নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

লজ্জাবতী গাছের লজ্জা!

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৮

গাছেরা যে লজ্জা পায়, তা আমাদের বয়সিরা হয়ত লজ্জাবতী গাছ দেখে বুঝতে পারছেন বা বুঝেছেন, অন্তত গ্রামে যারা থেকেছেন তারা নিশ্চয় বিষয়টা প্যাক্টিক্যাল দেখেছেন। অদ্ভুত এক ব্যাপার! চলুন ছবিতে দেখি!



কি সতেজ!





ছবি ১





ছবি ২





ছবি ৩



সামান্য এই লজ্জা টুকু যদি আমাদের রাজনীতিবিদদের মধ্যে থাকত! :D

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কথায় বলে, লাজ-মান-ভয় এ তিন থাকতে নয়।

যাদের ভেতর এ তিনটি ব্যাপার থাকবে, তারা আর যা-ই হোক রাজনীতিক হবার যোগ্যতা তাদের নাই। ;)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ জুলি দা! আপনি সত্য বলেছেন, এই সময়ে এটাই দরকার।

২| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭

মামুন রশিদ বলেছেন: ভালো বলেছেন । রাজনীতিবিদরা চুলোয় যাক, লজ্জাবতীর পাতা ছুঁয়ে দিতে খুব মজা লাগে ।

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমিও অনেকদিন পর লজ্জাবতী দেখলাম।

৩| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১

সুমন কর বলেছেন: আমার ভাগ্নে এ গাছ চিনত না। কারণ তার বয়স মাত্র ৬ বছর। সে গ্রাম পায়নি। এবার ঘুরতে গিয়ে তাকে এ গাছ চিনালাম। প্রথমে সে বুঝেনি। পরে আরো কিছু দেখাতে ব্যাপারটা বুঝল।

শেষ কথাটা বেশ বলেছেন।

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সুমন দা। হ্যাঁ, এখন শহরের অনেকে এই লজ্জাবতী চিনে না!

৪| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২

মুদ্‌দাকির বলেছেন:

আমার শিশু কালে এই গাছ আমাকে রীতিমত অভিভুত করত! ফুল গুলোও কিন্তু চমৎকার !!

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মুদ্দাকির ভাই,
আমি এখনো অভিভুত হই।

৫| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯

মুদ্‌দাকির বলেছেন:

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আমাদের লজ্জাবতীর ফুল দেখিয়ে দেয়ার জন্য। শুভেচ্ছা।

৬| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ছবি ও উপস্থাপনাটা ভাল লাগল।

সামান্য এই লজ্জা টুকু যদি আমাদের রাজনীতিবিদদের মধ্যে থাকত!
আমাদের রাজনীতিবিদরা এটাই মনে হয় বুঝাতে চায় : আসলে লজ্জা থাকলে রাজনীতিবিদ হওয়া যায় না।

৭| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২

রেজা এম বলেছেন: "সামান্য এই লজ্জা টুকু যদি আমাদের রাজনীতিবিদদের মধ্যে থাকত! "

তাহলে , তাদের ঠিকানা হত ,,,,, আমাদের পুকুর পাড় ;) ;) ;) :-P :-P :-P B-) B-)

৮| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪

ওয়্যারউলফ বলেছেন: ছেলে বেলায় চোখের সামনে পড়লেই হতো।না ছুয়ে পার হতাম না।এখনতো দেখাই যায় না।
তবে লজ্জাবতীর ফুল যে এতটা রূপবতী তা কোনদিন মনে হয় নি।ধন্যবাদ,লজ্জাবতীকে মনে করিয়ে দেওয়ার জন্য।

৯| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: এই লজ্জাবতী গাছ আর পাতা ঘিরে অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন ভ্রাতা 8-|

ভালো থাকবেন অনেক :)

১০| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৮

আবু শাকিল বলেছেন: আমি যখন স্কুলে ছিলাম একটা বাড়ির উঠোন দিয়ে স্কুলে যেতে হত।তখন সেই বাড়ির উঠোনের এক কোনায় লাগানো ছিল লজ্জাবতী গাছ ।

স্কুল থেকে ফেরার পথে বন্ধুরা দৌড়ে আসতাম লজ্জাবতীর গাছ গুলোকে ছুয়ে দিয়ে।কি যে অদ্ভত ভাল লাগত।

আপনার লজ্জাবতী গাছ দেখে নস্টালজিয়ায় ফিরে গেলাম।

লজ্জাবতীর গাছ কে দেখিয়া যা বলেছেন তার সাথে সহমত জানাই।

"
সামান্য এই লজ্জা টুকু যদি আমাদের রাজনীতিবিদদের মধ্যে থাকত! :D "

১১| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫০

জাফরুল মবীন বলেছেন: ভাল পোস্ট প্রেজেন্টেশন :)

মুদদাকির ভাইয়ের ছবি লজ্জাবতীর ফুলের কথা স্মরণ করিয়ে দিল।

১২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: ছবির ধারাবাহিকতা চমৎকার । ভাল লাগলো পোষ্টে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.