নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা মনে পড়ল, লিখে যাই!

২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৭

বাৎসরিক ভাবনা ১ঃ
ব্লগে/অনলাইন/ফেসবুকে কিছু লিখলেই কিছু মানুষ এমন গাইঘুই শুরু করে দেয় বা গায়ের উপর টেনে নিয়ে এমন হিংস্র হয়ে উঠে যে, শেষে ব্লক মেরে রক্ষা পেতে হয়! অথচ নাটক, নভেল, সিনেমায় কত কি দেখায় (প্রায় নাটক সিনেমায় নারীকে অসন্মান বা পন্য হিসাবে দেখায়) কিংবা খবরের পাতায় কত কি লেখে (সব কিছুই তো সরকারের বিরুদ্ধে যায়)! সুবিধা মনে হয় এটাই অনলাইনে ব্যক্তিকে হাতের নাগালে পাওয়া যায় আর ওদের নাগাল পাওয়া যায় না!

যারা অনলাইনে কথা বলে আমি মনে করি তারা মুলত আপনার বা সরকারের প্রিয় ব্যক্তি হওয়া উচিত। আপনার দোষ ধরিয়ে আপনাকে সাহায্য করছে এবং আপনাকে সঠিক পথে চলার অহব্বান জানাচ্ছে। অন্যদিকে সরকারের জন্যও এটা মঙ্গল বিষয়, কারন সরকার টাকা খরচ না করে শুধু চোখ রেখেই জানতে পারছে কোথায় কি হচ্ছে, কোন সিধান্ত জনগণের বাইরে দিয়ে যাচ্ছে বা কোনটা সঠিক হয় নাই ইত্যাদি ইত্যাদি।

অনলাইনে সাহস করে ব্যক্তিটা আপনার ও সরকারের শত্রু নন, তিনি বিবেক হিসাবে কাজ করতে চান মাত্র। ফলে কিছু একটা দেখলেই বা আপনার মতের বিপক্ষের কোন কথা দেখলেই মাইন্ড খেয়ে হামলে পড়বেন না এবং সরকার বাহাদুরকে অনুরোধ করবো, যারা লিখে তাদের আপনারা ডেকে নিয়ে ব্যাখ্যা চাইতে পারেন, যদি তার ব্যাখ্যার জবাব আপনাদের কাছে থাকে বা বুঝাতে পারেন, তবে তিনি নিশ্চয় বিরুদ্ধে যাবেন না, আর যদি তার ব্যাখ্যার জবাব আপনাদের না থাকে তবে আপনারাও সংশোধন হয়ে বেশী মানুষের ভালবাসা পেতে পারেন।

মানুষের ভালবাসা ছাড়া মুলত এই দুনিয়াতে আর তেমন কিছুর মুল্য নেই (ঘৃণা মানুষ্য সমাজে কাম্য নয়), মানুষের ভালবাসা অর্জন করার সুযোগ নিন!

বাৎসরিক ভাবনা ২ঃ
দেশের প্রায় প্রতিটা মানুষ এখন এমন হয়েছে যে, সামান্য সুযোগ পেলেই অন্য যে কোন দেশে পাড়ি জমাতে চায়, সেই দেশের নাগরিকত্ব নিতে চায়! যাদের অর্থ, বিদ্যা বুদ্ধি আছে তারা চলেই যাচ্ছে, কোন ভাবেই কাউকে রুখানো যাচ্ছে না! এই সব নিয়ে চিন্তা করলে আমি যা ভেবে পাই, তার প্রধান কারন পাই দেশের দূর্বল ব্যবস্থাপনার শাসন, আজকাল মানুষের চোখকান খোলা, সবাই সব বুঝে, মুখে বলে না, মনে ঠিকই পুষে আছে! (সরকারের উচিত গবেষণা করে বের করা, কেন মানুষ এমন হচ্ছে!)

বাৎসরিক ভাবনা ৩ঃ
স্ত্রীর সাথে সমঝোতা করে, ঝাগড়া বিহীন দিন কাটানো মনে হয় শয়তানের পক্ষেও সম্ভব না!


