![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে আসতে একটু সময় লাগলো.....
একটা বিষয় নিয়ে খুব চিন্তায় ছিলাম।
মানুষ স্বপ্ন, চিন্তা, আর প্রতিভা নিয়েই বেচে থাকার চেষ্টা করে।
এতে কেউ সাবলম্ব হয়, আবার কেউ বিধ্বস্থ্য হয়।
একটি স্বপ্ন, ইচ্ছা, আশা পূরণ হলে আরেকটির চাহিদা বাড়ে
এটি যেমন দিবালোকের মত সত্য, ঠিক তেমনি মানুষ যা পায় সেটা তার প্রয়োজন না, বরং মানুষ যা পায়না সেটাই তার বেশি প্রয়োজন।
কিছুদিন হয়ে গেল, আমার জীবনের শেষ মুহুর্ত সম্পর্কে জানতে পারলাম, আমি সর্বাক্ষনিক টেনশন ফিল করে থাকি।
এবার থেকে নিয়ত করছি আর কোন টেনশন করব না।
আসুন যতটুকু পারি নিজেকে একটু একটু করে সংশোধন করার চেষ্টা করি। একবারে তো আর সম্ভব না।
আমার জীবনের সবচাইতে বেশি সময় ব্যয় করেছি একজন কে কাছে পাওয়ার জন্য। কই কাছে তো পাওয়া দূরের কথা, তার হাতখানা ছুতে পারলাম না। এই রকম কিছু বিষয় সবার অন্তরে একটু খানি গাথা ভিন্নরুপে। আসলে প্রেম ভালোবাসা, আবেগ প্রবল, ইমোশনাল, ইম্প্রেসিং, ইত্যাদি বিষয়গুলো একটু বেশি প্রচলন। যাই হোক কাজের কথায় আসি। আগামী দিনে আমার ফেইসবুক আইডি'র নামটা পরিবর্তন করব, একটি নামের সন্ধানে আছি পেলেই চ্যাঞ্জ করব নামটা।
আর আমার Friend List এ যারা আছেন তাদের বলছি..
দেখুন আপনার সাথে আমার কোন সম্পর্ক না Just আপনি Facebook User আমিও Facebook User. এই একটি Device এর মাধ্যমে আপনার সাথে আমার পরিচয়। আমি চাইবো এই সম্পর্কটা ততক্ষন পর্যন্ত যতক্ষন পর্যন্ত এই Device টি Active থাকবে। এছাড়া আমি অন্য কয়েকটি Device এর সাথে জড়িত। Link গুলো সবার নিচে আছে।
আপনি যদি নিয়মিত Facebook User হয়ে থাকেন তাহলে আমাকে Friend Request পাঠাতে পারেন। আপনার Profile Check করে আপনাকে Accept করব। আর আমাকে Message পাঠাতে পারেন কোন আপত্তি নাই, অবশ্যই বিষয় ভিত্তিক হতে হবে। কোন আজাইরা Message পাঠালে সাথে সাথে Blog. সবচেয়ে বড় কথা অনেকের Tag করার অভ্যাস আছে। এই বিষয়টা আমার কাছে অত্যান্ত বিরক্তরক একটা বিষয়। তাই Friend হিসেবে অনুরোধ করব কেউ এধরণের কার্যকলাপ করবেন না। কোন বাজে Post করা থেকে বিরত থাকবেন। কোন থারাপ Page/Group/Post/Picture/Link/Video/Etc এ আপনি Like/Comment/Share করলে আপনাকে Unfriend করতে বাধ্য হব এবং বোনাস হিসেবে থাকছে Blog.. সংশ্লিষ্ট বিষয় যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি আমার সাথে বন্ধুত্ব রাখতে পারেন। অন্যথায় এড়িয়ে যেতে পারেন।
আরেকটা কথা কিভাবে বলব বুঝতে পারছি না। আমার Friends এর মধ্যে যারা অন্যধর্মি বা ইসলাম ধর্ম ব্যতিত আপনি যদি অন্য কোন ধর্মে অনুসারী হয়ে থাকেন তাহলে আমার সাথে বন্ধুত্ব না রাখাটাই আমি ভালো মনে করি। আর এতে আপনারো ভালো হবে বলে আশা রাখি। আপনারা কেউ কিছু মনে করবেন না।
এই লিখাটা আমি আমার সকল ডিভাইসে Post করছি। এবার দেখবো যারা নিয়মিত Like ও Comment করে তাদের রাখবো আার বাকিদের কি অবস্থা হবে তা আমার জানা নাই। সবাই ভালো তাকার চেষ্টা করবেন। আর আমার জন্য দুয়া করবেন।
E-mail: [email protected]
Yahoo: [email protected]
http://www.somewhereinblog.net/blog/umaris
http://ucp-news.blogspot.com/
https://umar8627.wordpress.com/
https://twitter.com/UmarIbnay
https://www.youtube.com/channel/UCE6WqqT2lQ1XikERtdmsf4w
https://plus.google.com/103475946956477458739/op/profilephoto
©somewhere in net ltd.