![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
কি উপমায় বাধিব তোমারে, ডাকিব কী সম্ভাষণে,
আকুলতার এক নাম যে তুমি, মুগ্ধ তোমার নয়নে,
কি আর কহিব তোমায়, প্রেয়সী, প্রেরণা, প্রিয়া,
বুঝিনি কি মোহ তোমাতে, কি এমন মায়া,
তুমি তো আমার ধ্যান নও, তুমি যে আমার প্রার্থনা,
হতাশার মাঝেও এক চিলতে রোদ, অজানা কোনো সান্তনা,
সপ্তর্ষির মায়াবতি নয়, নও ভেনাসের আবেদন,
ক্লিয়পেত্রার উপমাও হয়তো, তোমাতে অরণ্যে রোদন,
তবুও তুমি আকর্শনিয়া, নিষ্পাপ এক প্রতিমা,
শুভ্র দেবীর পবিত্রতা আর হয়তো লাগানো কালিমা,
কালীন কোনো আগুন্তক, অথবা কোনো এক অজানা মানবী,
অর্থহীন সব যেন থেমে যায় আমার, দেখি তোমায় যদি,
হারায়ে যাই আপনাতে আমি, তোমার অগ্রাহ্য চলায়,
কেন জানিনে তবু জানি, তোমাকে যে শুধু তুমিতে মানায়,
কপট রাগ-মৃদু বাস্তবিক, হয়তো একটু আলাদা মগ্নতা,
অনেক টা বেশী অভিমান, আর তোমার ঐ একাকী নীরবতা,
আড়ালের আলোড়নে যে শক্তি, যে মায়ার এক টান,
সেই টান ছারেনি আমায়, ফেরাইনি ঐ আহ্বান,
তাইতো আজ যখন উপমায় জড়াতে, কবি হতে হয়,
সেই স্থানে এটা নির্মম সত্য, তুমি আমার নয়,
হয়তো কোনো রাজপুত্রের রাজকন্যা, হয়তো বর্ষা তুমি,
উপমা টা যে অনেক ছোট, তার চেয়েও তুমি দামি ।
.
.
.
.
.
২৩-০৯-২০১২
০৩ রা জুন, ২০১৪ রাত ১:০৬
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন ।
শুভকামনা
২| ০৩ রা জুন, ২০১৪ রাত ১:১১
অদ্ভুত সমীকরণ বলেছেন: ভাল লাগা রইলো . . . . +
০৩ রা জুন, ২০১৪ রাত ১:১৬
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ !
ভাল থাকা হোক. . . . . .
৩| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতায় +++
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:২৮
উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
৪| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর প্রেমের কবিতা !
ভালোলাগা থাকলো !
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:২৯
উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
শুভকামনা
৫| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৪৪
মামুন রশিদ বলেছেন: উপমা নিয়ে সুমনের গানটার কথা মনে পড়লো । সুন্দর লিখেছেন ।
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৩৩
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
অনেক ভাল থাকুন
৬| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২১
সাজিদ উল হক আবির বলেছেন: বেশ সুন্দর লাগলো কবিতাটি প্রিয় কবি। অনেক যত্ন করে লিখেছেন বলেই হয়তো ছুঁয়ে গেল ।
ভালো থাকবেন।
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৩৫
উদাস কিশোর বলেছেন: আবির ভাই !
আপনার মন্তব্য পেতে বেশ ভালই লাগে । ধন্যবাদ
শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ রাত ১:০০
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর