নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

ডাইরির কয়েকটি ছেঁড়া পাতা. . . . . . !

০১ লা মে, ২০১৪ দুপুর ২:০৬

২৭-০৩-২০১৪

°

মাকড়সার জালে একটা সুন্দর প্রজাপতি জড়িয়ে গেলো। জালের আকর্ষনীয় বুননই তার বিভ্রান্ত হবার কারন। বৃষ্টির ফোটা জালে মুক্তো দানার মত জ্বলছিল। সুন্দরের প্রতি স্বভাবজাত প্রেম প্রজাপতিটাকে টেনে নিয়ে যায় জালে। নিজেকে সম্পূর্ন সঁপে দিয়ে স্থির হয়ে ভাসে কিছুক্ষন। তারপর মুক্তো দানা ছুঁয়ে ছুঁয়ে কলহাস্যে মাতে নিঃসঙ্গ প্রজাপতি। একসময় আষ্টেপিষ্টে জড়িয়ে যায় মকড়সার জালে। বন্ধন ছিন্ন করে আবার ডানা মেলার স্বপ্ন তাকে উন্মাদ করে তুলে। ছাড়া পাবার আপ্রাণ চেষ্টায় ব্যর্থ প্রজাপতিটা

এখন খুব ক্লান্ত। ব্রত নিয়েছে মৌনতার। ভুলে থাকতে চায় মিথ্যে মোহে পড়া ভুল। কিন্তু সারা শরীরে বন্দিত্বের অসাড়তা নিয়ে কিভাবে সে ভুলে থাকবে এই অভিশপ্ত জীবন?

°

০৩-০৪-২০১৪

°

অলস সন্ধ্যায় একাকিত্ব চেপে থাকে । দীর্ঘশ্বাসে ভারী হয় চারপাশ । অথচ সেদিনের সন্ধ্যাটা কত রঙ্গিন ছিল ! উদ্দেশ্যহীন আমরা পাশাপাশি হেঁটেছি মাইলের পর মাইল । তুই বরাবরের মত আমার হাত জড়িয়ে ছিলি। আমি সংকোচে কুকড়ে ছিলাম নিজের মাঝে! তবু তোর স্পর্শে খুন হয়েছিলাম আরেকবার।

মেয়ে, এখনো তোর স্মৃতিতে আমি খুন হই প্রতিদিন, প্রতি দীর্ঘশ্বসে ।

°

৯-০৪-২০১৪

°

তোর জন্য আমি অগণিত রাত জেগেছি। তোর মিথ্যে ভালোবাসার প্রলোভনে জড়িয়ে নির্ঘুম সারা রাত কেবল অলিক স্বপ্নই বুনে গেছি। বুঝতেই পারিনি তোর প্রেম তরঙ্গের মত কেবল আমাকে নাড়িয়ে দিয়ে ছুটে গেছে আরো উচ্চতায়।

আমি এখনো রাত জাগি। একা রাতের আকাশ দেখি। তোর চোখেও ঘুম নেই। অচেনা পুরুষ আন্দোলিত করে অদম্য তুই, তোর দৃষ্টি মেঘের স্বর্নচূড়ায়। আমি স্বপ্নবিচ্যুত হয়ে গিরিখাতে তলিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে।

°

১১-০৪-২০১৪

°

তোকে দেখার তীব্র বাসনা বুকে চেপে পুরো সন্ধ্যা কাটিয়েছি। দিঘীর পাড়ে পা ছড়িয়ে বসে ছিলাম। একসময় সন্ধ্যা পেরিয়ে গেল। তোর ব্যালকনি শূন্য এবং অন্ধকার। আমিও অন্ধকারে, চোখে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে ছিলাম। এই বুঝি আলো জ্বলে উঠবে অথবা অন্ধকারে আবছায়া তুই এসে দাঁড়াবি। দিঘীর জল ছুঁয়ে যাওয়া শীতল বাতাসে চমকে গিয়ে জল দেখতে দেখতে আমাকে দেখবি!

আমি বসে ছিলাম পা ঝুলিয়ে। কিন্তু তোর ব্যালকনীর আলো জ্বলেনি। উত্তরের পাড় ছেড়ে আমি দক্ষিণের পাড়ে এসে দাড়িয়েছি, তোর বিছানা ছুঁয়ান জানালার নিচে। ঘর অন্ধকার! জলপাই রংয়ের পর্দাগুলো অলস ঝুলছিল। সেখানে কোন আলো নেই, কেবল খন্ড খন্ড কালো বিবৎস্য অন্ধকার আমাকে পরিহাস করছে।

আমি জানি পুরো সন্ধ্যা তুই ঘর অন্ধকার করে বিছানায় নিথর পড়েছিলি।

তুই ক্লান্ত।

আমারই বিরহে তুই ক্লান্ত।

মেয়ে, বিশ্বাস কর প্রতিটা মুহূর্ত তোকে ভেবে ভেবেই কাটে। তুই জানিস না, আজো তোকে কতটা ভালবাসি।

°

১৭-০৪-২০১৪

°

সকালটা অন্য রকম হতে পারতো। ঝুলে থাকা কুয়াশা রাতের স্বৈরাচারী শাসন শেষে সকালটা মিষ্টি রোদের হাতে ছেড়ে দিতে পারতো। সে রোদে আমরা অবগাহনে মেতে উঠতাম! এই সকালটা মধুর হতো, যদি ইনবক্সে জমা হত তোমার শুভবার্তা। ফিরতি ক্ষুদে বার্তায় যদি রাতের দীর্ঘ নিরবতা ভেঙে বলতে পারতাম, কি অদ্ভুত আবেশে ডুবে ছিলাম সারা রাত। তুমি ছিলে আমার স্বপ্নে। যেন মহাকাল আমরা পাশিপাশি। তারপর হঠাৎ তুমি হারিয়ে গেলে।

আচ্ছা! কোথায় হারালে তুমি? কত খুঁজেছি। সবুজ চত্বরে, পেছানো সিঁড়িতে, সারি সারি বসে থাকা তাদের ভিড়ে কোথাও নেই তুমি।

কোথায় লুকিয়ে ছিলে তুমি?

