নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

টিকটকঃ এই সময়ে!

০৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

কোন মেয়ে (ছেলেরাও কম নয়) একবার টিকটকে শুরু করলে, আমার ধারনা মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়ে না!

ইতু মিয়াজীর কথা নিশ্চয় মনে আছে, আর্কিটেক, শিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে এই টিকটক নিয়ে বাংলাদেশে বলা চলে তার ক্যারিয়ার শেষ হল, এর পরে মনে হয় বিদেশ চলে যায়! কিন্তু কি মনে করেন সে টিকটক ছাড়ছে, না এখনো সে সেই রকমের টিকটক করেই যাচ্ছে, কোন মিউজিকের সাথে হাত পা নিতম্ব দুলানি আছেই! প্রতিদিন এখনো সে টিকটক করেই যাচ্ছে, মনে হয় না ছাড়তে পারবে। যাই হোক শিক্ষণীয় কিছু টিকটক হলেও বলার বা চিন্তার কিছু ছিলো না, যে টিকটক করে, সেটা শুধু দেহ দেখানো ছাড়া আর কিছু না!

আজ সকালে গাজীপুর থেকে অফিসে একজন লোক এসেছিলেন, তিনি আগে প্রায় ৪ বছর বিদেশ ছিলেন, সব টাকা স্ত্রীর কাছে জমা বা দিয়েছিলেন। কিন্তু স্ত্রী এখন সেই টাকা ফেরত দিচ্ছে না, আর্থিক অভাবে প্রায় জীবন শেষ, লোকটার চেহারা দেখে আমার মনে হল হয়ত আজ সকালে নাস্তাও করেন নাই (বিস্কুট কলা চা, তিনি ও আমি খেয়েছি)। কথা প্রসঙ্গে জানালেন, স্ত্রীর নেশা টিকটকে, টিকটক করার জন্য নুতন নুতন ছেলেমেয়ে বাসায় আসে, কোথায় কোথায় বের হয়ে যায়, বলেও যায় না, তিনি বিদেশ থেকে ফিরেছেন এটা তার মোটেও পছন্দ নয়, অনেক কথা, সব লেখাও যাচ্ছে না!

আগে একটু হেসে নিচ্ছি, মাইন্ড করিয়েন না! আপনারা হয়ত খেয়াল করেছেন আমি সব সময়ে টিকটকের পক্ষে ছিলাম, কারন এটা এমন একটা এপস, যা যে কোন মানুষকে অনলাইনে যা ইচ্ছা করার স্বাধীনতা দেয়, ১০/১৫ সেকেন্ডে একদম নিজকে খুলেও প্রকাশ করা যায়, নিজেই প্রডিউসার, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী! ২০১৬ এর শুরুর নাম ছিলো Douyin, পরে ২০১৮ সালে হয় Musical/ly এবং এর পরে সারা দুনিয়ায় নুতন নাম নিয়ে আসে Tiktok, ব্যস হিট, এখন দুনিয়ার প্রায় ৪০ ভাষায় এর দেখা মিলে! আসলে এটা অনলাইনে চায়নার একটা ভাইরাস, যা মনে একবার প্রবেশ করলে দুনিয়ার আরো কোন ঔষধে কাজ করে না!

মার্কিন যুক্তরাষ্ট্র (৩৪টি রাজ্যের সরকারি সংস্থায়) এবং যুক্তরাজ্য (কিছু অংশে) সহ দুনিয়ার ২৩টি দেশে টিকটক নিষিদ্ধ। তবে, দুটি দেশে এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ (চালালেই জেল জরিমানা): ভারত (চায়না নাকি এই দিয়ে ডাটা চুরি করে) এবং আফগানিস্তান (তারা মনে করে এই এপস মানুষের চরিত্র নষ্ট করে, বিশেষ করে যুব সমাজ)। যাই হোক, বাংলাদেশ সরকারের কোন গবেষণা বা মতামত কোথায়ও পাওয়া যায় না। :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

ওমর খাইয়াম বলেছেন:


বাংগালীদের পক্ষ থেকে আপনি গবেষণা করেন; আপনি তো আরবে ছিলেন, ইহাকে "হালাল" ঘোষণা করতে পারেন কিনা দেখেন।

২| ০৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:২৭

নিমো বলেছেন: আরেক জন দেহ দেখায় ঠিক আছে, আপনার সেটা খু্ঁজে খুঁজে দেখে, সেটা নিয়ে পোস্ট দেয়ারই বা কী দরকার। ডিমতো সিদ্ধ হয়ে গেছে, এবারতো থামুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.