নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

কষ্ট নামক কবিতা. . . . . . . . . !

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

কষ্টকে আমি খুব ভালোবাসি

কষ্ট নিয়েই বাঁচবো

কষ্টকে আমি সাথী মনে করি

কষ্ট পেলেই হাসব ।



কষ্টের কাছে চির ঋনী আমি

কষ্ট আমার বন্ধু

কষ্ট নিয়ে পার হতে চাই

কষ্টের সেই সিন্ধু ।



কষ্ট আমার হৃদয়ে থাকুক

কষ্ট লাগুক মনেতে

কষ্টের রং শরীরে থাকুক

কষ্টের ছবি আঁকাতে ।



কষ্টকে চাই জীবনের মাঝে

কষ্ট দিয়েই সাজাতে

কষ্টকে চাই ভালোবাসা দিয়ে

কষ্টকে চাই বাঁচাতে ।



কষ্ট আমার প্রেমের প্রেয়সী

কষ্টতে আমি অন্ধ

কষ্ট না পেলে হৃদর ব্যকুল

কষ্ট পেলেই সাচ্ছন্দ ।



কষ্টের মাঝে খুজে পাই আমি

জীবন নামের আলো

কষ্ট না পেলে উন্মাদ আমি

কষ্ট পেলেই ভাল ।











বিঃদ্রোঃ "কষ্ট" জায়গায় "সুখ" মনে করে পড়ুন তো কেমন লাগে :P ;)

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৩

কোজাগরী চাঁদ বলেছেন: এত কষ্ট জীবন নষ্ট

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৩

উদাস কিশোর বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।
আপনার মন্তব্যে অর্থহীনের একটা গানের দুটো লাইন মনে পরলো -
"কষ্ট পাচ্ছি , নষ্ট হচ্ছি
জমছে ধুলো ভালবাসায়"

২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫০

কোজাগরী চাঁদ বলেছেন: ধূলোগুলোয় মরচে ধরুক
জং পড়ে যাক আশায় আশায়

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

উদাস কিশোর বলেছেন: ধূলো পরা ভালবাসায় যদি জং ধরে ধংশ হয়ে যেত !
তবে যাদের ভালবাসায় ধুলো জমে তারা বেশ ভাল থাকতে পারতো । প্রতিদিন প্রতি মূহর্তে তারা কষ্ট পেতো না বোধ হয়

৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৬

আমি অপদার্থ বলেছেন: সুখ নিয়ে পড়তে বেশি ভাল লাগল। এত সুখকেরে? আবেগে কাইন্দালমু ;)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

উদাস কিশোর বলেছেন: কিন্তু আমার কষ্ট নিয়ে লিখতেই বেশী ভাল লেগেছে :)
ভাল থাকুন . . . . !

৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কষ্টের বদলে ''সুখ'' ব্যবহার করে বেশী ভালো লাগলো । ;)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১

উদাস কিশোর বলেছেন: কিন্তু আমি কষ্ট দিয়ে লিখতেই বেশি সাচ্ছন্দ বোধ করেছি ।
মন্তব্যে ধন্যবাদ. . .
ভাল থাকুন

৫| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা কষ্ট!

২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

উদাস কিশোর বলেছেন: ইচ্ছে করলে সুখ নিয়েও পড়তে পারেন !
ভাল থাকুন প্রিয় অভি ভাইয়া

৬| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

আমিনুর রহমান বলেছেন:





কষ্ট কবিতায় কষ্ট খুঁজে পেলাম না :P
সুখ মনে করে পরে কোন আবেগ পেলাম না :/
কস্টই ভালো। কষ্ট কবিতায় +++

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

উদাস কিশোর বলেছেন: যাক :)
আপনি তাহলে কষ্ট কবিতায় কষ্টের মর্মার্থ খুজে পেয়েছেন :P
সুখে থাকা হোক অনেক ভালবাসায় . . . . .

৭| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
বেশ !

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১০

উদাস কিশোর বলেছেন: ধইন্যে , ধইন্যে !
সুখে থাকা হোক ;)
শুভকামনা আরমান ভাই

৮| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: ঐ যে কবিতাটা আছে না,

এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখি হবে!!

কেউ একজন এসে আপনাকে বলুক..

;)

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১:০৮

উদাস কিশোর বলেছেন: বলেছিলো একজন ।
তার কাছ থেকে ৮ তম ছ্যাকা খেলাম কিছুদিন আগে ।
অবাক হওয়ার কিছু নেই ভাই , ঐ একজনের কাছেই ৮ বার ছ্যাকা খেয়েছি ১ বছর ২ মাসের মধ্যে ।
এবারও সবকিছু ঠিকঠাক হয়েগেছে ।
ভাল থাকুন মামুন ভাই ।
অনেক ভাল থাকুন :)

৯| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৩

একলা ফড়িং বলেছেন: এতো কষ্ট ক্যান!? সুখ দিয়েই ঠিক আছে!

আছেন কেমন? ভালো তো? নাকি উদাস এখনো?

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

উদাস কিশোর বলেছেন: এখন বেশ ভাল আছি :)
অনেক ব্যাস্ত ছিলাম কিছুদিন । ব্যাস্ততা শেষে ফিরে এলাম . . .

আপনি কেমন আছেন ?

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুখেরা সব তোমায় রবে
কষ্টগুলো আমার তবে ৷ সুন্দর পদ্য ৷

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

উদাস কিশোর বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন ।
অনেক শুভকামনা

১১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

অদ্ভুত সমীকরণ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
নববর্ষের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.