নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
নাইজেরিয়াতেও সাধারন মানুষের আন্দোলন ক্রমে জমে উঠেছে, ইত্যমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অনেক বড় রাস্তা বন্ধ করে রাখা হয়েছে, সরকার পুলিশ বাহিনীকে রেড এলার্ট দিয়েছে। দেশে কার্ফু দেয়া হয়েছে। যাই হোক, কথা হচ্ছে কেন মানুষ এই আন্দোলন করছে, নেটে ঘেটে যা দেখতে পেলাম, সেই একই ঘটনা সরকারের অপশাসন। দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র, ঠিক মত খেতেও পারছে না, অথচ সরকার ও তাদের দোসরেরা ঠিকই বিনোদন পূর্ন জীবন যাপন করে চলছে! অনেকটা আমাদের দেশের মতই। মুলত মানুষ কত দিন অপশাসনে থাকতে পারে। রাষ্ট্র ও সরকার প্রধান তিনি ও তার দোসরদের সব সুযোগ দিয়ে সারা দেশের মানুষকে অবহেলা করার ফলেই এই আন্দোলন।
Nigerians took to the streets on Thursday to protest the rising cost of living in the country. Thousands of residents in the capital Abuja, Lagos, and other major cities marched in grievance with banners bearing complaints about hunger, bad governance, and the effects of soaring inflation.
Protesters in some instances were met with forceful reaction by law enforcement agencies.
In Abuja, police officers deployed tear gas before midday to deter those who gathered around the Eagle Square, an open-air auditorium close to the Nigerian president’s residence often used for presidential ceremonies. A court order granted to the capital city’s minister on Wednesday required protests to be limited to a stadium located away from the central business and government agency districts.
In Kano and Lagos — Nigeria’s largest states by population — thousands of protesters marched through several parts of each metropolis, including towards the respective governors’ lodges. Protesters at the Lekki tollgate in Lagos were also hit with tear gas, according to multiple reports by local news media. The tollgate is a significant site: In Oct. 2020, police fired at unarmed protesters to forcefully end the EndSARS protest against police brutality.
Many mobile internet subscribers to Nigeria’s four major network operators reported poorer-than-usual connectivity on Thursday. A spokesperson for the Nigerian Communications Commission, which oversees internet service providers, told Semafor the agency had not received quality of service complaints and said it did not direct operators to control access.
বিশেষ ব্যাপার দেখলাম, সেখানেও মোবাইল নেটোয়ার্ক স্লো করা হয়েছে! হা হা হা
যাই হোক, কোটি মানুষকে দরিদ্র রেখে, না খাইয়ে আপনি বেশী দিন আনন্দে আর থাকতে পারবেন না, মানুষ এখন বুঝে সব, কোনটা উন্নয়ন আর কোনটা নিজের পতন তা সবাই এখন ভাল বুঝে। না পারলে নেমে যাওয়াই উত্তম, অযথা বসে বসে নিজের পকেট ভারী ও অর্থ পাচারের সহযোগী না হোয়াই ভাল কাজ! আর সেই জন্যই নাইজেরিয়ার এই আন্দোলনকে ওরা নাম দিয়েছে, 'ব্যাড গভর্ন্যান্স ইন নাইজেরিয়া’!
আমাদের দেশের সরকারও এটা এখনো বুঝতে পারছে না, মানুষ বা ছাত্র ছাত্রীরা আসলে এখন যে আন্দোলন করছে তা মুলত, শাসকের অপশাসনে বিরুদ্ধেই এবং ছাত্রছাত্রী ও জনতার জয় হবেই, ইতিহাস তাই বলে!
সুত্রঃ এখানেview this link
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৮
ভুয়া মফিজ বলেছেন: নাইজেরিয়ান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী/মন্ত্রীদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। এইজন্যই সারা বিশ্বের জারজ মন্ত্রীরা আমাদের দেশের মন্ত্রীদের অ্যাপয়েনমেন্টের জন্য লাইন দিয়ে থাকে। আমাদের দেশের মন্ত্রীরা সারা বিশ্বের জারজ মন্ত্রীদের রোল মডেল!!!
তারপরেও যতো চেষ্টাই করুক, তারা আমাদের মন্ত্রীদের ৩/৪ দিনে নিজ দেশের নাগরিকদের খুন করার সংখ্যা টপকানোর হিম্মৎ দেখাতে পারবে না...........এই ব্যাপারে নিশ্চিত থাকেন।