![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
কোন কোন বিকেল খুব সুন্দর হয় । সূর্যের হলদে আলো পিছলে পড়ে সবুজ পাতা থেকে । আমরা মুঠোয় সে আলো পুরে কলহাস্যে মাতি ।
কোন কোন বিকেলে পুকুর ঘাটের পাকা বেঞ্চিতে জড়োসড়ো আমরা বসে থাকি । আমরা খুব আনমনা । কেবল ভেজা কাপড় শুকানোর বাধা বাঁশটায় একটা মাছরাঙ্গা তীক্ষ্ন মনোযোগে বসে থাকে । পুকুরের জল স্থির । চারিদিকে এত নিরবতা, তবু আমাদের মনে কত কোলাহল !
কোন কোন বিকেলে চা'টা অমৃতের মত লাগে । হাতে মগ, উঠোন পেরিয়ে ঢালু রাস্তা মিলেছে পুকুর ঘাটে । দীর্ঘ সিঁড়ি কেমন আয়েশী হেঁটে ডুবে গেছে ঠান্ডা জলে । আমরাও ডুবে থাকি অজানা মোহে । চা'টা পুকুরের জল হয়ে যায়, আমরা মগভর্তি ঠান্ডা জল টেনে নি । ভেতরে তখন চৈত্রের খরা !
কোন কোন বিকেলে কুয়াশার ভিতর আমরা মিলিয়ে যাই । ভেজা ঠোঁট প্রতীক্ষাকে দীর্ঘায়িত করে । দু'চোখ বুজে আসে অন্ধ আবেশে । জিবে নোনা স্বাদ লেগে থাকে সারা গোধুলী !
কোন কোন বিকেল যেন এক একটা জীবন !
১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ গ্রানমা. . . . .
ভাল থাকুন সব সময়
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: সেই কণে আলোয় মুগ্ধ বিকেলগুলো বারবার ফিরে আসুক জীবনে ।
ভালোলাগা++
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯
উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই ।
আনন্দময় বিকেল গুলে বারবার ফিরে আসুক সবার জীবনে ।
ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কোন কোন বিকেল যেন এক একটা জীবন !
আবার কোন কোন জীবন স্নিগ্ধ বিকেলের মতো মৌন !
ভালোলাগা রইল ।