[প্রবাসী জীবন শেষ আমি দেশে ফিরে ডেফোডিল গ্রুপ, ডলফিন গ্রুপ, একমি গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ল্যাবএইড গ্রুপ (এরা সবাই মুলত গ্রুপ অফ ইন্ডাষ্টিজ) সহ আরো কয়েকটা কোম্পানীতে (নাম হয়ত পরে মনে পড়বে বা এই লেখা শেষ হলে) কাজ করেছি (বড় পোষ্টেই এবং সরাসরি মালিকদের সাথেই কাজ করার সুযোগ হয়েছে এবং ভাল কর্মী হিসাবেই পরিচিত পেয়েছি, এই ফেবুতেই অনেকে আছেন যারা আমার সহকর্মী ছিলেন, তারা আমার কাজ কি ছিলো বা কেমন কাজ করতাম তা বঅলতে পারবেন), পাশাপাশি নিজেও কিছু না কিছু করেই গেছি, এমন কি শেয়ার মার্কেট সহ নিজেও শেয়ারে একটা ইলেক্ট্রনিক কোম্পানী সহ একটা সাপ্লাই কোম্পানী খুলে ছিলাম! আরো কত কি! এই কথা গুলো লিখলাম এই জন্য যে, এই যে নানান সময়ে নানান কথা লিখি, আপনারা হয়ত ভাবেন যে, অভিজ্ঞতা ছাড়াই লিখে ফেলছি, আসলে তা নয়, আমার অভিজ্ঞতার ঝুলি বেশ লম্বা, সাইজেও বেশ বড়! নেশায় বুধ হয়ে কোথায় পড়ে থাকি নাই, অন্যায় আর সইতে না পারলে নিজেই তাদের ত্যাগ করে চলে এসেছি (আমি কোথায় হতে ছাটাই বা তারা আমাকে বাদ দেয় নাই, নিজেই পদত্যাগ পত্র লিখে জমা দিয়েছি), অবিচার হতে দেখলে প্রতিরোধ না করতে পারলে নিজেই বের হয়ে এসেছি! অভিজ্ঞতার আলোকেই বলি বাংলাদেশের ধনী ব্যক্তিদের আমার চেয়ে কে বেশি চিনে? এদের নিয়ে গল্প লিখলে সেই জমজমাট কাহিনী হয়ে যাবে!]

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৬

মোগল সম্রাট বলেছেন:
আপনার অভিজ্ঞতা লিখে ফেলুন ধনীদের নিয়ে দুই চারটা লেখা ।

ধনীদের গপ্পো খ্রাপ লাগবে না মনে হয়।

২৩ শে মে, ২০২৩ বিকাল ৫:২১

সাহাদাত উদরাজী বলেছেন: এই সবে অবশ্য আবার আলাদা একটা ভয় আছে, সরকার ধরে নিতে হয়ত কিছু সময় নিবে বা আবার সুযোগ দিবে, কিন্তু আমাদের ধনীদের কথা গুলো লিখে ফেললে, ওরা নিশ্চয় আর সুযোগ দিতে চাইবে না, জায়গাতেই মেরে ফেলে যেতে পারে! আমাদের ধনীরা দেখতে ফুটফুটে কিন্তু ভেতরে কুৎসিত!

২| ২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৯

গেঁয়ো ভূত বলেছেন: জাতি হিসেবে আমরা ক্যাচাল ও সমালোচনা প্রিয়, কিন্তু নিজের বিপক্ষে সমালোচনা নেবার মতো যোগ্য এখনো আমরা হয়ে উঠিনি।

২৩ শে মে, ২০২৩ বিকাল ৫:২১

সাহাদাত উদরাজী বলেছেন: একমত ব্রাদার।

৩| ২৩ শে মে, ২০২৩ বিকাল ৫:১৯

কামাল১৮ বলেছেন: যে দিন স্ত্রীর সাথে ঝগড়া করবেন সে দিন ব্লগে কোন পোষ্ট না দেওয়াই ভালো।আপনার তো আবার ৩৬৫ দিনই ঝগড়া হয়।

২৩ শে মে, ২০২৩ বিকাল ৫:২২

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, ২৫ বছর এভাবেই পার! সব জায়গাতে ব্লক করার মত একটা অবস্থা আছে তো!

৪| ২৩ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

শেরজা তপন বলেছেন: ওসব কাহিনী নামে-বেনামে লিখে ফেলুন। একটু ঝড় উঠুক!

