নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের অনুসন্ধানে আত্মপ্রকাশিত কিছু কথা

উমর আই এস

মর্ডান অপ্টিক্যাল- ০৮/০৩/১৯৯৬

উমর আই এস › বিস্তারিত পোস্টঃ

“একটি ধর্ষন ও কিছু কথা”

২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

লেখক: jeffy mahin.
****************************
ঢাকা মেডিকেল কলেজ। মিতু
নামের একজন নতুন রোগী।
পরিবারের আর্তনাদ।
ডাক্তারদের ছুটাছুটি।
চিকিতসা। চিকিতসা।
অতপর: নিজ কেবিনে সুস্থ মিতু।
পুলিশের জেরা এবং কিছু
অশ্লিল মন্তুব্য।
সাংবাদিকদের ঘুরপেচ প্রশ্ন।
অবাক চাহনী।
সংবাদপত্রে কলাম।
সমাজের অবহেলা। ।
তারপর, মেয়েটির আত্মহত্যা।
তদন্ত! তদন্ত!!!!
মিতুর চিরকুট। যেখানে লেখা,
“ধর্ষিত হয়েছি বলে আমরা শেষ
হয়ে যাইনি। আমরা whore
কিংবা prostitute নয়। বাচার
অনুপ্রেরনা দিন।
আমরা বেচে যাব।”
আমার কিছু কথা:
ধর্ষিতরাও মানুষ। কেউ
ইচ্ছাকরে ধর্ষিত হতে চায় না।
আমি বুঝিনা, যখন বিপাশা বসু,
মল্লিকা শেরাওয়াত
কিংবা সানি লিওনকে নিয়ে আপনাদের
কোন মাথাব্যাথা নেই,
তবে একজন ধর্ষিত
মেয়েকে নিয়ে এত
মাতামাতি কেন আপনাদের্।
প্রিয় পুলিশ ভাইয়েরা,
আপনারা জনগনের বন্ধু। বন্ধু
কখনো বন্ধুর খারাপ চায় না।
চরিত্র বদলে আপনারাও আমাদের
বন্ধু হয়ে যান। সমাজের কীটদের
মদদ না দিয়ে জনগনের সেবা করুন।
দেখবেন সমাজ আর আপনাদের
খারাপ চোখে দেখবে না।
সাংবাদিক
ভাইয়েরা আপনারা দেশে অনেক
বড় ভুমিকা পালন করেন। দেশের
অনেক বড় ক্ষমতা আপনাদের
হাতে ন্যাস্ত। সমাজের এই
ধর্ষিত মেয়েদের হেয় প্রতিপন্ন
না করে তাদের পাশে দাড়ান।
অপরাধীদের বিরুদ্ধে লিখুন
ধর্ষিতদের বিরুদ্ধে নয়। দেখবেন
সমাজটা আরো সুন্দর হয়ে গেছে।
এই সমাজ ব্যাবস্থার
দিকে তাকিয়ে আমি সবচেয়ে বেশি অবাক
হই। যেসব মেয়ে এই নির্মম
বাস্তবতার স্বীকার তাদের
নিয়ে এত মাতামাতি করেন
কেন আপনারা???? সমাজে অনেক
মানুষ আছে যারা নিয়মিত whore
দের কাছে যাতায়াত করেন।
অথচ এই রকম অসহায় মেয়েদের
দিকে তাকিয়ে নাক ছিটান।
তাই আমার অনুরোধ, প্লিজ ওদের
ভালভাবে বাচার সুযোগ দিন।
অনুপ্রেরনা এবং সাহস
দিয়ে তাদের উতসাহিত করুন।
দেখবেন, দুনিয়াটা ওদের
কাছে অনেক সহজ হয়ে যাবে।
হাজার হাজার মিতুর জীবন
বেচে যাবে। আর
একটি মিতুকেও জীবন
দিতে হবে না।
আমরা একটি সুন্দর বাংলাদেশ
পাবো। ঠিক স্বপ্নের মত।
[মিতু আমার প্রতিটি গল্পের
character.
কারো সাথে মিলে গেলে আমি দুখিত।
মাফ করবেন।]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.