নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

"একজন সুনীল ,একজন বরুণা আর অন্য কেউ"

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬

বিশ্ব সংসার তন্ন তন্ন করে একশো সাতটি নীল পদ্ম তোমায় দিতে পারিনি ।

দূরন্ত ষাড় এর চোখে লাল কাপড়ও বাঁধতে পারিনি ।

পারিনি বোঝাতে তোমাকে পাবার হৃদয়ের ব্যাকুলতা ।

শব্দ জালে স্বপ্ন বুনে শিহরিত করবার বিদ্যাও আমার জানা নেই ।

নেই তোমাকে ভালবাসা বোঝাবার সঙ্গা !

তুমি তো বরুনার মত বুকের মধ্যে সুগন্ধী রুমাল রেখে খুজেছো সেই পুরুষ কে !

যে কিনা তোমায় একশত সাতটি নীল পদ্ম এনে দেবে ।

যে কিনা তোমার জন্য দুরন্ত ষাড়ের চোখে বেঁধে আসবে লাল কাপড় ।

যে কিনা তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ঘ্রাণ নিবে !

আর তারপর . . . . . .

সবটুকু ঘ্রাণ নিয়ে তোমার থেতলে যাওয়া মাংস ফেলে ছুটবে আর কোন রমণীর ঘ্রাণে বুদ হয়ে ।

তবু তোমরা তাদেরই ভালবাসো ,

আর ঐ থেতলে যাওয়া মাংসের ঘ্রাণ নিয়ে ফিরে আসবে আমাদের কাছে !

তোমরা কি ঐ পদ্মের বিনিময়েই গন্ধ বিলাও ?

তোমার থেতলে যাওয়া মাংসের গন্ধ নিতে কেউ আসবে না তাকি কখনো ভাবো না ?

আর তারপর সবকিছু কি আত্বহননেই সমাধান করে ফেলতে চাও ?

তবে তোমার ঐ শুরুতেই ভাবা উচিত্‍ ছিলো ।

কোন সুনীল প্রকৃতই তোমাকে ভালবেসেছিল , তোমার ঘ্রাণ কে নয় . . . . . .

.

(অসমাপ্ত অথবা এখানেই শেষ )

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
হায় সুনীল! সুন্দর +

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

উদাস কিশোর বলেছেন: অজস্র সুনীলের বিলাপে একবিতা ।
কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ভাল থাকুন. . !

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

নিশাত তাসনিম বলেছেন: তুমি তো বরুনার মত বুকের মধ্যে সুগন্ধী রুমাল রেখে খুজেছো সেই পুরুষ কে !
যে কিনা তোমায় একশত সাতটি নীল পদ্ম এনে দেবে ।
যে কিনা তোমার জন্য দুরন্ত ষাড়ের চোখে বেঁধে আসবে লাল কাপড় ।
যে কিনা তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ঘ্রাণ নিবে !
আর তারপর . . . . .


লাইন গুলো পড়তে বেশ লাগে।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য ।
আপনার ভাল লাগায় আমি আনন্দিত :)
অনেক ভাল থাকুন । শুভ কামনা

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর কবিতা :)

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭

উদাস কিশোর বলেছেন: :) :) :)
ধইন্যা ধইন্যা ভাই আমিনুর রহমান ।
অনেক ভাল থাকুন

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

মামুন রশিদ বলেছেন: বরুণার সিক্যুয়েল.. ভালো হৈছে!

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

উদাস কিশোর বলেছেন: উত্‍সাহিত হলাম :P
অনেক অনেক ভাল থাকবেন মামুন ভাই ।
নিরন্তন শুভকামনা

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
অনেক ভাল থাকুন :)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময় ।
শুভকামনা

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

মশিকুর বলেছেন:
সুন্দর কবিতা।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:১০

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
অনেক দিন পর আমার ব্লগে এলেন !
সবসময় ভাল থাকুন ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

সাজিদ উল হক আবির বলেছেন: অসাধারণ উপস্থাপন!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ আবির ভাই ।
অনেক ভাল থাকুন ।
শুভকামনা . . . . . .

৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা!

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ
ভাল থাকুন

১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ হামা ভাই ।
শুভকামনা নিরন্তন

১১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন

১২| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩১

ইমিনা বলেছেন: অনেক ভালো লাগলো। লেখার গতিময়তা বেশ সুন্দর।
শুভেচ্ছা ।।

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১

উদাস কিশোর বলেছেন: থ্যাংকু থ্যাংকু ! :)
আপনাদের ভাল লাগায় আমার লেখা সার্থক :)

১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২

অদ্ভুত সমীকরণ বলেছেন: পারিনি বোঝাতে তোমাকে পাবার হৃদয়ের ব্যাকুলতা ।
শব্দ জালে স্বপ্ন বুনে শিহরিত করবার বিদ্যাও আমার জানা নেই ।
নেই তোমাকে ভালবাসা বোঝাবার সঙ্গা !
তুমি তো বরুনার মত বুকের মধ্যে সুগন্ধী রুমাল রেখে খুজেছো সেই পুরুষ কে !

অসাধারন

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.