নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের গ্রামের কিছু রাস্তা/বাড়ী দেখুন।

২৪ শে জুন, ২০১৩ রাত ২:১০

আমাদের গ্রামের রাস্তা গুলো মোটামুটি ভাল, নাই মামার চেয়ে কানা মামা। আজকাল কিছু রাস্তা সলিং করে দেয়ার চেষ্টা চলছে তবে বেশীর ভাগই এখনো কাঁচা। তবে ব্যক্তি উদ্দোগে কিছু রাস্তা নিজেরাই বেশ ভাল করে ফেলেছে। আমাদের এলাকায় ধনী লোকের অভাব নাই। প্রায় প্রতিটা বাড়ীতেই প্রবাসী আছে এবং এই সকল প্রবাসীরা অনেক দিন থেকেই প্রবাসী বলে মালামাল ভাল কামিয়েছে। কথা বললে অনেক বলতে হবে, তাই কম বলি। ধনী হয়েই ধানের জমিতে বাড়ী করে ফেলা আমাদের এলাকার এই অশিক্ষিত(!) ধনীদের একটা কর্ম। এখন গ্রামে তেমন ধানী জমি নেই! একদিন আমাদের গ্রাম আর গ্রাম থাকবে না, শহর হয়ে যাবে! চলুন গ্রামের রাস্তা/বাড়ী দেখি।





রাস্তা ১- এটা আমাদের গ্রামের প্রধান রাস্তা। এটি খানিক পাকা!





রাস্তা ২- সোনামনি হেঁটে কোথায় যাচ্ছে?





রাস্তা ৩- রাস্তার ধারের গাছ পালা দেখার মত। আমাদের গ্রামে প্রচুর গাছগাছালি।





রাস্তা ৪- গ্রামের বুক চিরে বড় রাস্তা। কত মন্ত্রী মিনিষ্টার এই রাস্তা দিয়ে গেল এল!





রাস্তা ৫- উত্তরের রাস্তা গুলোর এখনো উন্নতি নেই। হচ্ছে, গাছ পালা লাগাচ্ছে!





রাস্তা ৬- অনেক বাড়ীতে এখনো গাড়ী প্রবেশ করতে পারে না। অথচ ওই সকল বাড়ীর কারো না কারো গাড়ী আছে।





এটি আমাদের পাশের গ্রামের রাস্তা! রাস্তা দেখে মনে হয় ওরা আমাদের গ্রাম থেকে ধনী গ্রাম!





বহু বছর আগে তিনি গ্রাম ছেড়ে জাপান গিয়েছিলেন, ফিরে এসে এখন বাড়ী বানাচ্ছেন। আমাদের গ্রামে বেশ কয়েকটা হিন্দু পরিবার/বাড়ী আছে, উপরওয়ালার ইচ্ছায় উনার সবাই এখন বেশ প্রতিষ্ঠিত এবং সবাই পাকা বাড়ীতে বসবাস করেন।





পাশের গ্রামের বাড়ী! দেখে মাথা ঘুরে যায়! দুই ভাই দুই বাড়ী বানিয়েছেন বলতে গেলে ধানের ক্ষেতেই!



আমি গ্রাম ভালবাসি, একদিন গ্রামেই চলে যাব! তোমাদের ঢাকা শহরে আমি থাকবো না!

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:২৬

মুকুল সালাহউদ্দীন বলেছেন: ছবি গুলো অসাধারণ হয়েছে, গ্রামের মাঝে বহুতল ভবন, সুন্দর লাগেতেছে,

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার। আসলে গ্রামের অনেকেই এখন প্রবাসে থেকে অনেক টাকা কামিয়েছেন। এবং তারা শহরে কিছু না করে গ্রামেই অনেক কিছু করছেন। শুভেচ্ছা।

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষ ছবি দেখে কিছুটা টাসকিত হইলাম

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ কবি ভাই।
আপনিও প্রবাসে থাকেন কিন্তু কি করেছেন। আমাদের গ্রামের অনেক লোক মধ্যপ্রাচ্য, মেরিকা এবং সাউথ আফ্রিকা থাকে তারা অনেকেই অনেক অনেক টাকার মালিক। প্রবাসে বসে শুধু টাকা কামায়।

শুভেচ্ছা।

৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: ভালো প্ল্যান। উদরাজি ভাই কি চতুর পুরাই ছাইড়া দিসেন?

