নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

এবারের বৈশাখী ফেইস পেইন্টিংটা না হয় আল-আমিনের জন্যই হোক !. . . . . ফেইস পেইন্টিং করে এগিয়ে আসুন আল-আমিনের চিকিত্‍সায়. . .!

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

আল-আমিনের বাপ, রঙের কাজ করে... কন্ট্রাক্টে বাড়ি রঙ করেন ।

রঙ করা শেষ হলে, সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষন দেয়ালের দিকে তাকিয়ে থাকে... যদি মনে হয় কোথাও হালকা টাচ-আপ দরকার, সাথে সাথে পোটলা থেকে তুলি বের করে দেয়ালের সেই জায়গাটা, ঠিক করে দেয়



... এটার জন্য সে আলাদা বিল করে না

মন থেকেই করে

অন্যের বাসা রঙ করা মানে অন্যের হাসি ফোটানো... এই কাজটাই সে গত ৯ বছর থেকে করে আসছে

গতকালকেও করেছে... আজও করছে



দিন শেষে অন্যের মুখে হাসি ফুটিয়ে, বাসায় ঢুকতেই তার হাসি চলে যায় ।

আল-আমিন গত কয়েকদিন থেকে অসুস্থ... বেশ অসুস্থ ।

তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে ।

কঠিন অসুখ !

ইতিমধ্যে তার বোন রাজি হয়েছে আল আমিনকে বোন ম্যারো ডোনেট করার জন্য ।

১০ হাজার টাকা খরচ করে, বোন ম্যারো ম্যাচিং ও করিয়েছে

সেটা, গত ৩ সপ্তাহ আগের কথা...



এখন তারা কি করবে জানে না

রাতে, ভাই বোন হাত ধরাধরি করে বসে থাকে; ভাবটা এমন যে এভাবেই যদি বোনের বোন ম্যারোটা... ভাইয়ের কাছে চলে যেত ।

ঢাকায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে গত মাস থেকেই কিন্তু সেখানে সম্ভবত করা যাবে না; কারন আল-আমিন স্টেজ-3 তে আছে... ঢাকায়, শুধু মাত্র স্টেজ-1 রোগীদের জন্য শুরু হয়েছে

--



আসছে পহেলা বৈশাখে কম বেশি সবাইই ফেইস পেইন্টিং করে

৫০/১০০ টাকা করে পাওয়া যায় তাতে...



এবারের বৈশাখী ফেইস পেইন্টিংটা না হয় আল-আমিনের জন্যই হোক !

চারুকলার কিছু ছেলে মেয়ে, আল-আমিনের বাবার হাসির প্রতিদান দিতে ১৪ তারিখ মাঠে নামছে ।



... পহেলা বৈশাখ, ৬ টা টিম থাকবে ৬ জায়গায়;

€ গুলশান-২ ট্যাঙ্ক পার্ক (সকালে) ...

€ গুলশান-২ লেইক পার্ক (সকালে) ...

€ নর্থ সাউথ ইউনিভার্সিটির গেটে (সকালে) ...

€ সংসদ ভবন (বিকালে) ...

€ চারুকলার সামনে (সারাদিন) ...

€ ধানমন্ডি রবীন্দ্র সরোবর (বিকালে)



এবার শিওর,আপনি কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেইস পেইন্টিং করার সময়, আপনার চোখ ভিজে উঠবে

আর তাতেই; আল-আমিনের বাপের ৯ টা বছর অন্যের মুখে হাসি ফোঁটানোটা, সফল

--



... (এই ইভেন্টের দায়িত্বে আছে 'নুসরাত 01671105367' এবং 'সাদমান 01682171049'; কোনও কনফিউশান থাকলে বা, আরো ডিটেইলস জানতে হলে বা,

তাদের টিমকে আপনাদের কোনও গেদারিইং এ আসতে বলতে চাইলে, ফোন দিতে পারেন)



ফেসবুক ইভেন্ট (এবারের বৈশাখী ফেইস পেইন্টিংটা না হয় আল-আমিনের জন্যই হোক !. . . . . ফেইস পেইন্টিং করে এগিয়ে আসুন আল-আমিনের চিকিত্‍সায়. . .!)

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬

আমিনুর রহমান বলেছেন:



ব্রাদার ফেবুতে একটা ইভেন্ট খুলেন তাতে অনেক মানুষ জানতে পারবে। আমি সবাইকে জানাচ্ছি।

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

উদাস কিশোর বলেছেন: জ্বী ভাই ,
অহন খুলবো ।
আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ।

২| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৯

একজন ঘূণপোকা বলেছেন: আমিনুর রহমান বলেছেন:



ব্রাদার ফেবুতে একটা ইভেন্ট খুলেন তাতে অনেক মানুষ জানতে পারবে। আমি সবাইকে জানাচ্ছি।

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

উদাস কিশোর বলেছেন: একান্ত সহযোগিতা কামনা করছি

৩| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

অদ্ভুত সমীকরণ বলেছেন: শেয়ার করছি আমিও ।
শুভ কামনা আল-আমিনের জন্য

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

আমিনুর রহমান বলেছেন:




ইভেন্টের লিঙ্কটা পোষ্টের উপরে দিয়ে দিয়েন।

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১

উদাস কিশোর বলেছেন: অনেক্ষন চেষ্টা করেও ইভেন্ট ক্রিয়েট করতে পারলাম না । বোধ হয় ফেসবুকের টেকনিকাল প্রবলেম