বিশ্বাস করো প্রিয়তমা, এই সকাল এতটা বিষন্ন হতো না যদি বলতে, - " অবোধ যুবক, এইতো আমি"!

°

২২-০৪-২০১৪

°

মাঝে মাঝে অকারন অভিমান জাগে। অনধিকার চর্চার লজ্জাহীন সীমালঙ্গনকারী হয়ে আত্মঘৃনায় নিমজ্জিত হয় দেহমন। কিছুটা মোহে, কিছুটা ভুলে তলিয়ে যেতে যেতে সম্বিত ফিরে পাই হঠাৎ হঠাৎ।

যা করেছি ভুল করেছি।

যা করছি ভুল করছি।

সেদিনের রাত জাগা ভুল।

লাগামহীন যুগল স্বপ্ন ভুল।

উচ্চারিত প্রতিটি শব্দগুচ্ছ ভুল।

এবং অবশ্যই ভুল আজকের এই বেমানান অভিমান !

°

২৯-০৪-২০১৪

°

ভাল নেই

কেউ না

না আমি

না তুমি

না সে

অযথাই

অকারণ কষ্ট

নষ্ট পথ ভ্রষ্ট

সবাই

ভাল নেই

অকারণ. . .

অযথাই. . . . . .

°

°

°

°

°

°

°

°

°

°

অনেক দিন পর আজ ব্লগে এলাম । আবার ডুব দিচ্ছি ব্যাস্ততায় । ব্যাস্ততা শেষে আবার কোন এক দিন দেখা হয়ে যেতে পারে :)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল লেখাটা অনেক। আবারও দেখা হবে শুভকামনা রইল।

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৪৫

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা কান্ডারি ভাই ।
ইনশা-আল্লাহ আবার দেখা হবে ।
ভাল থাকুন সবসময়

২| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:২৪

অদ্ভুত সমীকরণ বলেছেন: লেখাটা বেশ লাগলো ।
কেমন আছিস মামা ?
অনেক দিন দেখা হয় না ।

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৪৭

উদাস কিশোর বলেছেন: আছি একরকম । খুব একটা খারাপ না ।

তোর কি খবর ?
আগের মত আর লিখা হয় না । লিখতে বসলে কথা ফুরিয়ে যায় ।
ভাল থাকিস মামা সবসময় ।
শুভ কামনা

৩| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৫

মামুন রশিদ বলেছেন: ডায়েরির ছেঁড়া পাতায় দারুণ সব ভালোবাসার গদ্য !

০১ লা মে, ২০১৪ রাত ৯:৫১

উদাস কিশোর বলেছেন: যেখানেই যাই , যেখানেই থাকি !
ডায়েরিটা আমার সাথেই থাকে । যখন যা ইচ্ছে মনের কথা গুলো লিখে ফেলি ।
কয়েকটা পাতা আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম ।
ভাল থাকুন প্রিয় মামুন ভাই

৪| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

নিশাত তাসনিম বলেছেন: ১৭ তারিখের টা বেশ লাগল :)

০১ লা মে, ২০১৪ রাত ৯:৫৪

উদাস কিশোর বলেছেন: আপনার ভাল লাগায় আমি আনন্দিত :)
সব সময় ভাল থাকুন । শুভকামনা

৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল

১১ ই মে, ২০১৪ সকাল ১০:২৭

উদাস কিশোর বলেছেন: ধইন্যা

৬| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৪:২০

সাজিদ উল হক আবির বলেছেন: লেখাগুলো পড়তে পড়তে বার বার মনে হল একটা বহুল ব্যাবহৃত পংতি- জীবন আমার খোলা ডাইরির পাতা!

কাব্যিকতা মেশানো প্রেমের পংতিগুলোয় ভাললাগা, কবিবন্ধু!

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

উদাস কিশোর বলেছেন: মন্তব্য পড়ে উত্‍সাহিত হলাম ।
তবে লিখতে বসলেই আজকাল কথা ফুরিয়ে যায় ।
যা হউক । ভাল থাকুন ব্লগার বন্ধু । :)

৭| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:২৯

মশিকুর বলেছেন:
ডাইরির ছেঁড়া পাতাগুলো ভালো লেগেছে সাথে মন খারাপও হয়েছে :(

"ভাল নেই
কেউ না
না আমি
না তুমি
না সে"
:(

২৬ শে মে, ২০১৪ রাত ১০:০৬

উদাস কিশোর বলেছেন: আপনার মন্তব্যে কিন্তু আমি খুশি হয়েছি ভাইয়া :) :)
ভাল থাকুন সবসময় । শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.