![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮০-৮১ সালের দিকে বাংলাদেশে ভিসিআর আমদাদী সম্পূর্ন নিষিদ্ধ ছিল - এতে নাকি দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে, অথচ দশ বছর পর ঠিকই অনুমোদন দেয়া হয়েছিল।
কারও কারও মনে থাকবে, বাংলাদেশে এক সময় ফ্যাক্স মেশিন আমদানীর সম্পূর্ন নিষিদ্ধ ছিল।আরও বহু আগে থেকে বিদেশে ট্রেনিং, ভিজিটে গিয়ে এই ফ্যাক্স মেশিন দেখে এসে থাকলেও সেদিন সিএসপি আমলারা আতৎকে উঠেছিল! এই মেশিন আমদানীর অনুমোদন দিলে সর্বনাশ হয়ে যাবে।সব তথ্য পাচার হয়ে যাবে।পরে অবশ্য ইন্টারনেট, ইমেইলের যুগ এসে সরকারী অফিসগুলোতে ফ্যাক্স মেশিনে ভরে যায়, আর বলা হতে থাকে ইন্টারনেট রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুকিপূর্ন।
১৯৯৪ সালে বাংলাদেশের জন্য ইন্টারনেটে সংযুক্ত হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়ে প্রায় দেড়শ বছরের ইতিহাসের সাবমেরিন ক্যাবলে সংযুক্ত না হওয়ার পেছনে ত্যৎকালী আমলারা যুক্তি দিয়েছিল সাবমেরিন ক্যবলে যুক্ত হলে বাংলাদেশে তথ্য সব পাচার হয়ে যাবে, সব গোপনীয় বিষয় প্রকাশ হয়ে যাবে।অবশ্য, ১২ বছর পর ২০০৬ সালে জাতীর কোমড় ভেঙে দিয়ে সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হয়।কিন্তু জাতির দূঃখের শেষ হয়নি সাবমেরিন ক্যবলে সংযুক্ত হওয়ার প্রথম দিন থেকেই যতটুকু ব্যন্ডউইথ জনগণকে ব্যবহার করছে দিচ্ছে তার কয়েক গুন বেশি অব্যবহৃত রাখছে।যেমন এই মুহুর্তে দেশের মোট ১৬৪ জিবিপিএস ব্যন্ডউইথের মধ্যে ২২ জিবিপিএস ব্যন্ডইউ ব্যবহার করে ১৪২ জিবিপিএস অব্যবহৃত রাখছে।এবার যুক্তি হচ্ছে, ভবিষ্যতের জন্য ব্যন্ডউইথ সংরক্ষন করা হচ্ছে।
২০০৪ সাল থেকে বাংলাদেশে ৩জি দেই দিচ্ছি করে, দিচ্ছে না, প্রথম দিন থেকেই কেবিনেট আমলারা বলছে এটা দিলে নাকি তুরুন প্রযন্ম কাপড়চোপর খুলে একে অন্যকে কল করে সারাদিন ব্লুফ্লিম করবে, তাছাড়া ইসলামেও এটা নাজায়েজ।আজ বিশ্বের কোন দেশ ৩জি অপেন করা বাকি না থাকলেও, সুদান, সোমালিয়াও যথাক্রমে ২০০৭, ২০০৮ এ ৩জি অপেন করেদিলেও বাংলাদেশ গত ৩ বছর যাবৎ ৬ মাসের মধ্যে ৩জি আসছে, আসছে করছে।এবং খুব সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
গত শতাব্দী থেকেই ইন্টারনেট ব্যাংকিং চালু হয়ে গেলেও দেশের সব অর্থ পাচার হয়ে যাবে এই উসিলায় পেপল দিচ্ছেনা, বিশ্বের কোন দেশে পেপল নাই এমন দেশ নাই বাংলাদেশ ছাড়া ...
এমনি আরও অনেক পবিত্র জিনিষ নিষিদ্ধ হয়ে আছে যা জানতেও তোমাদের ১০-১২ বছর লেগে যাবে।
কারা করেছে/করছে এ কাজগুলো ? এরা সব তোমাদের জিনিয়াস সিএসপি ও বিসিএস আমলারা।এরাই এসব বুদ্ধি দিয়েছে/দিচ্ছে ছাগল নেত্রীনেতাদের ....
এদের কখনও ক্ষমা করো না .... কেউ মরে গিয়ে থাকলেও এদের কবর চিহ্নিত করে রেখো ...
