![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
চারুলতা,
তুমি এলে সুদূরের সেই জলজ অগোচরে,
প্রতিটি রাতের ইনসমনিয়ায় অথবা প্রতিটি ভোরে,
রাত জাগা গল্পে নাহয় গহীন দিনের ঘুমে,
প্রথম প্রেমিকা নও শুধু শেষ ঠোঁট চুমে,
চারুলতা,
তুমি জানো বিবস কবি আজ বর্ণহীন,
চারুলতা,
কলমের কালিতে যে শুধু তুমি বিলীন,
সহস্র কালিকার চুলে,আমি বারবার যাই ভুলে,
চারুলতা,
তুমি এ ভালবাসা আজ নাও তুলে,
বিষন্ন মনে আজ বিরহী দুরত্বে,
অন্তর্লীন হয় বারে বার নিশ্চুপ শর্তে,
চারুলতার চুপকথায় ভালবাসার ভয় হয়,
মুসাফির তো কাফের চারু, বন্ধী হতে নয়,
কাফেরের ক্লান্তি তৃষ্ণার চোখ তোর কালিমায়,
প্রতিটা সাইমুমে মুসাফির হারায়, অন্তর্জালহয় বিনিদ্রায়।
চারুলতা,
সব ভালবাসায় গগনে পড়ানো হয়না সিঁদুর,
চারু. . . . ,
মুসাফির হারিয়ে যায়, শুধু ভালবেসে বহুদূর
২৫ শে মে, ২০১৪ রাত ৮:০২
উদাস কিশোর বলেছেন: আমার কাছে ভাল লাগেনি
. .
ধন্যবাদ মন্তব্যে
ভাল থাকিস সবসময় ।
২| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩২
ফা হিম বলেছেন:
ভালো লাগছে কবিতা।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:১৮
উদাস কিশোর বলেছেন: উত্সাহিত হলাম
ধন্যবাদ
৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: ভালোবেসে হারিয়ে যাওয়ার কবিতা ভালো লেগেছে । কয়েকটা টাইপো আছে, ঠিক করে নিয়েন ।
২য় ভালোলাগা+
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:২০
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ প্রিয় মামুন ভাই ।
গতরাতেই চেষ্টা করেছি । ঠিক করার পর ওটা সেভ হচ্ছে না । আগেরটাই থেকে যাচ্ছে । আবার চেষ্টা করবো ।
সবসময় ভাল থাকুন
৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:৫৬
আকাশ মামুন বলেছেন: ভালবাসার মুসাফির
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:২১
উদাস কিশোর বলেছেন: একবার ভেবেছিলাম শিরোনাম এটাই দিবো । পরে আবার চারুলতাই দিয়ে দিলাম ।
ভাল থাকুন
৫| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:১৬
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: বিষন্ন মনে আজ বিরহী দূড়ত্বে,
এখানে দূরত্ব হবে।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:২২
উদাস কিশোর বলেছেন: জ্বী , খেয়াল করেছি ।
ধন্যবাদ
৬| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৭
জালিস মাহমুদ বলেছেন: আহা !
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:২৪
উদাস কিশোর বলেছেন: ইস ! :v
৭| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৫৪
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ অভি ভাই
৮| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:২৪
সাজিদ উল হক আবির বলেছেন: বেশ ভালো লাগলো ভাই। ছন্দ নিয়ে সচেতনভাবে খেলা করেছেন, এটা প্রশংসনীয়। আজকাল গদ্যছন্দে লেখার হার এত বেড়ে গেছে যে মাঝে মাঝেই মন হাঁসফাঁস করতে থাকে ছন্দবদ্ধ কিছু পংতিপাঠের জন্যে।
আপনার শব্দ চয়নের মুন্সিয়ানাও কবিতা নিয়ে আপনার ভালোবাসার গভীরতা প্রদরশন করে। যেমন- জলজ অগোচর, সহস্র কালিকার চুল, বিরহী দূরত্ব , ভালোবাসার গগনে সিঁদুর পড়ানো - শব্দগুচ্ছগুলো বেশ মৌলিক লাগলো।
প্রস্তাবনাটা সুন্দর।
তবে একই সাথে চারুলতাকে তুমি এবং তুই বলাটা কেমন যেন লাগলো। ছন্দের মিল বজায় রাখার জন্যেই ব্যাবহার করেছিলেন কি?
শুভকামনা রইল।
২৭ শে মে, ২০১৪ রাত ৮:২০
উদাস কিশোর বলেছেন: আপনার পাঠ পক্রিয়া চমত্কার । আপনার মত পাঠক খুব কমই পাওয়া যায় । একটা চমত্কার মন্তব্যে কবিতা সার্থক বলে মনে হচ্ছে
হ্যা
ছন্দের মিল বজায় রাখার জন্যেই চারুলতাকে কখনো তুই কখনো তুমি বলে সম্বোধন করেছি । যদিও বিষয়টি চোখে লাগার মত ।
অনেক ভাল থাকুন । শুভকামনা. . . .
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
অদ্ভুত সমীকরণ বলেছেন: চারুলতা. . . . .
ভালই লাগলো