নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

বাঙালির সাজুগুজুঃ একাল ও সেকাল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

বাঙালি ভীষণ সাজগোজপ্রিয় জাতি। ঈদ, পূজাপার্বণ, মেলা, কুটুমবাড়ি, মার্কেট ... ইত্যাদি উপলক্ষ্যে কতই না সুন্দর করে সেজে থাকে সবাই। কিন্তু খেয়াল করে থাকবেন সবাই, সাজার ধরণ আর উপকরণ -- দুইই কিন্তু পরিবর্তন হচ্ছে।

কেমন পরিবর্তন ? একটু কষ্ট করে দেখুন --



সাজগোজের সেকালঃ

একদম গ্রাম বাংলা থেকেই শুরু করি। সেসময় সাজার উপকরণ বলতে দেশীয় পন্যই ভরসা। যেমনঃ





ফেয়ার অ্যান্ড লাভলী





তিব্বত স্নো - যা গ্রামে "চুনু" নামেও পরিচিত।





মিল্লাত পাউডার - নারী-পুরুষ নির্বিশেষে সমানহারে জনপ্রিয়।







মেরিল পেট্রোলিয়াম জেলি আর তিব্বত পমেড - শীতের অবিচ্ছেদ্য অংশ।





আর শহুরে কন্যাদের জন্য বিভিন্ন নামী-বেনামী কোম্পানীর মেক-আপ।



আর এখন কি ব্যবহার করে জানেন সবাই। তাও দেখে নিন --



সাজুগুজুর একালঃ







যারা মোটামুটি স্বচ্ছল, তারা যান "পারসোনা" অথবা "হাবিব'স পারসোনা" ইত্যাদিতে, অত্যাধিক মুল্য হলেও সেবা সন্তোষজনক (অন্তত অনেকেই তাই বলে)





বর্তমানে সাজের কথা এ ছাড়া ভাবাই যায় না। সুন্দর ছবি তোলা যায় এটা সত্যি ... কিন্তু গাধাকে ঘোড়া আর ঘোড়াকে মানুষ বানাতে এই যন্ত্রের গুরুত্ব অপরিসীম।





এই সফটওয়্যারের কল্যানে আজ জনগন নিজেকে আরও বেশী "হ্যান্ডসাম" আর "সুশ্রী" করে তুলতে পারছে। তবে সমস্যা হল অধিকাংশ সময়ই আসল মানুষ আর ফটোশপের ছবি মেলাতে গেলে ভিরমি খেতে হয়। ফেসবুকওয়ালারা নিয়মিতই এসব ছবি দেখতে পান এবং তাদের কিয়দংশ প্রেম করতে গিয়ে বিষম খেয়ে ব্যাক করেন।





*পাঠকসমাজ, কত পরিবর্তন হয়েছে দেখছেন তো ?? তাই চোখ-কান খোলা রাখা বাঞ্ছনীয়। নতুবা "বিষম খেয়ে ব্যাক" করতে পারেন।



**আর বলে রাখা ভালো, এটা রম্যের উদ্দেশ্যে করা, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিপ্রায় নেই।



***এটা ছেলে-মেয়ে নির্বিশেষে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। নারীবিদ্বেষী জনগণ আবার সুখের ঢেঁকুর তুলতে যাবেন না যেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.