নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
ঢাকা শহর যে খুব একটা ভাল লাগে তা নয়, তবে এই ঢাকা শহরের বিশেষ কারনে যে কয়েকটা জায়গা বেশী ভাল লাগে তার মধ্য একটা হচ্ছে মতিঝিল বাণিজ্যিক এলাকা (পুরা মতিঝিল অনেক বড় এলাকা, আমি ছোট বেলায় এই মতিঝিলেই অনেক সময় কাটিয়েছি)। অফিস আদালত মানে টূ-পাইস কামাবার জন্য সরকার এই জায়গা বানিয়েছিলেন। সরকারী বেসরকারী নানান ব্যবসাহিক প্রতিষ্ঠান এখানে আছে। দুই টাকা নিয়ে কারবার শুরু করে এখন দুই হাজার কোটি টাকার কত লোক এই মতিঝিলে আছে! চুরি, ঘুষ খেয়ে এখানে কত লোক বিরাট শিল্পপতি হয়েছেন! মতিঝিল সেই হিসাব রাখে নাই, সবাইকে সন্তানের মত করে ভালবেসে আগলে রেখেছে! ভাল মানুষ খুব একটা মতিঝিলে পাবেন বলে মনে হয় না! আমাদের ছোট বেলায় দেখা এবং এখনকার মতিঝিলে পার্থক্য একটাই, আগে রাস্তাঘাট অনেক পরিস্কার পরিছন্ন ছিল, এখন আর তা নেই!
যাই হোক, মতিঝিল নিয়ে বেশী বললে আপনারা আবার মাইন্ড করতে পারেন, আমার চেয়ে মতিঝিল আপনারা বেশী চিনেন! আমি আজ শুধু আপনাদের মতিঝিলের ফুটপাতের ফলফলাদির সাথে পরিচয় করিয়ে দেব, ঠিক এই সময়ে (এখন ফলের মৌসুম আসছে) মতিঝিলের ফুটপাতে কি কি ফলফলাদি পাওয়া যাচ্ছে। ছবি বেশী থাকায় (বেশী ফলাদি) তিন পর্বে ভাগ করা হল। আজ প্রথম পর্ব।
আম দিয়ে শুরু করি। দুই ধরনের আম এখন পাওয়া যাচ্ছে। কাঁচা এবং পাকা।
কাঁচা আমের কদর খুব বেশী। এই গরমে কাঁচা আম দিয়ে শরবত! আহ।
এখুনি পাকা আম দেখে অনেকে ভড়কে যেতে পারেন। না, ভয়ের কিছু নেই! ইন্ডিয়া থেকে আমদানী করা পাকা আম! চাইলে বাসায় নিয়ে দুধ, ভাত নিয়ে আমদুধভাত খেতে পারেন।
চলুন পিউর কিছু দেশী ফল দেখে ফেলি।-
আমাদের দেশী ফল, আতা। আতা ফল কে কে খেয়েছেন এবং জীবনে কয়বার! আতা গাছে তোতা পাখি!
পেয়ারা, বাংলার আপেল!
পেঁপে। পাখি পাকা পেঁপে খায়। বলুন দেখি কয়বার পারেন!
তরমুজ, গরমে আরাম! (দেশের এই বড় বড় তরমুজ দেখে প্রান জুড়ে যায়!)
বেশী তরমুজ, সাইজ ছোট কিন্তু খেতে মজা।
শুকনা বরই, কুল! এখনো কাঁচা বরই দেখার কথা কিন্তু আমি খুঁজে পাই নাই! মনে হয় মার্কেট আউট!
নরসিংদীর সাগর কলা, সবরি কলা।
অবশ্য যে ফল প্রায় সারা বছর ফুটপাতের চা দোকানে দেখা যায়, তা হচ্ছে কলা। মতিঝিলে কলা এবং পাউরুটি ফুটপাতের চা দোকান গুলোর নিত্য সামগ্রী!
(সামনে আরো অনেক ফলাদি ও কথা আছে, আশা করি সাথে থাকবেন। ছবি গুলো মোবাইলে তোলা বলে ভাল কোয়ালিটির নয়, ক্ষমা সুন্দর দৃষ্টি কাম্য।)
মতিঝিল ফুটপাত, এই সময়ের ফলফলাদি (পর্ব ২)
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০
অকপট পোলা বলেছেন: আহ! দেশী ফল খুব মিস করি। পোস্টে +
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ পোলা ভাই, হ্যাঁ বিদেশী ফলও আসছে। শুভেচ্ছা।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
সাদা রং- বলেছেন: সন্ধায় যে কাঁচা বাজার বসে একদম ফ্রেস। আমার বাসা কাছাকাছি হয়ে প্রায় বাজার করতাম এখান থেকে।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সাদা রং ভাই, হ্যাঁ, মতিঝিলের অনেক জায়গা জুড়ে এখন বাজার। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং বিসিআইসির পাশ্বে মোটামুটি বিশাল কাঁচা বাজার জমে উঠে। আমিও মাছ এবং নানান দ্রব্য কিনেছি। শুভেচ্ছা।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লাগলো।মতিঝিলে টসটসে তাজা ফল পাওয়া যায়।আর সবকিছুই কিন্তু বদলায় আমি আপনি সবাই।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, হ্যাঁ আমরা সবাই বদলাই তবে বদলিয়ে ভাল হতে হয়। কিন্তু আমাদের সব কিছু বদলিয়ে খারাপের দিকেই চলে যাচ্ছে।
শুভেচ্ছা।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
শিপু ভাই বলেছেন:
+++++++++++++
আমার পছন্দ কাঠাল!!!
কাঠাল এখনো বাজারে আসে নাই???
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ শিপু ভাই। আপনার জন্য ২য় পর্বে কাঠালের ছবি আছে। কাঠাল আমাদের জাতীয় ফল, আপনি জাতীয় ফল পছন্দ করে হৃদয়ে আঁচর কেটেছেন।
আমাদের নেক্সট জেনারেশন কাঠালের কথা শুনলে পালিয়ে যায়!
শুভেচ্ছা।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: শিপু ভাই, এখানে আপনার কাঠালের ছবি দেখুন।
মতিঝিল ফুটপাত, এই সময়ের ফলফলাদি (পর্ব ২)
Click This Link
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
কসমিক- ট্রাভেলার বলেছেন:
দরদামসহ দিলে আরো ভালো হতো
ভালো লাগলো
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ কসমিক ব্রাদার। আপনি আমার সব গুলো ছবি দেখেছেন বলে খুশি হয়েছি।
শুভেচ্ছা।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: মতিঝিল ফুটপাত, এই সময়ের ফলফলাদি (পর্ব ৩, শেষ)
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
শুভ কামনা।