকুন
৫| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
সত্যি সত্যিই ভালো লাগল!!
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৬
উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন ।
শুভ কামনা
৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল কাজ।
চালিয়ে যান।
পোস্টে++++++++
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৯
উদাস কিশোর বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।
ভাল থাকুন ।
শুভ কামনা নিরন্তন
৭| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: সব সুন্দরেরই থাকে শুধু
একটিই বসন্ত
এসো , আমরা সময়ের পদচিহ্ন গুলিতে
পুঁতে দিই গোলাপ
বাহ , খুব প্রাণবন্ত লাগলো !
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫০
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন প্রিয় অভি ভাই ।
শুভকামনা
৮| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৭
মামুন রশিদ বলেছেন: আমি ভালোবাসি আশ্চর্য্য মেঘদল! আপনি যদিও লিখেছেন 'বিস্ময়ময় মেঘেরা !'
ভালো লেগেছে সবগুলোই
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৪
উদাস কিশোর বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ প্রিয় মামুন ভাই ।
মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।
ভাল থাকুন
৯| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১২
সুমন কর বলেছেন: সাথে আছি।
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৭
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ সুমন ভাই ।
অনেক ভাল থাকুন
১০| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি যখন একটা বা দুইটা কবিতার সাথে কবি পরিচিতি জুড়ে দিবেন তখন কিন্তু পোষ্ট আর ছোট থাকবে না। এবং সেটা করাই উত্তম। কারণ অনুবাদের বেলায় এমনটি সবাই করে থাকে এবং সেটাই বেশী গ্রহণযোগ্য। আবারও ধন্যবাদ উদাস কিশোর।
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৯
উদাস কিশোর বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাই বিদ্রোহী বাঙালী ।
সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ ।
আপনার পরামর্শ মাথায় রাখবো ।
ভাল থাকুন ।
নিরন্তন শুভ কামনা
১১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:১২
এইযেদুনিয়া বলেছেন: সুনীলের ''ছবির দেশে কবিতার দেশে'' বইটিতে পড়েছিলাম এই কবিতাগুলো। ১ম ও ২য় পর্বগুলোও পড়লাম। বইটা আবারও পড়ার ইচ্ছে তৈরি হল।
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
শুরুতে কিন্তু বলেছি বই পড়তে পড়তে কিছু কবিতা পাওয়া ।
ভাল থাকুন । শুভ কামনা
১২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন: সুন্দর কবিতা, চমৎকার অনুবাদ।
+++++
১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ অস্পিসাস প্রেইস ।
ভাল থাকুন
অনেক শুভ কামনা
১৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
শুঁটকি মাছ বলেছেন: সুন্দর দিনগুলি ,সময়ের ইঁদুরেরা চিবিয়ে খাচ্ছে
একটু একটু করে আমার জীবন
হা ভগবান ! এই বসন্তে প্রায় আঠাশ বছরে পৌছাবো
এর মধ্যেও অনেকটাই বাজে খরচ হয়ে গেছে , ইস্ !
২৮ তম জন্মদিনে যদি বেচে থাকি তাহলে এইটা ফেসবুক স্টাটাস দিব
এসো তবে আমরা ভালবাসি ,এসো ভালবাসি
ধাবমান প্রহরকে উপভোগ করি দ্রুত
মানুষের কোনো বন্দর নেই
সময়ের কোনো তটরেখা নেই
শুধু বয়ে চলে , আমরাও পার হয়ে যাই !
______ আলফঁস দ্যা লামারতিন
অসাধারন লাগল কবিতাটা।
উদাস কিশোর আপনার পোস্টটা আমার বেশ মনে ধরেছে। চোখে অসম্ভব ঘুম। তা না হলে আজই বাকি লিংকগুলো পড়ে ফেলতাম। প্রিয়তে নিয়ে নিলাম। ভাল থাকবেন।
১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
সৃষ্টিকর্তা যেন আপনাকে ২৮*৩=৮৪ বছর বাচিয়ে রাখেন
কবিতা গুলো আমার অনেক ভাল লাগে বলেই আপনাদের সাথে শেয়ার করছি ।
অনেক শুভ কামনা ।
শুভ রাত্রি , একটা স্বপ্নীল ঘুম হোক
১৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:০৯
রাসেলহাসান বলেছেন: দুর্দান্ত! চালিয়ে যান।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:২৬
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই ।
আগামি পর্বেই সমাপ্তি ঘটবে এই সিরিজের
ভাল থাকুন সবসময়
১৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:২৪
সানড্যান্স বলেছেন: থেমে গেছে সব শত্রু এখন ছায়ায় নিয়েছে বাস
প্রিয় প্যারিসের পতনশব্দ শত্রুর মুখে শোনা
ভুলবো না আমি লিলির গুচ্ছ গোলাপের নিঃশ্বাস
এবং আমরা দুই ভালবাসা হারিয়েছি ভুল
আমার খুব প্রিয় কয়েকটি লাইন!
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন । অনেক শুভ কামনা
১৬| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮
নিশাত তাসনিম বলেছেন: সব সুন্দরেরই থাকে শুধু
একটিই বসন্ত
এসো , আমরা সময়ের পদচিহ্ন গুলিতে
পুঁতে দিই গোলাপ
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯
উদাস কিশোর বলেছেন: বলেছেন: মন্তব্যে ধন্যবাদ নিশাত তাসনিম ।
ভাল থাকুন সবসময় ।
নিরন্তন শুভ কামনা
১৭| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার সুযোগ তৈরি করে দিচ্ছেন পাঠকদের জন্য, অনেকের জন্য যোগাচ্ছেন ভাবনার খোরাক।
শুভকামনা।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই আপনার উত্সাহ-মূলক মন্তব্যে ।
ভাল থাকুন , সুস্থ থাকুন
১৮| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
মামুন রশিদ বলেছেন: না না, ভুল ধরিনি । আপনার অনুবাদের স্বাতন্ত্র হাইলাইট করেছি । 'বিস্ময়ময় মেঘেরা' শব্দটাও অনেক সুন্দর
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮
উদাস কিশোর বলেছেন: প্রিয় মামুন ভাই ,
আমার কাছে মনে হয়েছে 'বিস্ময়ময় মেঘেরা' শব্দটা একটু অন্য রকম এবং গভীর তাত্পর্য বহন করে ।
তাই আর ইডিট করিনি ।
অনেক ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা পড়ে ভাল লেগেছে।