নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার্থীদের ৯ দফা দাবী গুলো কি কি।

০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৫

নেটে অনেকক্ষন ধরে শিক্ষার্থীদের ৯ দফা দাবী গুলো খুঁজে দেখছিলাম, একদম ডিটেইস এবং সত্য চাইছিলাম। একেক ওয়েবে একেকভাবে দেয়া ছিলো। তবে সবচেয়ে অর্থেন্টিক মনে হল FAQAnswerPro নামক সাইটে। এছাড়া অনেক স্থানে সংক্ষিপ্ত দেখলাম, তবে পয়েন্ট গুলো ডিটেইলস এখানেই ছিলো। ভুল হলে জানাতে পারেন, কিংবা যারা এই পয়েন্ট গুলো দেখেন নাই, পড়ে দেখতে পারেন। আজ সরকার এই আন্দোলনের সমন্বয়কদের সাথে বসতে চাইছেন বলে নিউজ বের হয়েছে, কিন্তু ছাত্রছত্রীরা নাচক করে বলেছে আগে ৯ দফা মানতে হবে এবং দাবী না মানা হলে আন্দোলন চলবে!

কোট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার ‘রিমেমবারিং দ্য হিরোস’ শিরোনামে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানান আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচিতে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণা, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণা, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি ও ডিজিটাল পোট্রের্ট তৈরি করা হবে। এছাড়া শহীদদের স্মরণে যেকোনো কন্টেন্ট বা লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ (#JulyMassacre #RememberingOurHeroes) ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।



ছাত্রদের ৯ দফা দাবি কি কি?

১। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র‍্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ এডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে।

৩। ঢাকাসহ যত জায়গায় ছাত্র-নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদেরকে পদত্যাগ করতে হবে।

৫। যে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যেসকল নির্বাহী মেজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র-নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

৬। দেশব্যাপী যেসকল ছাত্র-নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতিদ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৭। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সকল দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে

৮। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। কারফিউ তুলে নিয়ে সারাদেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে।

৯। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়কবৃন্দ ও ছাত্র-নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে।

আমরা সারাদেশের শিক্ষক, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।

সমন্বয়ক আবদুল কাদের বলেন, ‘আমাদের বহু সমন্বয়ককে গুম করে মিডিয়া ট্রায়ালে ব্যবহার করা হচ্ছে। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে।’

আনকোট

ছবি ও সুত্রঃ FAQAnswerPro, লিঙ্ক এখানেview this link

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অত্যন্ত যৌক্তিক দাবি। দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি।

০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: আমিও একমত। সাথে আছি। মুলত অনেক দিন ধরেই অনলাইনে সুবিবেচনার একজন সুশাসকের কথা বলে আসছিলাম। শাসক পরিবর্তন এখন জরুরী। এই আধুনিক সময়ে এই মাথার জ্ঞানের শাসক চলে না। এখনো সরকার উলটা পালটা কথা ও ছাত্রদের আক্রমন করে যাছে, পু;লিশ এবং তাদের দোশর এখনো গুলি করে যাচ্ছে, যা অন্যায়ের মাত্রা ছেড়ে যাচ্ছে।

২| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪

নতুন বলেছেন: পরিবর্তন দরকার, এতো বছর ক্ষমতায় বসে বিরোধীদল নিমূল করে দানবে পরিনত হয়েছে।

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: এখন ছাত্রছাত্রীদের এক দফা এক দাবী। ভাল ফয়সালা দিয়েছে।

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সবকয়টি যৌক্তিক দাবি। তবে কয়েকটিই সরকার মুখে মুখে মেনে নিয়েরও কখনোই সেগুলি বাস্তবায়ন করবে না। তবে এসব দাবির উপরে প্রথম একটা দাবি রাখা দরকার-
বিনাশর্তে এই মুহুর্তে সকল গ্রেফতারকৃতা ছাত্র-ছাত্রীদের মুক্ত করতে হবে।

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: এখন এক দাবী, একটা আগে শহীদ মিনার থেকে ঘোষণা। ব্যস -
https://mzamin.com/news.php?news=121182

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সাহাদাত উদরাজী বলেছেন:
এখন এক দফা, এক দাবি। সরকারের পদত্যাগ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯

জটিল ভাই বলেছেন:
৯ এখন ১ হয়ে গেছে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.