নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

"বালিকা আর আমার কবিতা"

২৮ শে মে, ২০১৪ রাত ১২:২৬

জানিস !

সেবার আমার কবিতাটা লেখা হয়েই যেত

তোকে দেখতে দেখতেই সময় গড়িয়ে গেল

সেবারও সাদা কাগজ আর কলম হাতে ফিরে এলাম

সন্ধ্যার ঝাপসা আঁধারে নিশ্চুপ

জানিস !

সেদিন বিকেলেও কবিতা লিখবো বলে বসেছিলাম

দক্ষিনা বাতাসে তোর এলো চুলের মাতম

তোর অধরে চুল লেপ্টে যাওয়াও তুই নির্বাক

গোধূলীর এ দৃশ্য দেখে আমার কলম থেমে গিয়েছিলো

লেখা হয়ে উঠেনি হৃদয়ের কথা মালা

জানিস বালিকা !

এবার আমার কবিতা লেখা হয়েই যেত

জোসনা রাতে ছাদে একলা বালিকা

নিশ্চুপ বসে গায়ে মাখে জোসনার রঙ

মেঘ কালো চুলে জোসনার খেলা

উদাসী দৃষ্টি আকাশে সুখতারা পানে. . . .

অঝড়ে অশ্রু গড়ায় নরম গালে !

একি বালিকা !

তোর চোখে অশ্রু !

তোর অশ্রু দেখে থেমে গিয়েছিলো কলম

আর লিখতে পারিনি

হয়ে উঠেনি আমার কবিতা লেখা তোকে নিয়ে

জানিস !

এখনো আমি চিলেকোঠার জানালা দিয়ে তাকিয়ে থাকি তোর ছাদে

একটা সাদা কাগজ আর একটা বলপয়েন্ট নিয়ে

আর কবিতা লেখা হয় না আমার

বিকেল গড়িয় সন্ধ্যায় হয় তারপর নামে রাত্রি

আধ খাওয়া চাঁদ হারিয়ে হয় অমাবশ্যা !

তবুও আমার কবিতা লেখা হয়ে উঠে না

রাতের আঁধারে এখন আমি নেমে আসি ছাদে

তাকিয়ে থাকি নিকষ কালোয়

বালিকা জানিস ?

ঝুলে আছে সুখ তারা হয়ে আমার প্রথম প্রেম ,আমার কবিতা

তুই দৃষ্টির অগোচরে বলে.. . . . . . . ..

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:৪৪

খুলনার শের বলেছেন: খুব ভাল লাগলো। অসাধারণ লেখনী।

২৮ শে মে, ২০১৪ রাত ১২:৪৮

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ খুলনার শের !
ভাল থাকুন

২| ২৮ শে মে, ২০১৪ রাত ১:১২

খুলনার শের বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:০৭

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ভাল থাকুন :)

৩| ২৮ শে মে, ২০১৪ রাত ২:১০

দি ভয়েস বলেছেন: বেশ চমৎকার লেগেছে ।



শুভ কামনা রইল ।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:০৮

উদাস কিশোর বলেছেন: :)
ধন্যবাদ . . .
ভাল থাকুন সবসময়

৪| ২৮ শে মে, ২০১৪ সকাল ৭:২০

মশিকুর বলেছেন:
হায় হায় প্রেমে গ্যাঞ্জাম হইলে সবাই কবিতা লিখে! আপনারতো প্রেম কবিতা দুইটাই ঝুলে আছে :)

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১১

উদাস কিশোর বলেছেন: মশিকুর ভাই !
আমার কিন্তু প্রেম ঝুলে নাই :P
প্রেমের বয়স দেড় বছর হয়ে গেল ;)

তবে ভাই কবিতা ঝুলে আছে । লিখতে বসলে কথা ফুরিয়ে যায় :(

ভাল থাকুন ভাই । শুভকামনা :)

৫| ২৮ শে মে, ২০১৪ সকাল ৭:২৬

মিনুল বলেছেন: কবতাটা তো লেখাই হয়েছে :P ভালো লাগল।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩

উদাস কিশোর বলেছেন: গোটা ব্যাপারটা নিয়ে কবিতা লেখা হইছে , কিন্তু তারে নিয়া কিন্তু কবিতা লেখা হয় নাই :D

মন্তব্যে ধন্যবাদ :)

৬| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
ভাল থাকুন , শুভকামনা :)

৭| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:০৬

সত্যের পথে আরিফ বলেছেন: দারুন!!!

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১৫

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ আরিফ ভাই ।
ভাল থাকুন :)

৮| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৩২

মশিকুর বলেছেন:
ওহহো কবিতা বুঝতে ভুল করেছি। যাহোক একটা ঝগড়া বাধিয়ে ফেলুন, দেখবেন কবিতা কেমনে বেরোয়।

শেষপর্যন্ত কিন্তু প্রেম ঝুলেই থাকে। মানুষ কয়টা প্রেমের পূর্ণতা দিতে পারে?