৫| ২৩ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

জগতারন বলেছেন:
আপনার এ পোস্ট-এর মন্তব্য আমি আপনার ফে, বু,-এ দিয়েছি।
তা এখানেও দিয়ে দিলেম অন্যান্য পাঠক/ পাঠিকাদের পড়ার জন্য:
মনোমুগ্ধকর পাঠ্য ছিলো আজকে লিখা আপনার ব্লগ
"বাতসরিক ভাবনাঃ ১ - ৩"
(১) সমালোচনা না করলে সরকার বাহাদুর কী ভাবে জানবেন কোথায় কি কি ত্রুটিগুলো হচ্ছে।
(২) আমিও বহুদিন আগে নিজ থেকেই সুযোগ সৃষ্টি করে বিদেশে পাড়ি জমায়েছিলেম। শুধু মনের মতো নিজের ভবিষ্যৎ রচনার জন্য। বিদেশে যাওয়ায় দোষের কিছু দেখি না। যারা প্রবাসী তাহারাও দেশের সেবায় রত থাকেন। তার উতকৃষ্ট প্রমাণ আমি নিজে। গত ৪৫ বছরে আমি যে কত লক্ষ $ দেশে পাঠিয়েছি তার সঠিক হিসেব আমার কাছে নেই। এই অর্থ নিশ্চয়ই দেশের অর্থনৈতিক কর্মকান্ডে ব্যবহার হয়েছে।
২-এ আপনার অভিমত-এর সহমর্মিতা জানাচ্ছি।
(৩) কোথায় যেন পড়েছিলাম;
প্রত্যেক ধনি লোকের পিছনের ইতিহাস নির্মোহ ভাবে পর্যালোচনা করিলে পাওয়া যাবে হাজার হাজার দুর্নীতির অভিযোগ।
সেই সমস্ত অভিযোগ-এর পাশে এও পাওয়া যায়;
তাহাদের অর্থনৈতিক কর্মকান্ডে দেশের অগ্রগতি ও অগনিত মানুষের কর্মসংস্থান।
--- ---
Shahadat Udrajiঃ
তা আমিও জানি ও বুঝি।
পুরো দেশ টাই তো দুর্নীতিতে ভরা।
আপনার এ অব্যাক্ত বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি।
আমি বিদেশে আছি বহুকাল,
প্রত্যেক দেশেই দুর্নীতি আছে, কম আর বেশি এই আর কি।
তবে আমাদের ভারতীয় দেশ সমূহ, এবং মধ্য প্রাচ্যের দেশের মুশলমানদের যে নৈতিক অধঃপতন তা দুর্বিষহ!
যুক্তরাষ্ট্রে বসবাস রত মুশলমানদের দুর্নীতির কৌশল দেখলে রীতিমত বিস্ময় প্রকাশ করা ছাড়া আর তেমন কিচ্ছুই করার থাকে না।
আমি ঠিক বুঝতে পারিনা মুশলমানদের অন্তর আত্মা এতো দুর্নিতি প্রবন কেন হলো (!)
আমাদের বাংলাদেশের (প্রায়) প্রত্যেকটি পড়িবার প্রধান কেমন যেন সেচ্ছাচারি, স্বৈরাচারী, নির্মম অপরাধপ্রবন, কেন (?)
আমার পরিবারে আমার বাবার স্বেচ্ছাচার স্বভাবে আমাদের পাচঁটি ভাই বোনদের আশা আকাংকিত ভবিষ্যত, মনের শান্তি বিপর্যস্ত হয়েছিল।
ঠিক একই অবস্থা আমাদের গোষ্ঠীর প্রায় সকল পরিবারেই পরিলক্ষিত। আমার মামাদের পরিবারের ঐ একই অবস্থা (!)
আরে কি লিখতে কি লিখা হয়ে গেলো!

২৪ শে মে, ২০২৩ বিকাল ৫:২০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ২৩ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

