![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
সকালটা অন্য রকম হতে পারতো।
ঝুলে থাকা কুয়াশা রাতের স্বৈরাচারী শাসন শেষে
সকালটা মিষ্টি রোদের হাতে ছেড়ে দিতে পারতো।
সে রোদে আমরা অবগাহনে মেতে উঠতাম!
এই সকালটা মধুর হতো,
যদি ইনবক্সে জমা হত তোমার শুভবার্তা।
ফিরতি ক্ষুদে বার্তায় যদি রাতের দীর্ঘ নিরবতা ভেঙে বলতে পারতাম,
কি অদ্ভুত আবেশে ডুবে ছিলাম সারা রাত।
তুমি ছিলে আমার স্বপ্নে।
যেন মহাকাল আমরা পাশিপাশি।
তারপর হঠাৎ তুমি হারিয়ে গেলে।
আচ্ছা! কোথায় হারালে তুমি?
কত খুঁজেছি।
সবুজ চত্বরে, পেছানো সিঁড়িতে,
সারি সারি বসে থাকা তাদের ভিড়ে কোথাও নেই তুমি।
কোথায় লুকিয়ে ছিলে তুমি?
বিশ্বাস করো প্রিয়তমা, এই সকাল এতটা বিষন্ন হতো না যদি বলতে,
- " অবোধ যুবক, এইতো আমি"!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ....ধন্যবাদ....
ভাল মন্দে কেটে যাচ্ছে দিন
অফলাইনে মাঝে মাঝে আসা হয়......।
এখন থেকে হয়তো অনলাইনেই নিয়মিত হবো .....।
ভাল থাকুন , সুস্থ থাকুন
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
সুমন কর বলেছেন: এমন একটি সকাল, খুব দ্রুত আপনার হয়ে ফিরে আসুক।
ভালো লাগল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ সুমন দা.......
এরকম সকাল সবার জীবনেই আসুক
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৬
বাংলার ফেসবুক বলেছেন: সবুজ চত্বরে, পেছানো সিঁড়িতে,
সারি সারি বসে থাকা তাদের ভিড়ে কোথাও নেই তুমি।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
উদাস কিশোর বলেছেন: কোথাও নেই......
মন্তব্যে ধন্যবাদ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
উদাস কিশোরের কিশোরীও নিশ্চয়ই ছিলো উদাসিনী। তাই হয়তো সে বোঝেইনি।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২
উদাস কিশোর বলেছেন: কোনদিনই উদাসিন ছিলেন না , বরাবরই দূরন্ত ছিলেন । তাই হয়তো মতের মিল হয়নি কোনদিন ।
মন্তব্যে ধন্যবাদ ।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: বদলে যেতে চাই নি তো!
+++++
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
উদাস কিশোর বলেছেন: কখনো কখনো বদলাতে না চাইলেও বদলে যেতে হয় ।
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময়
৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
মিজানুর রহমান মিরান বলেছেন: বিশ্বাস করো প্রিয়তমা, এই সকাল এতটা
বিষন্ন হতো না যদি বলতে,
- " অবোধ যুবক, এইতো আমি"!
বলবে বলবে... অপেক্ষা করুন!
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
উদাস কিশোর বলেছেন: আপনার কথায় অপেক্ষা করতে শুরু করলাম কিন্তু
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় ।
৭| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২
উদাস কিশোর বলেছেন: ব্লগে স্বাগতম ।
মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় ।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: শেষের চমকটা চমৎকার হয়েছে। সালাহউদ্দীন আহমদ এর মন্তব্যটা ভালো লেগেছে।
কবিতায় দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম। + +
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দারুণ হয়েছে। প্রথম ভালোলাগার সাথে +++

কেমন আছেন উদাস কিশোর? অনেকদিন পর....