অনেকে হয়তো ভাবছো, কথাগুলো কি সত্য ? তাদের বলবোঃ
সত্য মানে ! ১০০% সত্য! নতুন প্রজন্ম চাইলে প্রতিটি কর্মের লিখিত প্রমান দেখতে পারবে।ফাইলে, নোট সিটে, সামারীতে, আরও নানা ভাবে।এত দূর ভবিষ্যৎ ওরা ভাবতে পারেনি।যেকোন সচিবের কক্ষে ঢুকেই, অনারবোর্ডেই জানা যাবে, কে কখন, কত সালে, কত দিন দায়িত্বে ছিল।
ভিসিআর আমদাদী নিষিদ্ধ ছিল - অনেক পরে জেনেছি, সিনেমা হল মালিক ও সিএসপি আমলারা যোগসাজোশে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের আদেশের নোট সিটে এই সুপারিশ করেছিল আর ছাগল মন্ত্রী আদেশ করেছিল দিয়েছিল, তা পাওয়া যাবে।
এক সময় প্রকাশক ও প্রেসের যোগসাজোশে ফটোকপি মেশিনে আমদানী নিষিদ্ধ ছিল।এমনি আরও শতশত পবিত্র জিনিষ পাওয়া যাবে, রেভিনিউ কমে যাবে এই যুক্তিতে ভিওআইপি ওপেন করছে না, অথচ প্রতিদিন ৩ কোটি মিনিট লিগ্যল কল হলেও ৯ কোটি মিনিট ভিওআইপি হচ্ছে .... ইত্যাদী ইত্যাদী।
টেকনোলজি আর কাঁচা বাজার একই রকম।কোন পরিবারের কর্তা যদি সকাল বেলা বাজারে না গিয়ে, ১২টা, ১টা পর্যন্ত ঘুমিয়ে তারপর যান তাহলে কি পান ? পঁচা, বাসি, উচ্ছিষ্ট, আবর্জনা - ছেলেমেয়ে পরিবারকে ভালো খাওয়াতে পারে না।ঠিক একই ভাবে প্রযুক্তি সঠিক সময়ে গ্রহন না করলে একটা জাতিকে তার মূল্য দিতে হয়।এক একটা প্রজন্ম তার সমসাময়িক বিশ্ব পিছিয়ে পরে, বঞ্চিত হয় ...
এদের কখনও ক্ষমা করো না .... কোনটা মরে গিয়ে থাকলেও এদের কবর চিহ্নিত করে রেখো ...
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪
মেফতাহুল সাগর বলেছেন: টেকনোলজি আর কাঁচা বাজার একই রকম।কোন পরিবারের কর্তা যদি সকাল বেলা বাজারে না গিয়ে, ১২টা, ১টা পর্যন্ত ঘুমিয়ে তারপর যান তাহলে কি পান ? পঁচা, বাসি, উচ্ছিষ্ট, আবর্জনা - ছেলেমেয়ে পরিবারকে ভালো খাওয়াতে পারে না।ঠিক একই ভাবে প্রযুক্তি সঠিক সময়ে গ্রহন না করলে একটা জাতিকে তার মূল্য দিতে হয়।এক একটা প্রজন্ম তার সমসাময়িক বিশ্ব পিছিয়ে পরে, বঞ্চিত হয় ...
তিব্রভাবে সহমত +++
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৭
রোবান মাহমুদ বলেছেন: পুরোপুরি ভাবে একমত
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫০
কি-আইডি-দেব-সব-দখল-হয়ে-গেছে বলেছেন: সহমত। লেখা ভালো হইছে।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫১
বীলজেবাব বলেছেন: সহমত আর প্লাস ।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫১
মাথাল বলেছেন: এক্কেরে কাঁটায় কাঁটায় সহমত।
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫১
মোহাম্মদহারুন বলেছেন: ভাল লাগলো।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৬
পান্থ নজরুল বলেছেন:
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৮
আশাবাদী মাসুদ বলেছেন: ভাল লেগেছে খুভ
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৫
শয়তানেকচুয়াল বলেছেন: বুইড়া ভামগুলি দেশের মেরুদন্ড ভাইঙ্গা দিয়া যাইতেছে। ঐগুলান রে পিটায়া কোমোর ভাইঙ্গা চেয়ার থিকা নামানো দরকার। কিন্তু কবে?????
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫২
শাল্লা, ভািটর আই িপ. বলেছেন: এখন যে ক্ষতিগুলো করছে সেগুলো বুঝতে বুঝতে ২০২০ পার হয়ে যাবে।
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৫
ফরহাদুল হাসান অভি বলেছেন: পুরোপুরি সহমত।
ভাল লিখেছেন।
শুভ কামনা রইল। ভাল থাকবেন
১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: বাংগালী হিসেবে জন্ম নিয়ে আমি লজ্জিত
১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
মুন্তাসীর মাসুদ বলেছেন: সহমত
১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪০
মারুফ মেহেদী বলেছেন: দেশী ব্লগ সাইট গুলা বন্ধ করে দিতে হবে । আপনারা উল্টাপাল্টা লিখালিখি করে তো দেখি তরুণ প্রজন্মকে নষ্ট করে দিবেন । ওদের সহজ সরল অবুঝ মনে বিষ ঢুকিয়ে দিবেন ।
চরম লিখেছেন রে ভাই । বড়ই অভাগা জাতি আমরা । সবদিক দিয়ে ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪২
হেডস্যার বলেছেন: ভালো লাগছে লেখা।