নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
ভোটের দিন এসে গেছে। আমাদের কারেন্ট এম্পি সাহাবউদ্দিন, নিজ এলাকায় গনসংযোগ করতে গেছেন, যা তিনি এখন নিয়মিত করছেন। গত সাড়ে সাড়ে চার বছরে হাতে গোনা কয়েকবার গেলেও এখন তিনি নিয়মিত যাচ্ছেন! এলাকার লোকজনের জন্য জানপ্রান, হেঁটে বেড়াচ্ছেন বিলে ঝিলে হাটে মাঠে নৌকায়! যাকে সামনে পাছেন কোলাকুলি করছেন, বিশেষ করে কঙ্কালসার মানুষ পেলে কোলাকুলি করে এপিএস ইমরানকে দিয়ে ডিজিটাল এন্ড্রয়েড ক্যামেরায় সেই ছবি তুলেই নিচ্ছেন এবং সেই সব ছবি আবার ফেইসবুকে গুলশানের বিরাট বাড়ি থেকে আপলোড করাচ্ছেন, মেয়ের গৃহ শিক্ষককে দিয়ে।
প্রায় প্রতিদিন খবর নেন, কমেন্ট কি পড়ছে! গৃহ শিক্ষক জাবেদ চালাক টেকনিক্যাল ছেলে, বাকাত্যারা কমেন্ট গুলো কয়েকদিন পর পর ডিলিট করে, তেলে চকচকে খাঁটি ঘি মাখা কমেন্ট গুলো রেখে কয়েকদিন পর পর স্যার’কে দেখান কিংবা প্রিন্ট জমা দেন হাসি মুখে।
আজ সারা দিন প্রাডো গাড়ি নিয়ে এলাকায় অনেক ঘুরেছেন, জুম্মার নামাজ পড়ছেন পশ্চিম পাড়ার সাফরা মসজিদে। মসজিদের খুতবার আগে ইমাম সাহেব, স্যার’কে কিছু বলার জন্য মাইক দেন। মাইক পেয়ে উপস্থিত মুসল্লিদের সালাম জানিয়ে প্রায় ঘন্টা খানেক কথা বললেন। মসজিদের জন্য অনুদান ঘোষনা করলেন, হাত তালি দিতে গিয়েও সবাই চুপ হয়ে গেলো। ফাঁকে ‘স্যার’ ভোট ভিক্ষাও চেয়ে ফেললেন! হাত তুলে প্রতিজ্ঞাটা করিয়ে নিলে ভাল হত! আগামীবারে নির্বাচিত হলে এই মসজিদ তিনি তিনতলা এসি করে দেবেন!
এভাবে আজকাল প্রতিদিন চলছে! সময় কম তিনি বুঝে গেছেন! আগামী কালও এভাবে চালাবেন। নির্বাচনের প্রদপার্থীর নাম না ঘোষনা করা পর্যন্ত এই কষ্ট তিনি করে যাবেন বলেই ভাবছেন। মনে মনে ভাবেন, কখনো হাওরের পানির দিকে তাকিয়ে হাসেন, দূরে ওই তালগাছটা দেখে কত কি মনে হয়, এবার নির্বাচিত হলেই হল! কানাডার ভেঙ্কুভারে যে জায়গাটা নিয়েছেন, সেটায় একটা বিরাট বিল্ডিং তুলবেন। আরো কত কি ইচ্ছা! এক জন্মে মানুষ এত কম কি করে করে? সোনার থালে খাবার না খেতে পারলে ইচ্ছা কি পুরন হবে!
ভাবতে ভাবতেই প্রাডো এসে থামে, জলিল শেখের বাড়ির কাছাকাছি। অভাবী জলিল শেখ ভাবে, এম্পি আসছেন বাড়ির দরজায়। এটাই চান্স! এই চান্সে এম্পি থেকে কিছু বাগিয়ে নিতে হবে। গরীব জলিল শেখ মাঠে বসে ঘাস চিবুতে থাকে।
; কি রে জলিল, কি করিস?
- ঘাস খাই। ক্ষুদার জ্বালায় আর পারি না।
; তা চল, ঢাকায় আমার বাসায় চল।
অভাবী জলিল শেখের মনে আনন্দ ধরে না। ঢাকায় যাবে। হাত বাড়িয়ে স্ত্রী জারিনাকে দেখিয়ে বলে, স্যার আমার স্ত্রীও ঘাস খায়।
; তা তোর স্ত্রীকে নিয়েও ঢাকায় আমার বাসায় চল।
এবার আর জলিল শেখের খুশির সীমা নেই। জলিল শেখ তার ছেলে দুটোকে দেখিয়ে বলে, স্যার ওরা ঘাস খেয়ে কিছুক্ষন আগে ঘুমিয়ে পড়ছে।
; তা ওদের নিয়েও ঢাকায় চল। ঢাকায় আমার বাড়ীর আগিনায় অনেক ঘাস আছে, তোরা খেয়ে বেঁচে থাকতে পারবি। আর আমার আংগিনাও পরিস্কার থাকবে!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ 'আমার মন' ভাই। প্রথম কমেন্ট করার জন্য শুভেচ্ছা নিন। এই তো আমাদের দুনিয়া!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৬
প্রিন্স হেক্টর বলেছেন: ভোটের রাজনীতি
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬
সাহাদাত উদরাজী বলেছেন: প্রিন্স ভাই, ঘটনা কিন্তু এমনই! এভাবেই চলছে!
শুভেচ্ছা।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত রূপক গল্প +++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।
শুভেচ্ছা।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাস্তব একটা চিত্র তুলে ধরছেন! শেষের দিকটা খুব দারুণ!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। বর্তমান বাংলাদেশে এমনই হচ্ছে।
শুভেচ্ছা।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
হেডস্যার বলেছেন:
চরম হৈসে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ হেডস্যার।
শুভেচ্ছা।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।
অটঃ সেদিন আপনার সাথে অপ্রত্যাশিত দেখা হয়ে বেশ ভালো লাগল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ভালবাসা ভাই। হা, আমিও আপনার উপর চোখ রাখছিলাম। তবে আপনাকে আমি প্রথম দেখি বাংলা ব্লগ দিবসে বিশ্ববিদ্যালয়ে।
আপনি নিঃসন্দেহে একজন চমৎকার মানুষ।
শুভেচ্ছা।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
প্যাপিলন বলেছেন: সংসদ সদস্য, স্থানীয় সরকার - এগুলো যদি অলাভজনক হতো
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: প্যাপিলন ভাই, এদের নাকে ক্ষত দিয়ে নিতে হবে দেখছি! মুখে যত কথাই বলুক, আসলে টাকা কামানোই আসল কথা।
শুভেচ্ছা।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
সমুদ্র কন্যা বলেছেন: হু এমনই হয়...
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬
আমার মন বলেছেন: পরিষ্কার রাখার জন্য এর থেকে ভাল কাজ আর হতে পারে না।