নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

শাক সবজি একটু বেশী কিনুন!

০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৬

অফিসে এসে ফেবু খুলতেই কয়েকটা ভিডিও চোখে পড়লো, একজন কৃষক তার ক্ষেতের ফুলকপিতে লাথি মারছেন, ভেঙ্গে ফেলছেন, ছুড়ে ফেলে দিচ্ছেন, দৃশ্যটা হৃদয়বিদারক। আসলে আমাদের সবার দায় আছে।

কৃষকেরা একের দেখাদেখি সবাই একই কিসিমের আনাজ তরুতরকারী ফসল ফলান, ফলে একই সময়ে একই জিনিষের ফলন বেশী হয়, এই দিকে এখন থেকে কৃষকদের নজর দিতে হবে, ফসল উৎপাদনে ভিন্নতা বা কিছুটা ভাবনা চিন্তার দরকার আছে।

সরকারের কৃষি বিভাগ মাঠে একটিভ আছে বলে মনে হয় না, পরিবহন সহ নানান খাতে সরকারের চোখ নেই। সবাই একই সময়ে একই ফলনে যায়, এতে সরকার কাজ করতে পারে, নানান তরুতরকারীর বীজ সহজ লভ্য বা সংরক্ষণ করা যায় এমন বিষয়ে কৃষকদের বুঝাতে হবে।

মূল দায় আমাদের ক্রেতাদের, আমরা আদাচো বহু পুরানো আমল থেকেই, যখন কম দামে পাওয়া যায় তখন আমরা কিনি না, দাম বাড়লে আমরা বাজারে হুমড়ি খেয়ে পড়ি, পাছা চাপড়াই। এখন পেঁয়াজ, রসুন, আদা, মরিচ আলু সহ সবজি শাকের দাম সর্ব নিন্ম, অথচ আমরা এখন কিনি না, বাজারে যাই না, অথচ এখন আমরা কয়েক কেজি বেশি কিনে বা সস্তার দ্রব্য গুলো একটু বেশি খেতে বা সংরক্ষণ করতে পারি, তা কেহ করি না, অনেকে এখন বাজারেও যাই না, দূর থেকে দাম বেশী বলে বসে থাকি, নিজ চোখে বাজার দেখা এবং যার দাম কম সেগুলো কেনার চেষ্টা করা উচিত!

আসুন সবাই বাজারে যাই, দেশী কৃষিজাত পণ্য কিনি, সবাই ভাল থাকি।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৩

বাকপ্রবাস বলেছেন: কৃষকদের জন্য আমার খুব মায়া হয়, ভিডিওটা একটু দেখেছিলাম, পুরোটা দেখিনি কষ্ট লাগছিল বলে। আামাদের রাষ্ট্র ও পুঁজিবাদি আর্থিক ব্যাবস্থা এমন ফাতরা যে, কৃষক ধারকর্য করে একটা ফসল উৎপাদন করল অথচ তার ন্যায্য দাম সে পাচ্ছেনা, কারণ রাষ্ট্র তাকে গুনাতেই ধরছেনা, সে যেটা উৎপাদন করছে রাষ্ট্র হয়তো সেটা আমদানী করে আনছে তারটার খবর না নিয়ে, কৃষক উৎপাদন করে বাজার পর্যন্ত যাবার রাস্তা রাষ্ট্র করে দিচ্ছেনা ফলে ফটকাবজরা দাও মেরে দিচ্ছে। ব্যাবস্থাটা এমনযে, লাভ হলে ফটকাবাজদের আর ক্ষতি হলে কৃষকের কারণ পুঁজিটা তারই।

২| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওদের কাছ থেকে কিনতে পারলে ভালো হত

৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫০

জনারণ্যে একজন বলেছেন: অফিসে এসে ফেবু খুলতেই........ইত্যাদি ইত্যাদি।

অসাধারণ @ সাহাদাত! চমৎকৃত হওয়ার মতোই কাজ করেছেন। বাংলাদেশের শৈনে শৈনে তথাকথিত উন্নতির পিছনে আপনার মতো এমপ্লয়ীরাই কাজ করছে। চালিয়ে যান এভাবেই।

এবং প্রতিষ্ঠানের পশ্চাৎদেশ মারার কাজ সুচারুরূপে সম্পাদন করুন, প্রত্যাশা রইলো।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:২১

সাহাদাত উদরাজী বলেছেন: দূরহারামজাদা, আমার নিজের ব্যবসা, নিজের অফিস, নিজেই মালিক আমি। কাজ করি আনলিমিটেড টাইমে, কাজ থাকলে কাজ না থাকলে এভাবে ব্যস্ত থাকি। আমার অফিসকে আমি কি বলবো? বেডা অন্যের চাকুরী ছেড়েছি অনেক বছর। না জেনে কিছু না বলাই ভাল, যেই না চ্যাটেরবালের কথা চিন্তা করছোস!

৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫৩

জনারণ্যে একজন বলেছেন: ব্লগে এক টোকাই আছে জেনে বেশ চমৎকৃত হলাম। মানতেই হবে দেশ এগিয়ে যাচ্ছে।

এই টোকাই শ্রেণীর মানুষদের আচরণ আমি বেশ কৌতূহল নিয়েই পর্যবেক্ষণ করি। এদের বিচিত্র কর্মকান্ড, গালিগালাজ, খিস্তি-খেউড় করার সহজাত প্রবণতা আমাকে চরমভাবে বিনোদিত করে।

টোকাই উদরাজী, গালিগালাজের স্টক শেষ নাকি? জন্মের পর পর আপনার পিতা-মাতা কর্তৃক বাল্যশিক্ষার ভান্ডার নিশ্চই এত অল্প নয়।

চলুক না আরো একটু, দেখাই যাক না আপনার সীমা কতটুকু।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: শীতকালে অনেক সবজি পাওয়া যায়। দামও কম।
দেখুন কিছুদিন আগেও একটা ফুলকপি কিনেছি ৬০/৭০ টাকা দিয়ে। সেই ফুলপকপি এখন ২০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.