নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
মাইন্ড করে লাভ নাই, ঈদের দিনে আমরা সবাই চাই একটু ভাল খাবার। শুধু নিজেরা রান্না করে খাব তা নয়, পাড়া প্রতিবেশী যারাই আসবে তাদের সবাইকে ভাল খাবার (সামর্থ্যনুয়ায়ী) পরিবেশন করতে হবে এবং আমার মনে হয় ঈদের দিনটা এই জন্যই! সারা মাস সংযম থেকে এই দিনে একটু মন খুলে খাবার এবং নানান পদের ভাল খাবার হতেই পারে। সারা বছর যারা ভাল খাবার খেয়ে আসছেন তাদের কথা ভিন্ন!
যাই হোক, কথা কম বলাই ভাল, বেশী কথা বললে সমস্যা ছাড়া আর কিছু আশা করা যায় না এবং বেশী কথা বললে মিথ্যা কথাও প্রবেশ করিয়ে ফেলতে হয়। আমি কথা কম কাজে বেশী বিশ্বাসী।
চলুন কয়েকটা রান্নার কথা বলি, সবই মিষ্টান্ন জাতীয়। আপনারা চাইলেই খুব কম খরচে বানিয়ে নিতে পারেন। তবে আগেই সরি যে, সামুতে এত ছবি লোড করা যাবে না বলে শুধু একটা ছবি ও লিঙ্ক দিয়ে যাচ্ছে, এটা আমার পারসোন্যাল ব্লগ এবং শুধু রেসিপির জন্যই। সারা দুনিয়ার বাংলা ভাষাভাষীরা ইতিমধ্যেই আমার ব্লগে রান্নার রেসিপির জন্য আসেন। আপনিও আসুন, পুরাই ফ্রি। দেখে যেতে পয়সা লাগে না, সামান্য সময়। ভাল না লাগলে আমি আছি!
১। পুড়িং
সারা বিশ্বে ডিম ও দুধের মিশ্রনে যে খাবারটা সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে পুডিং (Pudding)। আমি যত দেশে গিয়েছি এই খাবারের দেখা পেয়েছি নানান হোটেলে এবং ঘরে ঘরেই। পুডিং বানানোর প্রসেস গুলো একটু জটিল হলেও আমি মনে করি এটা খুব একটা কঠিন কাজ নয়, এর চেয়ে নানান পদের তরকারী রান্না কঠিন! হা হা হা… কিন্তু কথা থেকে যায় তবুও কেন সবাই পুডিং বানাতে পারে না! এর প্রধান কারন হচ্ছে মিশ্রন। মিশ্রনে সবাই একটু ভুলভাল করে বলেই সঠিক ভাবে পুড়িং বানাতে পারে না। কখনো নরম, কখনো শক্ত ইত্যাদি নানা সমস্যায় পড়ে যান অনেকেই।
(বাকী এখানে ক্লিক করুন)
২। শাহী জর্দা/ জরদা
আজকের রেসিপি নিয়ে যে মজার ব্যাপারটা রয়েছে তা না উল্লেখ করে পারছি না। গত সপ্তাহে বিকেলে গ্রীন রোড় ধরে হেঁটে চলছিলাম। এমন সময় ফোন বেজে উঠল, নাম্বার পরিচিত নয়। আমি হ্যালো বলতেই অপর প্রান্থ থেকে যে গলায় ‘ভাইয়া’ বলে ডাক দিলেন, তাতে কিছু সময়ের জন্য আমার দুনিয়া থেমে গিয়েছিল। প্রায় আমার প্রবাসী ছোট বোনের গলার মতই। কিন্তু আমার ছোট বোন নয়, চট্রগ্রাম থেকে এক নুতন বোন, তার নুতন বিয়ে হয়েছে, শশুরবাড়ীতে এখন মাঝে মাঝে রান্না করতে হচ্ছে। বাবার বাড়ীতে কখনো তাকে রান্না করতে হয় নাই কাজে কাজে কাজেই এখন ভাল পারছেন না, তবে আশে পাশের সাহায্য এবং আমাদের সাইট দেখে ইতিমধ্যে রান্না শিখে ফেলেছেন। (বাকী এখানে ক্লিক করুন)
৩। ফিরনী (পায়েস)
শিশুদের কখন কি খেতে ইচ্ছা হয় কে জানে? মাঝে মাঝে গতকাল খেলে সারা মাসেও সে খাবার আর খাবার ইচ্ছা দেখায় না। আবার গতকাল খেয়ে আজও বলতে পারে, আমি এটা খাব। শিশুরা কোন খাবার খেতে চাইলে, না বানিয়ে দিতে পারলে মনে শান্তি পাওয়া যায় না। অন্য সব কিছু খাওয়ালেও তার চাওয়া খাওয়া না খাওয়ালে মনে একটা খটকা লেগে থাকে। (বাকী এখানে ক্লিক করুন)
৪। নারিকেল বরফি
