নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্ত বেঁচে আছি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

এই তো খুব ভাল আছি
কোন পিছুটান নেই
কোন সুখ নেই
নেই কোন দুঃখও
নির্লিপ্ত বেঁচে আছি
তোমাকে ছাড়া ভাল আছি
রাত নেই , দিন নেই জেগে আছি
হাসছি ,গাইছি ভুলে যাচ্ছি
ভুলে ভরা গল্প ছায়াকে শোনাচ্ছি
আঁধার চুষে আমি বেঁচে আছি
সময়ের স্রোতেই ভেসে যাচ্ছি
তোমাকে ছাড়া ভাল আছি
ডাইরিতে তোমাকে খুজছি
খানিক পরেই চোখ মুচ্ছি
প্রতি রাতে একাই খুন হচ্ছি
ভাঙা গিটারে সুর তুলছি
নতুন করে তোমায় ভুলছি
এই তো তোমায় ছাড়া খুব ভাল আছি

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

নব ভাস্কর বলেছেন: ভাল থাকার কোন বিকল্প নাই। ভাল থাকুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

উদাস কিশোর বলেছেন: বেঁচে আছি এটাই তো অনেক ! :) :P

ভাল থাকুন সবসময় :)
কৃতজ্ঞ এবং ধন্যবাদ

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৮

স্পাইক্র্যাফট বলেছেন: এটা গদ্য, পদ্য, ছড়া, কবিটা, গান নাকি সিনেমার স্ক্রিপ্ট??

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

উদাস কিশোর বলেছেন: এটা যা কিছুই হোক ! এটা নিশ্চিত যে , এটা কবিটা নয় ।
কবিতা হতে পারে বৈকি ।
অগোছালো কিছু কথাও বলতে পারেন ।

ভাল থাকুন :)
কৃতজ্ঞতা জানবেন

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫১

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ কবি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.