২৮ শে মে, ২০১৪ দুপুর ২:০৭

উদাস কিশোর বলেছেন: আপনার বোঝায় একটুও ভুল নেই । আপনি যা বুঝেছেন সেরকম ভেবেই আমার কবিতা লেখা । :)
আর আমার মনে হয় প্রেম ঝুলে থাকে না ,ঝুলে থাকে পূর্ণতা :P
আমরা প্রেম ঠিকই চালিয়ে যাচ্ছি পূর্ণতার আশায় ।
কিন্তু পূর্ণতা পাচ্ছি না , তারমানে ঐ পূর্ণতাটাই ঝুলে থাকলো কি-না !

@
আর ঝগড়ার কথা বলছেন ?
ওটা একদিন পর পর না করলে কারো পেটের ভাত হজম হয় না :P

৯| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:৫৩

ইমিনা বলেছেন: "বালিকা" শব্দটি আমার খুব প্রিয়। তাই কোথাও বালিকা লেখা দেখলেই মুহূর্তের জন্য থমকে যাই ...
কবিতা খুব পছন্দ হয়েছে :)

২৯ শে মে, ২০১৪ রাত ১:৪৩

উদাস কিশোর বলেছেন: আমার আবার শুধু বালিকা নয় । "মেঘ বালিকা" শব্দটি আমার খুব প্রিয় । সবারই বোধহয় এরকম কিছু শব্দ থাকে . . . . .
মন্তব্যে ধন্যবাদ আপু !
শুভকামনা , অনেক ভাল থাকুন :)

১০| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লাগল +

২৯ শে মে, ২০১৪ রাত ১:৫০

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ জানবেন পরিবেশ বন্ধু :)
ভাল থাকুন সবসময়

১১| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!!
৩য় ভালোলাগা।

২৯ শে মে, ২০১৪ রাত ১:৫৩

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ জানবেন শোভন ভাই :)
ভাল থাকুন সবসময় । শুভকামনা. . . .

১২| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লেগেছে ।

২৯ শে মে, ২০১৪ রাত ১:৫৬

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ অভি ভাইয়া ।
নিরন্তর শুভকামন :) ,সবসময় ভাল থাকুধ

১৩| ২৯ শে মে, ২০১৪ রাত ১:১৯

সাজিদ উল হক আবির বলেছেন: এবার আর আলাদা করে কিছু উল্লেখ করতে পারলাম না প্রিয় কবি, সব মিলিয়ে অখণ্ড ভাবেই কবিতাটি সুন্দর হয়েছে।
++

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:২০

উদাস কিশোর বলেছেন: আপনার মন্তব্য পেতে বরাবরই ভাল লাগে প্রিয় আবির ভাই ।
এট অনেক দিন আগে লেখা । ডাইরির পাতায় চাপা পরে ছিলো ।
আর আজকাল কিছু লিখতে বসলেই কথা ফুরিয়ে যায় । কবিতা আধখানা হয়েই পরে থাকে ।

মন্তব্য ধন্যবাদ :)
নিরন্তর শুভকামনা ,ভাল থাকুন ।

১৪| ২৯ শে মে, ২০১৪ রাত ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:২৩

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
ভাল থাকুন সবসময়

১৫| ২৯ শে মে, ২০১৪ রাত ২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: মিষ্টি হয়েছে।

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৩

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ প্রোফেসর সাহেব ।
শুভ কামনা :)

১৬| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৬

পৌষ বলেছেন: অসাম!!!!!!

২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১৩

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময় :)

১৭| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৯

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা পড়লাম।

২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১৪

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির :)

১৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৩

মামুন রশিদ বলেছেন: ঝুলে আছে সুখ তারা হয়ে আমার প্রথম প্রেম ,আমার কবিতা
তুই দৃষ্টির অগোচরে বলে..


বিষাদ সুন্দর ।

৩১ শে মে, ২০১৪ রাত ৮:৩৯

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই ।
আশা করি মঙ্গলেই আছেন ।
শুভকামনা. . . :)

৩১ শে মে, ২০১৪ রাত ৮:৪০

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই ।
আশা করি মঙ্গলেই আছেন ।
শুভকামনা. . . :)

৩১ শে মে, ২০১৪ রাত ৮:৪০

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই ।
আশা করি মঙ্গলেই আছেন ।
শুভকামনা. . . :)

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

আলম দীপ্র বলেছেন: বাহ !
দারুন লেখা হয়েছে ।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভ্রাতা . . . . . :)
ভাল থাকুন সবসময় :)

১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভ্রাতা . . . . . :)
ভাল থাকুন সবসময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.