জগতারন বলেছেন:
আপনার এ পোস্ট-এর মন্তব্য আমি আপনার ফে, বু,-এ দিয়েছি।
তা এখানেও দিয়ে দিলেম অন্যান্য পাঠক/ পাঠিকাদের পড়ার জন্য:
মনোমুগ্ধকর পাঠ্য ছিলো আজকে লিখা আপনার ব্লগ
"বাতসরিক ভাবনাঃ ১ - ৩"
(১) সমালোচনা না করলে সরকার বাহাদুর কী ভাবে জানবেন কোথায় কি কি ত্রুটিগুলো হচ্ছে।
(২) আমিও বহুদিন আগে নিজ থেকেই সুযোগ সৃষ্টি করে বিদেশে পাড়ি জমায়েছিলেম। শুধু মনের মতো নিজের ভবিষ্যৎ রচনার জন্য। বিদেশে যাওয়ায় দোষের কিছু দেখি না। যারা প্রবাসী তাহারাও দেশের সেবায় রত থাকেন। তার উতকৃষ্ট প্রমাণ আমি নিজে। গত ৪৫ বছরে আমি যে কত লক্ষ $ দেশে পাঠিয়েছি তার সঠিক হিসেব আমার কাছে নেই। এই অর্থ নিশ্চয়ই দেশের অর্থনৈতিক কর্মকান্ডে ব্যবহার হয়েছে।
২-এ আপনার অভিমত-এর সহমর্মিতা জানাচ্ছি।
(৩) কোথায় যেন পড়েছিলাম;
প্রত্যেক ধনি লোকের পিছনের ইতিহাস নির্মোহ ভাবে পর্যালোচনা করিলে পাওয়া যাবে হাজার হাজার দুর্নীতির অভিযোগ।
সেই সমস্ত অভিযোগ-এর পাশে এও পাওয়া যায়;
তাহাদের অর্থনৈতিক কর্মকান্ডে দেশের অগ্রগতি ও অগনিত মানুষের কর্মসংস্থান।
--- ---
Shahadat Udrajiঃ
তা আমিও জানি ও বুঝি।
পুরো দেশ টাই তো দুর্নীতিতে ভরা।
আপনার এ অব্যাক্ত বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি।
আমি বিদেশে আছি বহুকাল,
প্রত্যেক দেশেই দুর্নীতি আছে, কম আর বেশি এই আর কি।
তবে আমাদের ভারতীয় দেশ সমূহ, এবং মধ্য প্রাচ্যের দেশের মুশলমানদের যে নৈতিক অধঃপতন তা দুর্বিষহ!
যুক্তরাষ্ট্রে বসবাস রত মুশলমানদের দুর্নীতির কৌশল দেখলে রীতিমত বিস্ময় প্রকাশ করা ছাড়া আর তেমন কিচ্ছুই করার থাকে না।
আমি ঠিক বুঝতে পারিনা মুশলমানদের অন্তর আত্মা এতো দুর্নিতি প্রবন কেন হলো (!)
আমাদের বাংলাদেশের (প্রায়) প্রত্যেকটি পড়িবার প্রধান কেমন যেন সেচ্ছাচারি, স্বৈরাচারী, নির্মম অপরাধপ্রবন, কেন (?)
আমার পরিবারে আমার বাবার স্বেচ্ছাচার স্বভাবে আমাদের পাচঁটি ভাই বোনদের আশা আকাংকিত ভবিষ্যত, মনের শান্তি বিপর্যস্ত হয়েছিল।
ঠিক একই অবস্থা আমাদের গোষ্ঠীর প্রায় সকল পরিবারেই পরিলক্ষিত। আমার মামাদের পরিবারের ঐ একই অবস্থা (!)
আরে কি লিখতে কি লিখা হয়ে গেলো!

৭| ২৩ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

১.আপনার পরিচিত ( মোটামুটি বন্ধু ) একজন ব্লগার, অরণ্য মিজান সাহেবের মৃত্যু হয়েছে, আপনি উনাকে নিয়ে কোন পোষ্ট দেননি।


২.আপনি বলেন যে, আপনার অনেক অভিজ্ঞতা;আপনার মুল দক্ষতা/পড়ালেখা কোন বিষয়ে?

২৪ শে মে, ২০২৩ বিকাল ৫:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: ভাই, অহেতুক খোছা দিয়েন না! এমনিতেই আছি নানা কারনে।

১। কোন বিষয়ে লেখা উচিত সেটা আমার ইচ্ছা।

২। আমি আসলে তেমন কিছু না, একেক সময়ে একেক কাজ করেছি পেট বাঁচাতে - হয়েছে!

৮| ২৪ শে মে, ২০২৩ সকাল ১১:৫২

আহমেদ জী এস বলেছেন: সাহাদাত উদরাজী,




আপনার বাৎসরিক ভাবনা - ১ আর ২ , আমাদের প্রতিদিনকার ভাবনা। :#)
শেরজা তপন এর মন্তব্যে সহমত।

৯| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১:০৩

আমি সাজিদ বলেছেন: গতকালই পড়েছি। আপনার অভিজ্ঞতাগুলো জানাবেন।

১০| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: চুপচাপ লিখে যান। লেখালেখিতে একধরনের শান্তি আছে। আনন্দ আছে।

২৪ শে মে, ২০২৩ বিকাল ৫:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: একমত।

১১| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:২৯

অক্পটে বলেছেন: কোন দরকার নেই ধনীদের নিয়ে কিছু লিখার। জানটা অনেক দামী। এটা খোয়ানোর কোন মানেই হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.