৫| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: শেয়ার করলাম।



সকল ব্লগারের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এগিয়ে আসুন ।

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২

উদাস কিশোর বলেছেন: আমি ইভেন্ট ক্রিয়েট করতে পারছি না । পারলে ফেসবুকে ইভেন্ট তৈরী করুন । এতে আরো অনেকে সহযোগিতার সুযোগ পাবে

৬| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: উনার একটা ছবি দেন। চেহারাটা খুব দেখতে ইচ্ছা করতেছে।

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

উদাস কিশোর বলেছেন: উনার ছবিটা আমার কাছে নেই । ছবি পেলে আপডেট করে দিবো ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সকল ব্লগারদের আল আমিনের পাশে দাড়ানোর অনুরোধ করছি।

আর আমি ফেসবুকে শেয়ার করছি।

আল আমিনের জন্য শুভকামনা রইল্

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

উদাস কিশোর বলেছেন: সহযোগিতা কামনা করছি ।
ধন্যবাদ

৮| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

বোধহীন স্বপ্ন বলেছেন: ফেস-পেন্টিং জিনিসটা অবশ্য বিরক্তিকর লাগে!! তবে উদ্যোগটা ভালো। অন্তত কার কাছে হাত পাতার চেয়ে এটা অনেক ভালো।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

উদাস কিশোর বলেছেন: অনেকের কাছে বিরক্তিকর আবার অনেকে এটা করিয়ে নেওয়ার জন্য লাইন ধরে দাড়িয়ে থাকে ।

আসলে প্রতি বছরই অনেক লোক ফেস পেইন্ট করে নেয় । এবার সেই টাকা টাই একজনের চিকিত্‍সার জন্য দেয়া হবে ।

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০

মামুন রশিদ বলেছেন: আল আমীন সুস্থ হয়ে উঠবে । আমরা সবাই তার পাশে দাড়াব ।


শেয়ার করার জন্য ধন্যবাদ কিশোর ।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

উদাস কিশোর বলেছেন: ইনশা-আল্লাহ ।
আপনাদের প্রচেষ্টা সফল হোক ।
ভাল থাকুন ভাই

১০| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
শুভকামনা ||

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ

১১| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি ফেবুতে শেয়ার দিয়ে দিয়েছি। ফেবুতে আমাকে 'ঘাস ফুল' নামে পাবেন। আপনাকে ইতিমধ্যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। সম্ভব হলে এড করে নিতে পারেন।

সুন্দর উদ্যোগ নেয়া হয়েছে আল আমিনের জন্য। ইনশাল্লাহ সবার ভালোবাসায় সিক্ত হয়ে আল আমিন আবার সুস্থ হয়ে উঠবে। অনেক দোয়া রইলো। ধন্যবাদ উদাস কিশোর মানবতার কাজে সবাই আহ্বানের জন্য।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
আমরাও আশা করছি আল আমিন সুস্থ হয়ে উঠবে আমাদের সবার প্রচেষ্টায় ।
সাথে থাকুন

১২| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সকাল রয় বলেছেন: সুন্দর উদ্যোগ নেয়া হয়েছে আল আমিনের জন্য। ইনশাল্লাহ সবার ভালোবাসায় সিক্ত হয়ে আল আমিন আবার সুস্থ হয়ে উঠবে। অনেক দোয়া রইলো। ধন্যবাদ উদাস কিশোর মানবতার কাজে সবাই আহ্বানের জন্য।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
সহযোগিতা কামনা করি

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর ভাই সুন্দর এবং প্রশংসনীয় একটি উদ্যোগের জন্য।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

উদাস কিশোর বলেছেন: ভাই নিশাত তাসনিম ,
শেয়ার করে আরো কয়েকজনকে জানার সুযোগ করে দিন । আর এই রাতটা মাত্র বাকি আছে . . . .
ভাল থাকুন

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪১

শরৎ চৌধুরী বলেছেন: ভালো উদ্যোগ।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৫

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
শেয়ার করে হলেও সহযোগিতা কামনা করছি

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিনুর রহমান বলেছেন:



ব্রাদার ফেবুতে একটা ইভেন্ট খুলেন তাতে অনেক মানুষ জানতে পারবে। আমি সবাইকে জানাচ্ছি।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩

উদাস কিশোর বলেছেন: প্রিয় অভি ভাই , ইভেন্ট এ তেমন সাড়া পাই নি । আমার ফেবু ফ্রেন্ড লিষ্ট খুব ছোট । আর ৮৬ জনকে ইনভাইট করা হয়ে তাতে গোয়িং ৮ । ৮৬ জনের মধ্যে ৫০+ ঢাকার

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা চেষ্টা চালাচ্ছেন। আশা করি সফল হন।
এই ধরনের আরো কিছু কাজের উদ্যোগ নেয়া হোক। পাশেই আছি।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

উদাস কিশোর বলেছেন: আশা করি সবার সম্মিলিত চেষ্টায় আমরা সফল হবোই ।
পাশে আছেন জেনে ভাল লাগলো ।
নববর্ষের আগাম শুভেচ্ছা ।
ভাল থাকুন

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ কামনা রইল।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

উদাস কিশোর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।
আশা করছি আগামী কাল ভাল সাড়া পাব :)
ভাল থাকুন

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১

এহসান সাবির বলেছেন: আল আমিনের জন্য শুভকামনা।



শুভ হোক নববর্ষ ১৪২১।

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

উদাস কিশোর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা এহসান ভাই ।
ভাল থাকুন প্রতিটি দিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.