আজকাল যে অবস্থা চলছে তাতে প্রায় সব মানুষের নুন আনতে পান্তা ফুরায়! এখন আর সৌখিনতা মানায় না। যাদের অঢেল আছে তাদের ব্যাপার ভিন্ন, কিন্তু এই দেশে অঢেল আছে এমন মানুষের সংখ্যা কত। আবার অঢেল আছে এমন অধিকাংশ মানুষের টাকা হয়েছে চুরি, ঘুষ, দূর্নীতি থেকে। ফলে টাকা আছে কিন্তু উপভোগ করতে পারে না। উপরওয়ালা/মালিক এতই উদার না যে, সবাইকে সব কিছু দিবেন! হা হা হা। অবৈধ কোটি টাকার মালিক জামালউদ্দিন সাহেবকে জোর করেও আপনি আমাদের আজকের রান্না ‘নারিকেলের বরফি’ খাওয়াতে পারবেন না! দেখেই তিনি পালাবেন! কোটি টাকার মালিক অথচ সামান্য নারিকেল, সামান্য ঘি খেতে পারেন না! হা হা হা। তিনি খেয়ে আরো কত কথা শুনাবেন, নারিকেলে গ্যাস হয়, পেট ফুলে যায়! ঘি খেলে বুকের ব্যাথ্যা বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি! (বাকী এখানে ক্লিক করুন)
৫। জিলাপী
আজ আপনাদের আমাদের মহল্লার আবুল বাসার ভাইয়ের জিলাপীর রেসিপি দেখিয়ে দেব। তিনি নিজেই দোকানের মালিক এবং নিজেই জিলাপী বানান। সাথে একজন সহকারী কারিগর থাকে কিন্তু বেশীর ভাগ সময়েই একা একাই এই কাজ করে থাকেন। আবুল বাসার ভাইয়ের জিলাপীর কদর কেমন তা উনার দোকানে কিছুক্ষন দাঁড়ালেই বুঝা যায়। গরম গরম জিলাপী তুলে রাখলেই নিমিষেই শেষ হয়ে যায়। সকাল সন্ধ্যা কিংবা হাল্কা শীত পড়লে বেশী জিলাপী বিক্রি হয় বলে জানালেন। আমি মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চললেও মাঝে মাঝে আবুল বাসার ভাইয়ের দোকান থেকে দুইএকটা জিলাপী খেয়ে থাকি। পরিচয়ের সুত্র ধরে আমি মাঝে মাঝে আবুল বাসার ভাইয়ের সাথে কথা বলি। কাজের ফাকে জবাব দিতে ভুল করেন না। সব সময় হেসে কথা বলেন, আমি কখনো বিরক্ত হতে দেখি নাই। গতকাল জিলাপীর রেসিপি নিয়ে কথা হল, তিনি আমাকে হাতে নাতে সব ধরিয়ে দিলেন। আমি শিখে নিলাম এবং বললাম, আপনার এই রেসিপি আমি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেব। হেসে জানালেন, জানান, এটা আরো ভাল হবে। চলুন দেখে ফেলি। (বাকী এখানে ক্লিক করুন)
যাই হোক, এছাড়া আরো নানা খাবারের রেসিপি (৬০০ বেশী) খুব সহজ বাংলায় ধারাবাহিক ছবি দিয়ে দেয়া আছে, চাইলেই আপনি রান্নাবিধ হয়ে উঠতে পারেন। রান্নার চেয়ে আর ভাল ভালবাসা এই দুনিয়াতে নেই! কথাটা হাসির হলেও সত্য।
সবাইকে ঈদ মোবারক।
(সরিঃ সামুতে পুর্নাংগ রেসিপি দেয়া একটু কঠিন কাজ, এত ছবি আপলোড করা অনেক সময়ের ব্যাপার)
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৮
সাহাদাত উদরাজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্রাদার।
আমাকে কাজে লাগিয়েও যদি বেশি ভালবাসা পান, তবে আমি রাজি! হা হা হা.।
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৮
রাজিব বলেছেন: ঈদের দিনে কেউ জিলাপি খায় কিনা জানি না। তবে বাকি মিস্তিগুলো বেশ ভাল লেগেছে। ভাই বই মেলায় কি আপনার বই বের হবে তাহলে আমি এক কপি কিনবো শুধু কথা দিচ্ছি না- বিকাশে করে কালই পাঠিয়ে দেব। সিরিয়াসলি।
ঈদের শুভেচ্ছা রইলো।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা.।
ঘরে জিলাপী বানালে কে খাবে না! যদি শুনে এই জিলাপি ঘরে বানানো তবে সবাই হাম্লে পড়বে।
শুভেচ্ছা ও ধন্যবাদ রাজিব ভাই।
৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১০
সুমন কর বলেছেন: গুড পোস্ট। ঈদ মোবারক।
৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
৫| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! আমার বিবাহের পর বউপে পটানোর সবচেয়ে সেরা উপকরন হলো আপনার রান্নার ব্লগ! আমি মোটামুটি তো পারিই অনেক রান্না, তারপরও আটকে গেলে আপ্নার এই সব পোষ্ট তো আছেই!
ঈদের অগ্রীম শুভেচ্ছা ভাই।