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
চতুরে এখন আর তেমন যাই না। নিজের রেসিপি ব্লগে সময় দিয়ে আর সময় কোথায়। সামুতে বাকী জীবন কাটাবো ভাবছি! হা হা হা। আরো নানান ব্লগে লিখেই যাচ্ছি।
মাঝে মাঝে রেসিপি ব্লগে দেখে যেতে পারেন।
http://udrajirannaghor.wordpress.com/
বিবাহের পর আপনার লেখার ধার কমে গেছে! হা হা হা। সমুদ্র আপাকে ব্লগে দেখা যায় না!
মনে রাখার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:১৮

বাংলার হাসান বলেছেন: ছবি গুলো অসাধারণ

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৫| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:০৩

নুর মোহাম বলেছেন: ভাই গ্রামের কথা মনে পড়ে গেল।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: আহ, গ্রাম! গ্রামের কথা মনে পড়লে মনে হয় এখনি চলে যাই।
শুভেচ্ছা।

৬| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৫১

চোরাবালি- বলেছেন: কিন্তু গ্রামের নামখান কি?

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ চোরাবালি ভাই।
গ্রামের নাম বলতে চাই না! আগে আমাদের গ্রামে অনেক চুরি ডাকাতি হত, এখন আর তা হয় না। লোকে নাম জানলে আবার চুরি ডাকাতি বেড়ে যেতে পারে! হা হা হা.।।।

আমাদের গ্রামের জন্য দোয়া করুন।

শুভেচ্ছা।

৭| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:১৪

আমি কবি নই বলেছেন: এই গ্রামটা মনে হচ্ছে নোয়াখালী অঞলের কোনো একটা গ্রাম। খুবই সুন্দর।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
কবি হতে টাকা পয়সা লাগে না, আপনারে কে বাঁধা দিচ্ছে! কবি হলে দুনিয়া আরো সুন্দর চোখে দেখা যায়!

শুভেচ্ছা।

৮| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই। এত গুলো প্লাস দিয়ে আপনি আপনার বড় মনের পরিচয় দিলেন। শুভেচ্ছা।

৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০

রেজোওয়ানা বলেছেন: ছবি গুলো সুন্দর!

১০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৬

~মাইনাচ~ বলেছেন: সুন্দর ছবিগুলো

১১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

মামুন রশিদ বলেছেন: আপনাদের গ্রাম অনেক সুন্দর । এখনো অনেক গাছপালা আছে । ধানী জমিতে পাল্লা দিয়ে ইমারত উঠতে থাকলে ভবিষ্যতে আমরা খাব কি ? একই ছবি সারা দেশেরও ।

১২| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার ছবি তোলার হাত চমৎকার!

১৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৫২

নিঝুম আখতার বলেছেন: প্রামে প্রচুর খোলামেলা জায়গা আর আলো বাতাস আছে বলে সবাই গ্রামেই বড় বড় বাড়ী বানাচ্ছে। তাছাড়া গ্রামে বাড়ী বানাতে শহরের মতো চাদা দিতে হয় না। অনেকে গ্রামকে ভাল বেসে বাড়ী বানায় আবার অনেকে বাধ্য হয়ে বানায়।

আপনার বাড়ী কোন জেলার কোন থানায় বলবেন কি ? আমার যেতে ইচ্ছে করছে। দেশে আসলে যাবার ইচ্ছা আছে। যদি সাথে আপনি যান। আপনি তো ঢাকায় থাকেন সময় পাবেন কি ?

১৪| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯

জ্যোস্নার ফুল বলেছেন: গ্রামে যাইয়া ধিমছে এক বাড়ি বানাবো, সবাই তাকায় থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.