নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

একটা গান লিখলাম ,সুর করলাম , গেয়েও ফেল্লাম স্কুল রিইউনিয়ন প্রোগ্রাম ;) ;) ;)

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

ঝাপসা আলোয় , বসে সবার অন্তরালে

নেশায় বুদ হয়ে তোমাকে. . .

রঙিন স্বপ্নগুলো আঁকা হৃদয়ের গভীরে

থাকুক বাস্তবতার ছায়াতে

আমি স্বপ্ন , তুমি ধংস

সাত সীট ছেড়া গল্প গুলো . .

তাই সবার চোখে রঙিন চারিদিক

আর আমার সাদা-কালো

আমি নিঃস্ব তুমি বিশ্ব

তুমি একাই এক আকাশ নীল

মহাশূন্যের বেড়া জালে বন্ধি আমি

তুমি মুক্ত স্নিগ্ধ গাঙচিল ।

হতাশা মাখা , ভবিষ্যত কাঁদছে দেখো

ফেলে আসা অতীতের অণূরননে

নেশায় বুদ হয়ে গেছে ক্ষান্ত এ মগজটা তবু

তোমারই নাম লেখে নিউরনে

আমি কুয়াশা তুমি দিনের আলো

মাছে দিয়েছ আমাকে

ভালবাসা আমার দিগন্তে বিলিন

তবু ভালবাসি তোমাকে ।

তুমি আলো , তাই অন্ধকার

হয়ে আছি তোমাকে ঘিরে

জানি দিনের ঐ সূর্যটা হারিয়ে গেলে

ফিরে আসবে আমার দিকে ।

অদ্ভুত কোন বিকেলে .হয়তোবা অচেতনে

পরে যাবে আমাকে মনে

তখন জানবে তুমি ভালবাসরই মানে

বুঝবে কি ভুল করেছো জীবনে

তুমি সুখ আমি দুঃখ-

হয়ে আছি তোমাকে ঘিরে

বুকে বিধে থেকে আমি ভোগাবো তোমায়

সেই কষ্টের আদরে. . .

আমি রিক্ত তুমি পূর্ণ

আজ তোমাকে হারিয়ে

শেষ বিকেলের শেষে নেব

আমার ভালবাসা ফিরিয়ে . . . . .

.

.

ডাউনলোড করুন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ! লিরিক্স টা বেশ কিন্তু ....

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪২

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

মামুন রশিদ বলেছেন: দারুণ ব্যাপার ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৩

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ :) :) :) :) :) :) :) :) :) :)

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

Jokiad বলেছেন: ভাই আপনার দারুন গানের লিঙ্ক টা কাজ করছে না :(

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০২

উদাস কিশোর বলেছেন: অনেক আগেই গানটা ডিলিট করে দিয়েছি । লিঙ্ক কাজ না করবাই কথা ।
আশা কর খুব তারাতারি গান আপনাদের কাছে উ্পস্থাপন করবো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.