নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
ছাত্রছাত্রী ও জনতার আন্দোলনে প্রায় প্রতিদিন বাসা থেকে বের হয়েছি, কখনো অহেতুক রাস্তায় হেটেছি, কখনো অফিসে গিয়ে বসেছি, আবার বাসায় থাকলে ছাদ থেকে কাছে দূরে দেখেছি। মালিবাগ থেকে বাড্ডা, শাহবাগ হেঁটে রিক্সার ঘুরেছি। ৩ তারিখে বাড্ডা যেতে অনেক কষ্ট পেয়েছি, রামপুরা গেলে আর যেতে দিচ্ছিলো না, পরে হেঁটে রামপুরার নানান বস্তি এলাকা পার হয়ে (রামপুরাতে এখন এত খালি জায়গা আছে এটা আমার জানা ছিলো না), হাতিরঝিল পার হয়ে বন্ধু কবিরের বাসায় যাই, সেখানে নিজে ভাত তরকারী রান্না করে দুই বন্ধু খেয়েছি, এই দিনে ফেরত বাসায় আসা খুব ভয়াবহ ছিলো, এক সাহসী রিক্সাচালক ভাইকে পেয়ে সাহস পাই এবং ফিরে আসি।
এখানে আমি একটা কথা লিখতে ভুলে যাচ্ছি তা হচ্ছে এই দিনে এত ভেজাল করে বন্ধু কবিরের কাছে যাবার উদ্দেশ্য শুধু মানুষ দেখা ছিলো না, মুলত আমার কাছে কোন টাকা ছিলো না, বিকাশ বা ব্যাংক একাউন্ট থেকেও কোনভাবেই টাকা উঠাতে পারছিলাম না, পকেট একদম ফাঁকা, এদিকে বাসার জন্য কিছু বাজার জরুরী ছিল, ফলে বন্ধু কবিরের কাছ থেকে সেই দিন ২ হাজার টাকা নন ফেরত যোগ্য লোন (!) নিয়েছিলাম, ফোনে জানিয়েছিল 'বাসায় টাকা আছে, লাগলে নিস'! হা হা হা...... এই টাকা ফেরত না দিলেও চলবে, বন্ধু কবিরের দূর্দিন যেন আর না আসে! দূর্দিন এলে দিবো!
যাই হোক, পরের দিন ৪ আগষ্ট আবারো রামপুরা হয়ে সোজা পথে ব্র্যাক ইউনিভারসিটির পাশে এক বন্ধু বাবুল ভাইয়ের কাছে যাই, এবারের মুখ্য উদ্দেশ্য মানুষ দেখা! এই দিন পথ দখল ছিলো ছাত্রছাত্রীদের, আগের কয়েকদিনের ম্যাচাকারের পরে ছাত্রজনতা পুরাপথ দখলে নেয়, সেখানে তিন বন্ধু বসে (ইউনিভারসিটির পাশের বিল্ডিং এর নীচে ফুটপাতে) মানুষ দেখি। পরে বন্ধু কবিরকে নিয়ে রিক্সা নিয়ে শান্তিনগর, বেইলী রোড এলাকাতে আসি, দেখতে থাকি, অরো কয়েকজন বন্ধু আসে তাদের সাথে আড্ডা দেই।
এই ৪ আগষ্ট ছাত্রী সহ মায়েরদের অংশগ্রহন চোখে পড়ার মত ছিলো, ছাত্রছাত্রীদের সাথে আপামর মানুষের রাস্তায় অবস্থান দেখে রিক্সায় বসে বন্ধু কবিরকে বলেছিলাম, আপা শেখ হাসিনার এখানেই শেষ, আর কিছুতেই টিকতে পারবে না, পারবে না! এর পরের দিন ৫ আগষ্ট, আপা পালাইলেন, সবাই সেটা জানেন!
রাস্তায় ভিডিও করা দুরহ ছিলো, নেট লাইনতো বন্ধ ছিলো। পরে ৪ আগষ্টের কিছু ভিডিও ইউটিউবে আপলোড দেই। আহ, একটু আগে আবারো সেই অগ্নিমুখ গুলো দেখলাম।
সবাই ভাল থাকবেন, সুন্দর আনন্দে আপনাদের জীবন কাটুক।
২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
সাহাদাত উদরাজী বলেছেন: তা না হলে কি হত কে জানে? ধরেন তিনি রুমে আটকা, আর কয়েক লক্ষ ছাত্র জনতা প্রবেশ করে ফেলেছে!
২| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯
রিফাত হোসেন বলেছেন: আর্মি নয়, উনার দলের সীমাহীন দুর্নীতি পালিয়ে যেতে বাধ্য করেছে। দুর্নীতি, দমন-পীড়ন আওয়ামীকে কলুষিত করেছে। উনার যতটুকু মেধা ছিল তা উন্নয়নের মাঝে উলু হয়েছে। তা ছাত্র জনতা ছেটে ফেলতে বাধ্য হয়েছে। ভবিষ্যতেও হবে। আগে ওয়ামীর খারাপ সিদ্ধান্ত নিয়ে বলতে গেলে আমেকে বেশ কয়েকবার ভাবতে হত।(তাদের শেষ ৫-৭ বছরে)এটা এখন কাজ করে না। বেহায়ার পতন হয়েছে। লজ্জা থাকলে বঙ্গবন্ধু নিয়ে কচলাকচলির প্রয়োজন ছিল না। এখন সবাই ১৯৭১ এর জামাত এর চেয়ারে ২০২৪ এ ওয়ামীকে বসিয়েছে, কারণ আওয়ামীলীগ নিজে এই চরিত্র ধারণ করেছে। আমি তো বলব আওয়ামী নিজে থেকেই এই পথ অনুসরণ করেছে। ১৫-২০ বছর আওয়ামী দুর্বল ও কোমায় থাকবে। যারা আমরা সাধারণ মানুষ, যারা দেশের ভাল চাই, তারা যেমন জামাত/বিএনপি নিয়ে চিন্তিত ঠিক তেমনি আওয়ামীলীগ নিয়েও। নতুন কাউকে সুযোগ দেওয়া হয়। যদি তারা ছাত্র সমন্বয়ক তাও চলবে কিন্তু কাঠামোবিহীন কোন দল নয়। যতই ভাল Est. পুরনো তারিখ থাকুক। কর্মের খবর নাই, নাম দিয়ে কি করবে মানুষ।
২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২১
সাহাদাত উদরাজী বলেছেন: আমি মনে করি, তিনি তার নিজের ভুলেই পালাতে বাধ্য হয়েছেন। না পালালে মানুষ হয়ত পিটিয়েই মেরে ফেলত, সেটা হয়ত সারা বিশ্বে আরে একটা উদাহরণ হয়ে যেত!
৩| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৩
ঊণকৌটী বলেছেন: প্রয়োজন ছিলো এই কাজ টা আরো পাঁচ সাত বছর আগে করানো তাহলে দেশটা আরো এগিয়ে যেতো
২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২২
সাহাদাত উদরাজী বলেছেন: কয়েকবার মানুষ বা দল গোষ্টি চেষ্টা করেছে, তিন পুলিশ গুলি কৌশলে বেছে গেছেন। শাপনা চত্তরে, কিংবা বি এন পির নানান আন্দোলনে তিনি গুলি কৌশলে বেছে গিয়েছিলেন। ছাত্ররাও একবার বড় আন্দোলন করেছিল।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৭
কামাল১৮ বলেছেন: আর্মি পালাতে বাধ্য করেছে।