![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
আমার বহিঃকঙ্কাল কাঁপছে, কাঁপছে অন্তঃকঙ্কাল । হৃদয়ের প্রতিটি স্পন্দন কাঁপছে আমার মত ।
আমি ভালো নেই । শ্রাবণের মেঘ জড়ো হয়ে আমার হৃদয়ে যে উচু পাহাড় গড়ছে তা বিষ্ফোরিত প্রায় ।
তোমার অপেক্ষায় যে শ্বাস-প্রশ্বাস আমায় প্রতিটি মুহুর্ত জাগিয়ে রাখে কোনো রকম বিনিময়হীনতায়, সেও ভাল নেই । সেও আজ বিনিময় চায় আমার থেকে । বিনিময়ে চায় আমার অশ্রু, আমার কান্না । চোখ থেকে জল গড়িয়ে যায় কিন্তু কষ্ট গড়ায় না ।
যদি এমন হত আমার সব কষ্ট, সব দুঃখ চোখের হাজার গ্যালন জলের বিনিময়ে হারিয়ে যেত, তাহলে হাজার গ্যালন জল চোখ গড়িয়ে বেরিয়ে আসার আগমুহুর্তেই জল ছড়িয়েই দিতাম ।
জলের বসতি গড়ে জলেই জাল ফেলে তুলে দিতাম, তুলে নিতাম সব কষ্ট, সব সুখ ।
আমি ভালো নেই ।
যে নিউরন আমার অনুভূতি সঞ্চারণের জন্য নাচছে-কাঁপছে অনবরত সেও তার কর্মপরিধি কমিয়ে দিয়েছে আমার মত । আমার সব ক্রন্দন, সব অশ্রু বহন করবে নাসে ।
করবে কেন ?
আমি কে?
আমার জন্য আমার চোঁখ এত অশ্রু ঝরাচ্ছে ?
কে আমি ?
আমার জন্য শুভ-অশুভ, আষাঢ়ে- জ্যৈষ্ঠী গল্প কেন শুনবে কান ?
আমি ভাল নেই । চোখ থেকে জল গড়িয়ে যায় কিন্তু কষ্ট গড়ায় না ।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:২১
উদাস কিশোর বলেছেন: অনেক কষ্ট পেয়েই লেখা . . . . . .
সত্যিই আমি ভাল নেই
.
ভাল থাকুন
২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৪
রাফা বলেছেন: আল্লাহ, আপনাকে ভালো রাখুক ।আপনার কস্টগুলো অপসারিত হোক।
শুভ কামনা থাকলো।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৮
উদাস কিশোর বলেছেন: আপনার দোয়া কবুল হোক ।
ভাল থাকুন সব সময় ।
শুভ কামনা নিরন্তন
৩| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো হৈসে। শিরোনামে ইমোটা মানাচ্ছে না। কাটা হাত কি আপনার? কী দিয়া কাটসেন? আমিও একসময় প্রচুর হাত কাটতাম।
১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
উদাস কিশোর বলেছেন: জ্বে মিয়া ভাই ।
আমার হাত । ব্লেড দিয়া কাটছি । আজকাল ছ্যাকা খাওয়া কষ্টটা নিজেকে কষ্ট দিয়ে ভুলতে চাই ।
পারতাছি না. . . .
৪| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন:
এটা হাত না পা ?
১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০
উদাস কিশোর বলেছেন: কেউ নিজ ইচ্ছায় পা কাটে কখনো শুনেছেন ?
৫| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মামুন রশিদ বলেছেন: কবিতা ভালো লাগছে কিশোর ।
১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
উদাস কিশোর বলেছেন: আমার আর কিচ্ছু ভাল লাগে না মামুন ভাই ।
লিখতেও ইচ্ছে হয় না আর কিছু
৬| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: এই অবস্থায় জীবন থেকে সাময়িক ছুটি নিতে হয় । ঘুরে টুরে আসেন কোথাও থেকে । সিলেটে ঘুরে যেতে পারেন, ভাল লাগবে ।
১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
উদাস কিশোর বলেছেন: ঘর পালালাম মামুন ভাই !
যদিও শুধু মা এর অনুমতি নিয়ে এসেছি । এখন রাজশাহী আছি । দেখি , দু-একদিন এদিক অদিক ঘোরাঘুরি করি । যদি একটু স্বস্তি পাই !
