![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেমস্
কথা- রাজিব আহমেদ
ভুলে যাও আমাকে নদী
জলে ভেজা পুজোর ফুল ভেবে
একা একা ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
নদী ভুলে যাও
পুজোর ফুল ভেবে
সুখ নিয়ে বয়ে যাও অন্য বুকে।
আপোষের কারণে হয়তো
একটি পাতায় ভেসে থাকা যায়
এক সাথে ভেসে থাকা
মানে এক হয়ে যাওয়া নয়অ
পাশাপাশি থাকার কারণে
হয়তো কিছু মায়া হয়ে যায়
ভালবাসা আর মায়া
কখনোও এক পাওয়া নয়।
২৪ শে মে, ২০০৮ রাত ১০:৪১
গুরু তোমার জন্য বলেছেন: আমি আপু লিংক দিতে জানি না হেল্প করবেন
প্লিজ
২| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৪৬
রন্টি চৌধুরী বলেছেন: Click This Link
এই গানের লিংক দিয়ে দিলাম।
৩| ২৫ শে মে, ২০০৮ রাত ১:০৩
রন্টি চৌধুরী বলেছেন: সাবাস বাঙালী!!
শোন বাছা, ই-স্নাইপসে সাধারনত প্রায় সব বিখ্যাত গানগুলো পাওয়া যায়। তাই গানের লিরিকের সাথে ই-স্নাইপস থেকে ওই গানটি বের করে লিংক দিয়ে দিলে লোকজন ওই লিংকটিতে ক্লিক করে গানটি শুনতে আর ডাউনলোড করতে পারে।
ই-স্নাইপসে গিয়ে সার্চ দিলে যেকোন গানের লিংক পাবে বলেই মনে হয়। ধরা যাক, বিজলী গানটা খুজছো, তাহলে http://www.e-snips.com এ গিয়ে সার্চ বক্সে bijl-james লিখে সার্চ দাও। সম্ভাব্য অনেকগুলা ফাইল দেখাবে। তারমাঝে প্রথম কয়েকটা অবশ্যই বিজলী গানটাই হবে।
পোষ্টের সাথে লিংক দেয়া খুব সহজ। পোষ্ট লেখার সময় কন্ট্রোল প্যানেলে লিংক দেবার একটি ট্যাগ আছে চশমার মত দেখতে । ওটায় ক্লিক করলে এ্যাড লিংক নামে একটা বক্স আসে, তাতে টাইটেলের জায়গায় বাংলায় যে গানের লিংক দেয়া হবে তার নাম আর ইউআরএল এর জায়গায় গানটির ই-স্নাইপসের লিংক দিয়ে ইনসার্ট টিপলেই কাজ শেষ। তবে পুরো কাজটা করার আগে কারসরকে সেই জায়গায় এনে রাখতে জবে যে জায়গাটিতে লিংকটি দিতে চাও।
ছবি যোগ করে দিলাম। ছবিগুলো অন্য একটা উইন্ডো দিয়ে বড় করে দেখে নাও, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
ছবি ১,
ছবি ২
৪| ২৫ শে মে, ২০০৮ রাত ১:০৪
রন্টি চৌধুরী বলেছেন: ই-স্নাইপস এর ইউআরএলটা ভুল হয়েছে । আসলে হবে http://www.esnips.com/
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
গুরু তোমার জন্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ভাল থাকবেন
৫| ২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৫৫
সিক্স স্ট্রিং বলেছেন: এই গানটা দারুন।
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
গুরু তোমার জন্য বলেছেন: তাইতো দিলাম।ধন্যবাদ
৬| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৫
প্রাকৃত বলেছেন: গুরু! আমার অন্যতম প্রিয় গান!++
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
গুরু তোমার জন্য বলেছেন: শুনে চমৎকৃত হইলাম
ধন্যবাদ
৭| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
প্রবঞ্চিত যুবক বলেছেন: জলে ভেজা নয়, জলে বাসা হবে...
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০০৮ রাত ১০:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: গানের লিন্কটা দেয়া যায়না?
শুভেচ্ছা।