![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে ফজরের নামাজের জন্য উঠতেই আমার ১১ বছরের ছেলে সাকিফ ঘুম থেকে জেগে বললাে বাবা আমিও যাব। আমি বললাম, বাবা আজকে বাইরে অনেক বেশী ঠান্ডা, কাল যেও। আমার ছেলে বললাে না আমি আজই যাব। তুমি যেতে পারলে আমিও পারব। আগত্যা সাথে নিয়েই ফজরের নামাজের জামাতে গেলাম। নামাজ শেষে বাসায় এসে আবার শুয়ে পড়লে, আমার ছেলে আমাকে প্রশ্ন করলাে, বাবা আমি যে ফজরের নামাজ পড়লাম, আমি আল্লাহর কাছ থেকে কি পাব? আমি বললাম আল্লাহ তােমাকে বেহেস্ত নসীব করবেন। এরপর আমার ছেলে যা বললাে তা শুনে আমার চােখ দিয়ে পানি চলে আসলাে। আমার ছেলে যা বললাে ত হচ্ছে:
ছেলে: বাবা আমি যদি বেহেস্তে যাই, আল্লাহকে বলবাে, আল্লাহ তুমি আমাকে আবার ছােট করে দাও, আমার বাবা মা যেন আবার আমাকে সেই আদরের সাথে লালন পালন করেন।
আমার চোখ দিয়ে পানি চলে আসছিল, ছেলেটা আমার মনের কথাটা কি ভাবে জানল? যা আমি ব্যাক্ত করতে পারিনি, আমার ছেলেটা তাই বলে দিল। আমি শুধু মনেমনে বললাম, " রাব্বীর হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।
আমার প্রীয় ব্লগার বন্ধুরা, আমাদের জন্য দােয়া করবেন।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
আজিজার বলেছেন: আল্লাহ যেন সবাইকে এরকম সন্তান উপহার দেন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++
৪| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: মনটা ভরে গেল আপনার এ লেখাটা পড়ে। আপনাদের সবার জন্য দোয়া রইলো...
ছেলেটার বিশেষ যত্ন নিন। এখন ওর বয়ঃসন্ধিক্ষণ। ওর বন্ধুদের প্রতিও নজর রাখুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
☺ বলেছেন: ব্যাপারটা সুন্দর ও চমৎকার।