পরশু রাঙামাটি যাওয়ার প্লান করেছি ।
৭| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৫
একলা ফড়িং বলেছেন: ঠিক না, ভাইয়া
নিজেকে এভাবে কষ্ট দেয়া ঠিক না, আর এইরকম হাত কাটা একদমই ভালো কাজ না।
যাই হোক, আপনার কষ্ট দূর হোক সেই শুভকামনা থাকলো।
১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
উদাস কিশোর বলেছেন: জ্বী আপি !
আমিও কতবার যে গুটিকয়েক ছোট ভাইকে বারণ করেছি এসব করতে ! কতবার থাপ্পরও দিয়েছি ।
অথচ এবার আমি কেমন যেন টালবেতাল হয়েই কাজটা ঝোকের বসে করে ফেলেছি । ইনশা-আল্লাহ , আর কখনো এসব হবে না ।
অনেক অনেক ভাল থাকুন
৮| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৯
নিশাত তাসনিম বলেছেন: চোখ থেকে জল গড়িয়ে যায় কিন্তু কষ্ট গড়ায় না . . . !
১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
উদাস কিশোর বলেছেন: ভাল থাকুন । খুব ভাল থাকুন
৯| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬
অস্পিসাস প্রেইস বলেছেন: নিজ বাবা মায়ের সন্তান আপনি। আপনার যত্নের জন্য তারা কত কিছু করে।
নিজেকে এভাবে কষ্ট দেয়া ঠিক না, আর এইরকম হাত কাটা একদমই ভালো কাজ না।
যাই হোক, আপনার কষ্ট দূর হোক সেই শুভকামনা থাকলো।
১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
উদাস কিশোর বলেছেন: নিজেকে কষ্ট দিয়ে বৃথা চেষ্টা করছিলাম তার বিরহ ভুলতে !
নিঃসঙ্গতা কাটাতে ।
বৃথাই চেষ্টা করেছি. . . . . . . . .
চোখের জল গড়িয়ে যায় , হাতের কাটা ফোকর দিয়ে রক্ত গড়ায় . . . . . কিন্তু কষ্ট গড়ায় না ।
বৃথা চেষ্টা করেছি নিকোটিনের নিলাভ ধোয়ার সাথে কষ্ট উড়িয়ে দিতে . . . .
পারিনি ।
ভাল থাকুন । খুব ভাল থাকুন আপনারা
১০| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০
বটবৃক্ষ~ বলেছেন:
৯ নং কমেন্টের সাথে শহমত!!
আপনার জন্যে অনেক দোয়া আর শুভকামনা রইল।
স্বাভাবিক জিবনে ফিরে আসুন। ভালো থাকার চেষ্টা করুন ।
১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
উদাস কিশোর বলেছেন: নাগরিক জীবন থেকে কদিনের জন্য ছুটি নিলাম ।
ইনশা-আল্লাহ স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসবো ।
ভাল থাকুন
১১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:১২
অদ্বিতীয়া আমি বলেছেন:
এমন করে কি কোন লাভ হবে ?
চেষ্টা করুন স্বাভাবিক জীবনে ফিরে আসার , অন্য কিছুতে নিজেকে ব্যাস্ত রাখার ।
আপনার জন্য অনেক শুভকামনা ।
২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
উদাস কিশোর বলেছেন: কোনই লাভ হয়নি ।
এখন বেশ আনন্দেই আছি বলা যায় । একা একা ঘুরছি ফিরছি যেখানে খুশি ।
আরো দু-চার দিন ঘুরেফিরে বাড়ি ফিরবো ।
অনেক ভাল থাকুন অদ্বিতীয়া. . . .
শুভকামনা নিরন্তন
১২| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৬
মোঃ ইসহাক খান বলেছেন: নামটিই অসাধারণ।
সমস্ত কষ্টের অবসান ঘটুক।
২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
উদাস কিশোর বলেছেন: কোন নাম এর কথা বলছেন ঠিক বুঝে উঠতে পারিনি ইসহাক ভাই !
অনেক ধন্যবাদ ভাই ।
খুব ভাল থাকুন
১৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২
এহসান সাবির বলেছেন: হায় হায়!! হাতের অবস্থা করছে কি ছেলেটা...... নাহ্ আর পারা যায় না.......
ইনশা-আল্লাহ স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসবেন।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬
উদাস কিশোর বলেছেন:
ফিরে আসবো খুশী মন নিয়ে
অনেক ভাল থাকুন
শুভকামনা
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:১০
রাফা বলেছেন: সব অনুভুতি ফুরিয়ে গেলেও কস্টের অনুভুতি থেকেই যায়।
ভালো লিখেছেন~~ধন্যবাদ।