![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো । নতশিরে দাঁড়িয়ে আছি আমি ।
আমার চারপাশ ঘিরে আছে দীর্ঘ ভ্রমণের সাথীরা। তাদের কেউ কেউ আমার জন্য ব্যথিত । কেউ কেউ আমার দুর্দশা দেখে মজা পাচ্ছে ।
এই নিয়ে আমি কখনো কষ্ট পায় না। আমি জানি, আমার জগতে সবাই আমাকে ভালবাসেনা । আমি জানি, আমার দুঃখ কারো কারো কাছে আনন্দের উপলক্ষ ।
আমাকে অভিযুক্ত করা হচ্ছে । অভিযোগ স্বীকার করছি । আমার মুখ মাটির দিকে আনত ।
আমি অপমানিত নই, আমি লজ্জিত । তারপর আমাকে স্বার্থপর বলা হল !
আমি ক্রুদ্ধ নই । কেবল অভিমান দানা বাঁধতে থাকে বুকে ?
আমি ফিরে তাকালাম ।
আমার অতীতে ।
আমি কতটুকু স্বার্থপর ?
যতটুকু নিজের কথা ভাবলে স্বার্থপর বলা চলে, আমিতো ততটুকুও কখনো ভাবিনি । অভিমানে গলা ধরে আসে । আমি কাঁদছি ।
আমি কাঁদছি, কেননা আমি আমার জগৎটাকে ভালবাসি ।
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ :-)
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভালো লেগেছে!
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন বড় ভাই
ভাল থাকুন
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগল।
ধন্যবাদ।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ
ভাল থাকুন
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯
মহাকাল333 বলেছেন: ভাল লাগলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন মহাকাল
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
নিলু বলেছেন: বেশ তো