![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূম্র কুয়াশায় আমি আটকে গেছি,নি:শব্দ রাতের জোনাকির আলোয়আমি পথ হেটেছিআমি ঝুম বৃষ্টি তে ভিজেছিআমি সমুদ্রের লোনা জল জমিয়ে রেখেছিবছরের পর বছরআমি পার করেছি দীর্ঘ রাতআমি ভোর দেখেছিআমি স্বপ্ন একেছি হাজার বারআমি ক্লান্ত হই নিআমি হাটছিঅজানা পথেঅজানা ভাবে
আমি চেয়েছিলাম গল্পটা দীর্ঘ হবে........!!
অনেকটা পাহাড়,
কতক উচুঁ নিচু রাস্তা,
খুব কোলাহলে নিজেকে হারিয়ে না ফেলে
ক্লান্ত কোন সন্ধ্যায় এক অচীন পাড়ে তোমার দেখা পাবো...
তুমি নৌকোতে বসে আমার অপেক্ষায়!!
আমি পা বাড়াতেই বলে উঠবে
খানিকটা দাড়াও, আসছি আমি!!
যত্ন করে তুলে নিবে তোমার ওই ছোট্ট কুশাতে,
দুটি জোনাকি জ্বেলে আলো করে নেব আধার পথ,
দুচোখের স্বপ্নে অনন্ত ক্ষণ কাটাবো তোমার বিভোরে,
এবার তবে ভাসাও তোমার নাও সখা,
প্রাণের সুখে........
অপেক্ষা তোমার কুটিরের।।
একটু চাওয়া
পাশেই থেকো
কাছেই থেকো।।
প্রজাপতির ডানায়
একটু করে রঙ মাখিয়ে
আমায় তুমি
রাঙিয়ে নিও।।
চুপটি করে
অল্প আশে
গন্ধে মাতাল এই বাতাসে
আকাশটা জুড়ে
তুমিই থেকো।।
কার জন্যে
মন বেধে
অজানা এক সূত্র গেথে
উড়াও ঘুড়ি
ইচ্ছেমত!!
বন্ধু তুমি
নির্জনেতে
একলা বসে ওই সারিতে
আমায় কেবল একটু খুজো
কথা দিলাম রবো আমি
পাশেই রবো।।
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
বর্ণিল হেয়ালী বলেছেন: আপনি খুব সুন্দর করে উপমা দিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
বর্ণিল হেয়ালী বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৫
হৃদয় ভারাবী বলেছেন: অপেক্ষা তোমার কুটিরে....
ভালো লাগলো.....
++
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:১০
বর্ণিল হেয়ালী বলেছেন: থ্যাংকইউ
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৭
লেখোয়াড় বলেছেন:
আজ সকালে খুব সরল আর নমনীয় একটি কবিতা পড়লাম।
খুব স্পর্শ পেলাম।
আমি বলেছিলাম আপনার লেখা খুব সরল সুন্দর।
এটা মনে হয় আপনার নিজের মনেরই অভিব্যক্তি যার কবিতা বা অন্য মাধ্যমে প্রকাশ।
তার মানে আমি আপনাকে এভাবেই কল্পনা করত পারি।
শুভ সকাল, ভাল থাকুন।